'I am a man more sinned against than sinning'. This is uttered by___
A
Horatio
B
Hamlet
C
King Lear
D
Macbeth
উত্তরের বিবরণ
Coming

2
Updated: 1 month ago
Who imprisons Ariel before Prospero frees him?
Created: 1 month ago
A
Antonio
B
Sycorax
C
Caliban
D
Gonzalo
Ariel-কে ডাইনী Sycorax একটি ফাঁপা গাছে বন্দি করেছিল কারণ সে তার দুষ্ট কাজ মানতে চায়নি। বহু বছর সেখানে আটক থাকার পর Prospero এসে তাকে মুক্ত করে। তাই Ariel Prospero-র কাছে কৃতজ্ঞ, যদিও পরে স্বাধীনতার দাবি তোলে।

1
Updated: 1 month ago
When was Shakespeare’s Macbeth first published?
Created: 2 weeks ago
A
1597
B
1606
C
1623
D
1611
Macbeth প্রথম মঞ্চস্থ হয়েছিল প্রায় 1606 সালে, রাজা জেমস প্রথম-এর সময়। কিন্তু নাটকটি ছাপানো আকারে প্রকাশিত হয় 1623 সালে, শেক্সপিয়রের মৃত্যুর সাত বছর পর। তখন তাঁর নাটকগুলির প্রথম সংকলন প্রকাশিত হয়, যা First Folio নামে পরিচিত। তাই নাটকটির প্রকৃত মুদ্রণকাল 1623।

3
Updated: 2 weeks ago
Who kills Polonius?
Created: 1 month ago
A
Claudius
B
Hamlet
C
Laertes
D
Fortinbras
Polonius হলেন ডেনমার্কের রাজদরবারের প্রধান পরামর্শদাতা এবং Ophelia ও Laertes-এর পিতা। তিনি গোপনে Hamlet ও Gertrude-এর কথোপকথন শুনতে Gertrude-এর কক্ষে একটি পর্দার আড়ালে লুকিয়ে পড়েন।
Hamlet যখন কক্ষে ঢোকে ও তার মা Gertrude-এর সঙ্গে তর্কে লিপ্ত হয়, তখন সে আচমকা পর্দার পেছনে কিছু নড়াচড়া টের পায়। সে ভাবে, সেখানে হয়তো King Claudius লুকিয়ে আছে, তাই কোনো চিন্তা না করেই তরবারি দিয়ে আঘাত করে দেয়। কিন্তু পর্দার পেছনে ছিলেন Polonius, এবং সেই আঘাতে তার মৃত্যু হয়।
এটি Shakespeare-এর "Hamlet" নাটকের একটি গুরুত্বপূর্ণ দৃশ্য, কারণ এটি Hamlet-এর প্রতিশোধপরায়ণতা এবং ভুল সিদ্ধান্তের ভয়াবহ পরিণতি দেখায়।
সংক্ষিপ্তভাবে: Hamlet ভেবে ছিলেন Claudius পর্দার পেছনে লুকিয়ে আছে, তাই তরবারি চালান এবং Polonius ভুলবশত নিহত হন।

0
Updated: 1 month ago