কোনটি Non-NBR Tax?
A
VAT
B
Income Tax
C
Land Revenue
D
Excise Duty
উত্তরের বিবরণ
ভূমিকর (Land Tax / Property Tax) হলো একটি কর যা স্থানীয় সরকার বা পৌরসভা কর্তৃপক্ষ দ্বারা আদায় করা হয়।
-
এটি জাতীয় রাজস্ব বোর্ড (NBR) এর আওতায় পড়ে না।
-
তুলনায়, মূল্য সংযোজন কর, আয়কর ও আবগারি শুল্ক আদায়ের দায়িত্ব জাতীয় রাজস্ব বোর্ড (NBR) পালন করে।

0
Updated: 1 day ago