They travelled to Savar __________.
A
on foot
B
by walking
C
on their feet
D
by foot
উত্তরের বিবরণ
• শূন্যস্থান পূরণের সঠিক উত্তর: on foot
-
সম্পূর্ণ বাক্য: They travelled to Savar on foot.
• on foot মানে কী?
-
on foot মানে হলো পায়ে হেঁটে।
-
যখন কেউ হাঁটতে হাঁটতে কোথাও যায়, তখন আমরা on foot বলি।
• উদাহরণ:
-
পায়ে হেঁটে যেতে প্রায় ৩০ মিনিট লাগে, আর গাড়িতে মাত্র ১০ মিনিট।
(It takes about 30 minutes on foot, or 10 minutes by car.) -
আমার বন্ধু সব সময় হেঁটে বাসায় যায়।
(My friend always goes home on foot.)
0
Updated: 3 months ago
He went to ____________ hospital because he had ___________ heart attack.
Created: 1 month ago
A
no article, an
B
a, an
C
the, no article
D
no article, a
১. নির্দিষ্ট কিছু জায়গার আগে সাধারণত Article ব্যবহার হয় না –
যখন এগুলো তাদের মূল উদ্দেশ্যে ব্যবহার করা হয়। যেমন:
-
school, college, market, bed, hospital, prison, mosque, temple, church, court ইত্যাদি।
👉 উদাহরণ:
-
I go to school. (আমি স্কুলে যাই – পড়াশোনার জন্য, যা স্কুলের মূল উদ্দেশ্য)
-
He went to market. (সে বাজারে গিয়েছিল – কেনাকাটার জন্য, বাজারের মূল উদ্দেশ্য)
-
He went to hospital for treatment. (সে হাসপাতালে গিয়েছিল চিকিৎসার জন্য, যা হাসপাতালের মূল কাজ)
২. অন্য কোনো উদ্দেশ্যে গেলে Article ব্যবহার করতে হয়।
উদাহরণ:
-
I went to the hospital to visit my uncle. (আমি আমার চাচাকে দেখতে হাসপাতালে গিয়েছিলাম – এখানে উদ্দেশ্য “চিকিৎসা নেওয়া” নয়, তাই the বসেছে।)
প্রদত্ত বাক্যে বিশ্লেষণ
-
He went to hospital because he was ill.
এখানে সে চিকিৎসার জন্য হাসপাতালে গিয়েছিল (হাসপাতালের মূল উদ্দেশ্য), তাই No article বসবে। -
He had a heart attack.
এখানে “heart attack” শব্দটি consonant sound দিয়ে শুরু হয়েছে, তাই এর আগে a বসবে।
✅ Final Answer: no article, a
Complete Sentence: He went to hospital because he had a heart attack.
উৎস: Practical English Usage – Michael Swan
0
Updated: 1 month ago
Wordsworth introduced the readers ______ a new kind of poetry.
Created: 2 months ago
A
with
B
at
C
to
D
by
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - to.
- Complete sentence: Wordsworth introduced the readers to a new kind of poetry.
- Bangla Meaning: ওয়ার্ডসওয়ার্থ পাঠকদের একটি নতুন ধরনের কবিতার সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন।
• Introduce into/to
English meaning: To help someone experience something for the first time:
Bangla Meaning: (কিছু) প্রবর্তন/প্রচলিত/চালু করা; (কাউকে কিছুর সঙ্গে) পরিচিত করা।
- যেমন: introduce new methods in agriculture; introduce somebody to the mysteries of modern physics.
Source: Accessible Dictionary by Bangla Academy and Cambridge Dictionary.
0
Updated: 2 months ago
These books _______ me.
Created: 3 months ago
A
belongs to
B
belong to
C
are belonged by
D
belongs by
✅ সঠিক উত্তর: খ) belong to
Complete Sentence: These books belong to me.
🔹 Subject–Verb Agreement (বিষয়-ক্রিয়া মিল):
একটি বাক্যে ক্রিয়াটি নির্ভর করে বিষয়টির (Subject) person (পুরুষ) ও number (একবচন/বহুবচন) এর ওপর। এ নিয়মকে Subject–Verb Agreement বা Concord বলা হয়।
নিয়ম:
1. যদি Subject singular (একবচন) হয়, তাহলে verb-ও singular হবে।
-
যেমনঃ He writes every day.
2. যদি Subject plural (বহুবচন) হয়, তাহলে verb-ও plural হবে।
-
যেমনঃ They write every day.
🔹 These books একটি plural subject, তাই এর সাথে plural verb belong ব্যবহৃত হয়েছে।
-
Plural verb-এর শেষে s/es যোগ হয় না।
-
Plural subject মানে একাধিক ব্যক্তি বা বস্তু বোঝায়।
অন্যান্য অপশনগুলো কেন ভুল:
ক) belongs to — belongs হলো singular verb, কিন্তু these books হলো plural subject, তাই ভুল।
গ) are belonged by — belong ক্রিয়াটি passive form-এ ব্যবহৃত হয় না, এবং এখানে preposition-ও ভুল।
ঘ) belongs by — এখানে দুইটি ভুল আছে:
-
belongs হলো singular verb, কিন্তু subject বহুবচন।
-
by preposition টি belong verb-এর জন্য সঠিক নয়।
উৎস: Cambridge Dictionary
0
Updated: 3 months ago