He had a _____ headache.
A
strong
B
acute
C
serious
D
bad
উত্তরের বিবরণ
• সঠিক উত্তর: bad
-
সম্পূর্ণ বাক্য: He had a bad headache.
-
সাধারণভাবে মাথাব্যথার তীব্রতা বোঝাতে “bad”, “severe”, “splitting”, “chronic”, “acute” — এসব শব্দ ব্যবহার করা হয়।
• অপশনগুলোর মানে:
ক) strong – শক্তিশালী, দৃঢ়
খ) acute – তীক্ষ্ণ, হঠাৎ বা তীব্র
গ) serious – গুরুতর
ঘ) bad – খারাপ বা মারাত্মক
• গুরুত্বপূর্ণ তথ্য:
এই বাক্যে "a" আর্টিকেল ব্যবহার করা হয়েছে। তাই "acute" শব্দটি ঠিক হবে না, কারণ এটি সাধারণত “an acute headache” হয়।
তথ্যসূত্র: বাংলা একাডেমির অ্যাক্সেসিবল ডিকশনারি
0
Updated: 3 months ago
Please ___ the necessity of arriving early.
Created: 3 months ago
A
emphasise about
B
emphasise to
C
emphasise on
D
emphasise
শূন্যস্থান পূরণের সঠিক শব্দ হবে – emphasise
পূর্ণ বাক্য: Please emphasise the necessity of arriving early.
• Emphasise (verb)
-
ইংরেজি অর্থ: কোনো বিষয়কে গুরুত্বপূর্ণ বা মনোযোগযোগ্য করে তোলা।
-
বাংলা অর্থ: গুরুত্ব বোঝাতে কোনো শব্দ বা বিষয়ের উপর জোর দেওয়া; গুরুত্বারোপ করা।
• Emphasis (noun)
-
ইংরেজি অর্থ: কোনো কিছুর ওপর বিশেষ গুরুত্ব বা মনোযোগ প্রদান।
-
বাংলা অর্থ: কোনো শব্দ বা বিষয়কে বিশেষভাবে গুরুত্ব দেওয়া বা তার উপর জোর দেওয়া।
• Parts of speech অনুযায়ী ব্যবহার:
-
Emphasise / Emphasize যখন verb হিসেবে ব্যবহৃত হয়, তখন এর সঙ্গে সাধারণভাবে কোনো preposition যুক্ত হয় না।
-
Emphasis যখন noun হিসেবে আসে, তখন সাধারণত এর সাথে on preposition ব্যবহার করা হয়।
-
প্রশ্নে উল্লেখিত বাক্যে emphasise verb হিসেবে ব্যবহৃত হয়েছে, তাই এতে preposition ব্যবহার করা প্রয়োজন নেই।
উদাহরণ:
• Emphasise (verb)
-
I’d like to emphasise the value of learning different languages.
-
He emphasised that the participants were all volunteers.
-
Words can be emphasised in writing using italics or bold fonts.
• Emphasis (noun)
-
We should give equal emphasis to disease prevention as we give to treatment.
-
These schools place a strong emphasis on grammar and written assignments.
-
The word’s final syllable carries the emphasis.
তথ্যসূত্র: Accessible Dictionary by [...]
0
Updated: 3 months ago
Fill in the blank with right option. I am looking forward ____ you.
Created: 3 months ago
A
to seeing
B
seeing
C
to see
D
to have seen
to seeing
-
সম্পূর্ণ বাক্য: I am looking forward to seeing you. (আমি তোমাকে দেখার অপেক্ষায় আছি।)
Look forward এর ব্যবহার:
-
"Look forward" এর পর 항상 "to" এবং এর পর verb এর "-ing" ফর্ম বসে।
উদাহরণ:
-
I am looking forward to receiving your letter.
-
I am looking forward to seeing you.
-
My friend is looking forward to going to London.
-
He is looking forward to starting his new job.
আরও কিছু বিশেষ শব্দের পর verb এর সাথে "-ing" যুক্ত হয়:
যেমন: mind, cannot help, could not help, with a view to, look forward to, be used to, get used to, worth ইত্যাদি।
উদাহরণ:
-
He came to Dhaka with a view to visiting a new place.
-
Would you mind closing the door?
-
I don't mind taking a cup of tea.
-
He cannot help laughing out loud.
0
Updated: 3 months ago
Choose the right word to fill the blank : The Democratic party's candidate ____ defeat in the small hours of the morning
Created: 3 months ago
A
consented
B
agreed
C
accepted
D
granted
প্রশ্নে দেওয়া অপশনগুলো হলো:
ক) consented – রাজি হওয়া
খ) agreed – একমত হওয়া, অনুমতি দেওয়া
গ) accepted – গ্রহণ করা বা মেনে নেওয়া
ঘ) granted – প্রদান করা বা মঞ্জুর করা
• এখানে বাক্যের মানে বুঝলে দেখা যায়, কেউ পরাজয় মেনে নিয়েছে—এই অর্থ বোঝাতে "accepted" শব্দটি সবচেয়ে উপযুক্ত।
তাই সঠিক উত্তর: accepted
সম্পূর্ণ বাক্য হবে:
The Democratic party's candidate accepted defeat in the small hours of the morning.
বাংলা অর্থ: ভোর রাতের দিকে ডেমোক্র্যাটিক দলের প্রার্থী পরাজয় মেনে নেন।
উৎস: অ্যাক্সেসিবল ডিকশনারি (বাংলা একাডেমি)
0
Updated: 3 months ago