ভোক্তার ভারসাম্য কোথায় ঘটে?
A
বাজেট লাইন = চাহিদা রেখা
B
নিরপেক্ষ রেখা বাজেট লাইন স্পর্শ করলে
C
আয় ও ব্যয় সমান
D
সরবরাহ রেখা = চাহিদা রেখা
উত্তরের বিবরণ

0
Updated: 1 day ago
দুটি পরিবর্তক দ্রব্যের ক্ষেত্রে (Substitute goods) 'Cross Elasticity of Demand' এর মান হবে-
Created: 1 day ago
A
শূণ্য
B
ঋণাত্মক
C
ধনাত্মক
D
এক
Cross Elasticity of Demand (Exy) হলো একটি পরিমাপ যা দেখায় Good Y-এর মূল্যের পরিবর্তনে Good X-এর চাহিদা কতটা পরিবর্তিত হচ্ছে।
-
সূত্র: Exy = % change in quantity demanded of Good X / % change in price of Good Y
-
Substitute Goods-এর ক্ষেত্রে:
-
যদি Good Y-এর দাম বৃদ্ধি পায়, তবে Good X-এর চাহিদা বৃদ্ধি পায়।
-
তাই ΔQx / ΔPy > 0 → Cross Elasticity ধনাত্মক।
-
-
উদাহরণ: চা ও কফি; কফির দাম বাড়লে চায়ের চাহিদা বৃদ্ধি পায়।

0
Updated: 1 day ago
পরিবারের ন্যূনতম চাহিদা মেটানো উৎপাদনকারী ফার্ম-
Created: 1 day ago
A
Commercial farm
B
Ideal farm
C
Subsistence farm
D
Specialized farm
পরিবারের ন্যূনতম চাহিদা মেটানোর উদ্দেশ্যে উৎপাদন করা ফার্মকে Subsistence Farm (স্বাবলম্বী কৃষি ফার্ম) বলা হয়।
-
Subsistence Farm: প্রধান লক্ষ্য হলো পরিবারের খাদ্য ও মৌলিক চাহিদা পূরণ করা।
-
এখানে অতিরিক্ত উৎপাদন সাধারণত বাজারে বিক্রি হয় না বা খুব সীমিত মাত্রায় বিক্রি হয়।
-
Specialized Farm: নির্দিষ্ট পণ্য উৎপাদন করে, বিশেষ উদ্দেশ্য পূরণের জন্য।
-
Commercial Farm: লাভের জন্য বড় পরিসরে উৎপাদন করা হয়।
-
Ideal Farm: তত্ত্বগত ধারণা, যা সাধারণ বাস্তব ফার্মের প্রতিফলন নয়।

0
Updated: 1 day ago
কোনটি অর্থ সরবরাহের সবচেয়ে liquid measure?
Created: 1 day ago
A
M1
B
M2
C
M3
D
M4
Money Supply-এর লিকুইডিটি বা তারল্য অনুযায়ী শ্রেণিবিন্যাস:
-
M1 (Narrow Money): সবচেয়ে liquid অর্থ, যা নগদ টাকা + চেকবিহীন জমা (Demand Deposits) অন্তর্ভুক্ত।
-
সরাসরি পণ্য বা সেবা ক্রয়ে ব্যবহার করা যায়।
-
-
M2: M1 + ছোট মেয়াদী জমা (Savings Deposits, Time Deposits < 1 year)
-
M3: M2 + বড় মেয়াদী ব্যাংক জমা (Time Deposits > 1 year, CDs)
-
M4: M3 + অন্য অতিরিক্ত ডিপোজিট বা লিকুইড ফান্ড
Liquid অর্থের মানে: সহজে নগদে রূপান্তরযোগ্য অর্থ।
-
M1 সরাসরি নগদ বা চেক দ্বারা ব্যবহারযোগ্য, তাই এটি সবচেয়ে liquid।
-
সুতরাং, অর্থ সরবরাহের সবচেয়ে liquid measure = M1।

0
Updated: 1 day ago