'শিরশ্ছেদ' শব্দের সন্ধিবিচ্ছেদ -
A
শির + ছেদ
B
শিরঃ + ছেদ
C
শিরশ্ + ছেদ
D
শির + উচ্ছেদ
উত্তরের বিবরণ
• 'শিরশ্ছেদ' শব্দের সন্ধিবিচ্ছেদ - 'শিরঃ + ছেদ'।
• বিসর্গ সন্ধির নিয়ম:
বিসর্গের পর অঘােষ অল্পপ্রাণ কিংবা মহাপ্রাণ তালব্য ব্যঞ্জন থাকলে বিসর্গের স্থলে তালব্য শিশ ধ্বনি হয়, অঘােষ অল্পপ্রাণ কিংবা অঘােষ মহাপ্রাণ মূর্ধন্য ব্যঞ্জন থাকলে বিসর্গ স্থলে মূর্ধন্য শিশ ধ্বনি হয়, অঘােষ অল্পপ্রাণ কিংবা অঘােষ মহাপ্রাণ দন্ত্য ব্যঞ্জনের স্থলে দন্ত্য শিশ ধ্বনি হয়।
যেমন:
• সূত্র: ( ঃ + চ / ছ = শ + চ / ছ),
- নিঃ + চয় = নিশ্চয়।
- শিরঃ + ছেদ = শিরশ্ছেদ।
• সূত্র: (ঃ + ট / ঠ = ষ + ট/ ঠ),
- ধনুঃ + টঙ্কার = ধনুষ্টঙ্কার।
- নিঃ + ঠুর = নিষ্ঠুর।
• সূত্র: (ঃ + ত / থ = স + ত / থ),
- দুঃ +তর = দুস্তর।
- দুঃ +থ = দুস্থ।

0
Updated: 1 month ago
'কৃদন্ত' এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
Created: 1 week ago
A
কৃ + দন্ত
B
কৃৎ + অন্ত
C
কৃ +অন্ত
D
কৃঃ +অন্ত
কৃদন্ত সন্ধি
-
কৃদন্ত = কৃত্ + অন্ত
সন্ধির সূত্র
👉 ক, চ, ট, ত্, প্ + স্বরধ্বনি → যথাক্রমে রূপ নেয়: গ্, জ্, ড্ (ড়), দ্, ব্
-
পরবর্তী স্বরধ্বনি পূর্ববর্তী ব্যঞ্জনধ্বনির সঙ্গে যুক্ত হয়।
উদাহরণ:
-
দিক্ + অন্ত = দিগন্ত
-
ণিচ্ + অন্ত = ণিজন্ত
-
ষট্ + আনন = ষড়ানন
-
তৎ + অবধি = তদবধি
-
সুপ্ + অন্ত = সুবন্ত
আরও উদাহরণ
-
বাগীশ = বাক্ + ঈশ
-
তদন্ত = তৎ + অন্ত
-
বাগাড়ম্বর = বাক্ + আরম্বর
-
কৃদন্ত = কৃত্ + অন্ত
-
সদানন্দ = সৎ + আনন্দ
-
সদুপায় = সৎ + উপায়
-
সদুপদেশ = সৎ + উপদেশ
-
জগদিন্দ্র = জগত্ + ইন্দ্র

0
Updated: 1 week ago
আশীর্বাদ' এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
Created: 1 week ago
A
আশির + বাদ
B
আশী + বাদ
C
আশীঃ + বাদ
D
আশী + আবাদ
শব্দ: আশীর্বাদ
-
সন্ধি বিচ্ছেদ: আশীঃ + বাদ
-
অর্থ: আশীর্বাদ
সন্ধির নিয়ম:
-
যদি অ বা আ ভিন্ন অন্য স্বরের পর বিসর্গ (ঃ) থাকে এবং এর সঙ্গে
অ, আ, বর্গীয় ধ্বনি, নাসিক্যধ্বনি বা য, র, ল, ব, হ মিলিত হয়,
→ তখন বিসর্গ স্থানে ‘র’ বসে।
উদাহরণ:
-
দুঃ + যোগ → দুর্যোগ
-
নিঃ + আকার → নিরাকার
-
আশীঃ + বাদ → আশীর্বাদ
উৎস:
-
বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)

0
Updated: 1 week ago
'বহূর্ধ্ব' - শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
Created: 1 week ago
A
বহূ + উর্ধ্ব
B
বহু + ঊর্ধ্ব
C
বহু + উর্ধ্ব
D
বহু + ঊর্দ্ধ
সন্ধির নিয়ম (উ-কার সংযোগ)
নিয়ম:
উ-কার অথবা উ-কারের পর উ-কার/ঊ-কার থাকলে উভয় মিলিত হয়ে উ-কার রূপে উচ্চারিত হয়। এই উ-কার পূর্ববর্তী ব্যঞ্জনধ্বনির সাথে যুক্ত হয়।
উদাহরণ:
-
মরু + উদ্যান = মরূদ্যান
-
বহু + ঊর্ধ্ব = বহূর্ধ্ব
-
বধূ + উৎসব = বধূৎসব
-
ভূ + ঊর্ধ্ব = ভূর্ধ্ব
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮ সংস্করণ)

0
Updated: 1 week ago