• 'ঞ' বর্ণের উচ্চারণ:
-
নিজস্ব ধ্বনি নেই।
-
স্বতন্ত্র ব্যবহারে [অঁ]-এর মতো উচ্চারিত হয়।
-
সংযুক্ত ব্যঞ্জনে [ন্]-এর মতো উচ্চারিত হয়।
উদাহরণ:
-
মিঞা → [মিয়াঁ]
-
চঞ্চল → [চন্চল্]
-
গঞ্জ → [গন্জা]
'ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব' গ্রন্থের রচয়িতা -
A
মুহম্মদ আবদুল হাই
B
মুহম্মদ শহীদুল্লাহ্
C
মুনীর চৌধুরী
D
মুহম্মদ এনামুল হক
উত্তরের বিবরণ
0
Updated: 1 month ago
ধ্বনির প্রতীককে কী বলা হয়?
Created: 1 week ago
A
শব্দ
B
অক্ষর
C
বর্ণ
D
ভাষা
বর্ণ হলো ধ্বনির প্রতীক।
বর্ণ কানে শোনার বিষয়কে চোখে দেখার বিষয় হিসেবে পরিণত করে।
ভাষার সবগুলো বর্ণকে একত্রে বলা হয় বর্ণমালা।
ধ্বনির বিভাজন অনুযায়ী বাংলা বর্ণমালা দুই ভাগে ভাগ করা হয়:
স্বরবর্ণ – স্বরধ্বনির প্রতীক
ব্যঞ্জনবর্ণ – ব্যঞ্জনধ্বনির প্রতীক
বাংলা বর্ণমালায় মূল বর্ণের সংখ্যা ৫০টি।
এছাড়া মূল বর্ণের পাশাপাশি বাংলা বর্ণমালায় রয়েছে:
কারবর্ণ
অনুবর্ণ
যুক্তবর্ণ
সংখ্যাবর্ণ
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)
0
Updated: 1 week ago
উচ্চারণস্থান অনুসারে 'ন' কোন ধরনের ধ্বনি?
Created: 3 weeks ago
A
দন্তমূলীয় ধ্বনি
B
কণ্ঠনালীয় ধ্বনি
C
তালব্য ধ্বনি
D
জিহ্বামূলীয় ধ্বনি
0
Updated: 3 weeks ago