বৈষ্ণব পদাবলীর অবাংগালী কবি কে?
A
গোবিন্দ দাস
B
জ্ঞান দাস
C
চন্ডী দাস
D
বিদ্যাপতী
উত্তরের বিবরণ
বৈষ্ণব পদাবলীর অবাঙ্গালী কবি হলেন বিদ্যাপতি। তিনি মিথিলার রাজসভার কবি ছিলেন এবং পঞ্চদশ শতকে রচনা করেছিলেন। তাঁর কবিতায় মুগ্ধ ছিলেন মিথিলার রাজা শিবসিংহ, যিনি বিদ্যাপতিকে ‘কবিকন্ঠহার’ উপাধিতে ভূষিত করেছিলেন।
• বিদ্যাপতি সম্পর্কিত তথ্য:
-
মৈথিলার কবি বিদ্যাপতিকে ‘মৈথিল কোকিল’ বলা হয়।
-
কোকিল যেমন সুললিত ও সুমধুর গান গেয়ে সবাইকে মুগ্ধ করে, তেমনি বিদ্যাপতিও মৈথিলি ভাষায় সুন্দর পদাবলি ও অন্যান্য গীতিকবিতা রচনা করে সকলকে মুগ্ধ করেছেন।
-
-
তিনি বৈষ্ণব কবি এবং পদসঙ্গীত ধারার রূপকার।
-
তাঁর শ্রেষ্ঠ কীর্তি হলো ব্রজবুলিতে রচিত রাধাকৃষ্ণ বিষয়ক পদ।

0
Updated: 1 day ago