A
long since
B
for a long time
C
since long
D
for long
উত্তরের বিবরণ
🔹 প্রশ্নে “for a long time” এবং “for long” — দুটি উত্তরই সঠিক হওয়ায় প্রশ্নটি বাতিল করা হয়েছে।
🔹 কারণ ব্যাখ্যা:
-
“for long” সাধারণত নেতিবাচক বাক্যে (negative sentence) ব্যবহার হয়।
-
“for a long time” ব্যবহার করা যায় উভয় ক্ষেত্রেই — ইতিবাচক ও নেতিবাচক বাক্যে।
🔹 উদাহরণ:
-
I have not heard from him for a long time.
-
I have not heard from him for long.
বাংলায় অর্থ: আমি অনেক দিন ধরে তার কোনো খোঁজ পাইনি।

0
Updated: 5 days ago
The man died __ over eating.
Created: 1 week ago
A
by
B
of
C
for
D
from
Die from: এটি একটি Phrasal Verb, যা কোনো কিছুর পরিণতিতে বা প্রভাবের কারণে মৃত্যুকে বোঝাতে ব্যবহৃত হয়। অর্থাৎ, কোনো শারীরিক প্রতিক্রিয়া বা বাহ্যিক কারণের ফলে কেউ মারা গেলে Die from ব্যবহৃত হয়।
উদাহরণ: The man died from over eating.
(পুরুষটি অতিরিক্ত খাওয়ার কারণে মারা গিয়েছিল।)
অন্যান্য সংশ্লিষ্ট রূপগুলোঃ
-
Die of: এটি সাধারণত কোনো নির্দিষ্ট রোগ বা অসুস্থতার কারণে মৃত্যুকে বোঝায়।
উদাহরণ: The man died of cholera.
(পুরুষটি কলেরায় মারা গিয়েছিল।) -
Die for: এটি ব্যবহার হয় যখন কেউ কোনো মহান উদ্দেশ্য বা দেশের জন্য প্রাণ বিসর্জন দেয়।
উদাহরণ: He died for his country.
(সে তার দেশের জন্য জীবন উৎসর্গ করেছিল।) -
Die off: এর মাধ্যমে বোঝানো হয় হঠাৎ করে বা সংখ্যায় অনেক বেশি প্রাণীর মৃত্যু।
উদাহরণ: The cattle were dying off because of the drought.
(খরার কারণে গরুগুলো দ্রুত মারা যাচ্ছিল।)

0
Updated: 1 week ago
The children studied in a class room ____ windows were never opened.
Created: 2 weeks ago
A
that
B
which
C
where
D
whose
সম্পূর্ণ বাক্য:
The children studied in a classroom whose windows were never opened.
বাংলা অর্থ:
শিশুরা এমন একটি ক্লাসরুমে পড়াশোনা করেছিল, যার জানালা কখনোই খোলা হয়নি।
Relative Pronoun ব্যাখ্যা:
-
দুটি বাক্য একত্রিত করার জন্য relative pronoun যেমন who, which, whose, whom, that ইত্যাদি ব্যবহার করা হয়।
-
এখানে প্রথম বাক্যের অর্থ হলো: শিশুরা একটি ক্লাসরুমে পড়াশোনা করছিল।
-
দ্বিতীয় বাক্যের অর্থ হলো: জানালা কখনোই খোলা হয়নি।
-
যেহেতু জানালা ক্লাসরুমের মালিকানাধীন (possessive relationship), তাই relative pronoun হিসেবে ‘whose’ ব্যবহার করতে হবে।
-
‘whose’ নির্দেশ করে কার/কোন বস্তু বা ব্যক্তির মালিকানা বা সম্পর্ক।
-
তাই ‘whose windows’ দিয়ে বোঝানো হয় সেই ক্লাসরুম যার জানালা খোলা হয়নি।
-
এভাবে দুটি বাক্য যুক্ত হয়ে অর্থবোধক ও প্রাঞ্জল একটি বাক্য রচিত হয়।

0
Updated: 2 weeks ago
Your conduct admits ________ no excuse.
Created: 5 days ago
A
to
B
for
C
of
D
at
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - of.
- Complete sentence: Your conduct admits of no excuse.
• Admit of (phrasal verb)
English Meaning: to allow something or make it possible.
Bangla Meaning: (আনুষ্ঠানিক) অবকাশ থাকা।
Example:
1. Your conduct admits of no excuse.
2. A question that admits of two possible answers.
• Admit to (phrasal verb)
English Meaning: admitted to; admitting to; admits to.
Bangla Meaning: স্বীকার করা; স্বীকারোক্তি করা।
Example:
1. He reluctantly admitted to knowing her.
2. He admitted to his guilt.
Source:
1. Merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 5 days ago