I have not heard from him _______.
A
long since
B
for a long time
C
since long
D
for long
উত্তরের বিবরণ
🔹 প্রশ্নে “for a long time” এবং “for long” — দুটি উত্তরই সঠিক হওয়ায় প্রশ্নটি বাতিল করা হয়েছে।
🔹 কারণ ব্যাখ্যা:
-
“for long” সাধারণত নেতিবাচক বাক্যে (negative sentence) ব্যবহার হয়।
-
“for a long time” ব্যবহার করা যায় উভয় ক্ষেত্রেই — ইতিবাচক ও নেতিবাচক বাক্যে।
🔹 উদাহরণ:
-
I have not heard from him for a long time.
-
I have not heard from him for long.
বাংলায় অর্থ: আমি অনেক দিন ধরে তার কোনো খোঁজ পাইনি।

0
Updated: 1 month ago
Every driver must be held _________ his own actions.
Created: 1 month ago
A
responsible for
B
responsible to
C
liable to
D
blamed for
• শূন্যস্থান পূরণে সঠিক উত্তর হবে - responsible for।
-
পূর্ণ বাক্য: Every driver must be held responsible for his own actions.
-
বাংলা অনুবাদ: প্রত্যেক চালককে তার নিজের কাজের জন্য দায়ী করা উচিত।
• Responsible for:
-
বাংলা অর্থ: কোনো কাজ বা ঘটনার জন্য দায়বদ্ধ।
-
সাধারণত “responsible” শব্দটির পর for বসে, যখন কাউকে কোনো নির্দিষ্ট কাজ, ঘটনা বা ফলাফলের জন্য দায়ী করা হয়।
-
অধিকাংশ ক্ষেত্রে responsible for ব্যবহার করা হয় বিশেষ কোনো কারণ বা কার্যকলাপের দায়ভার বোঝাতে।
অন্যদিকে,
Responsible to শব্দটি ব্যবহৃত হয় কাউকে নির্দেশ বা কর্তৃত্বের অধীনে দায়বদ্ধতা বোঝাতে।
-
Responsible to এর বাংলা অর্থ: কোনো ব্যক্তির প্রতি দায়বদ্ধ বা জবাবদিহিতার অধীনে থাকা।
তথ্যসূত্র: Merriam-Webster Dictionary

0
Updated: 1 month ago
'A Christmas Carol' is a _________ by Charles Dickens.
Created: 1 week ago
A
ballad
B
sketch story
C
historical novel
D
short novel
A Christmas Carol (Charles Dickens)
-
A Christmas Carol হলো চার্লস ডিকেন্সের লেখা একটি Novella (Short Novel)।
-
এটি প্রথম প্রকাশিত হয় 1843 সালে।
-
Novella বলতে বোঝায় ছোট উপন্যাস, যা Short Story-এর চেয়ে বড় এবং Full Novel-এর চেয়ে ছোট।
মূল চরিত্র
-
এই কাহিনীর নায়ক Ebenezer Scrooge, যিনি অত্যন্ত কৃপণ ও কঠোর স্বভাবের মানুষ।
-
তাঁকে তিনটি ভিন্ন ভিন্ন আত্মা (Ghost of Christmas Past, Present, Yet to Come) স্বপ্নে এসে শিক্ষা দেয় যে—
জীবনে সুখ আসে শুধু অর্থ-সম্পদে নয়, বরং উদারতা, দয়া ও মানবিকতায়।
প্রধান চরিত্রসমূহ
-
Ebenezer Scrooge
-
Jacob Marley
-
Bob Cratchit
-
Tiny Tim
-
Ghost of Christmas Past
-
Ghost of Christmas Present
-
Ghost of Christmas Yet to Come
-
Fred
-
Fezziwig
-
Mrs. Emily Cratchit
-
Martha Cratchit, ইত্যাদি।
লেখক পরিচিতি
-
Charles Dickens ভিক্টোরিয়ান যুগের সর্বশ্রেষ্ঠ ঔপন্যাসিক হিসেবে পরিচিত।
-
তিনি “Boz” ছদ্মনামে লিখতেন।
তাঁর বিখ্যাত উপন্যাসসমূহ
-
A Christmas Carol
-
David Copperfield
-
Bleak House
-
A Tale of Two Cities
-
Great Expectations
-
Our Mutual Friend
-
Hard Times
-
The Pickwick Papers
উৎস: Britannica ও Live MCQ Lecture

0
Updated: 1 week ago
Rishan walks as if he ____ lame.
Created: 1 month ago
A
is
B
had been
C
has
D
were
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - were.
- Complete sentence: Rishan walks as if he were lame.
• As if/as though (conjunction) এর ব্যবহার:
- as if/as though এর পূর্বে present indefinite tense থাকলে as if/as though এর পরে past indefinite হয়।
- be verb থাকলে সবসময় were হয়।
• আবার, as if/as though এর পূর্বে Past indefinite tense থাকলে as if/as though এর পরে past perfect হয়।
- Example: He spoke as though he had been mad.

0
Updated: 1 month ago