’’সুশিক্ষিত লোক মানেই স্বশিক্ষিত” – এই লাইনটি প্রমথ চৌধুরীর কোন প্রবন্ধে আছে?
A
বইপড়া
B
সবুজপত্র
C
সাহিত্যের খেলা
D
আমাদের ভাষা সংকট
উত্তরের বিবরণ
প্রমথ চৌধুরী বাংলা চলিত গদ্যরীতির প্রবর্তক এবং বিদ্রূপাত্মক প্রাবন্ধিক হিসেবে সুপরিচিত। তিনি বাংলা ভাষার সাধু ও চলিত রূপের মধ্যে তুলনামূলক গবেষণা করেছেন এবং তাঁর প্রবন্ধ ও গল্প রচনায় চলিত রীতির প্রয়োগ প্রথম করেছেন। তাঁর বিখ্যাত উক্তি, "সুশিক্ষিত ব্যক্তি মাত্রই স্বশিক্ষিত", 'বই পড়া' প্রবন্ধে প্রকাশিত হয়েছে।
-
সাহিত্যিক ছদ্মনাম: বীরবল
-
বীরবলের হালখাতা: ১৯০২ সালে 'ভারতী' পত্রিকায় প্রথম প্রকাশিত।
-
গদ্য সাহিত্য ও প্রাবন্ধিকত্ব: বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক।
-
কাব্য সাহিত্য: বাংলা কাব্যে তিনিই প্রথম ইতালীয় সনেট প্রবর্তন করেছেন।
প্রবন্ধগ্রন্থ:
-
নানা কথা
-
আমাদের শিক্ষা
-
রায়তের কথা
-
প্রবন্ধ সংগ্রহ
-
বীরবলের হালখাতা
-
তেল-নুন-লকড়ি
গল্পগ্রন্থ:
-
চার ইয়ারী কথা
-
নীললোহিত
-
আহুতি

0
Updated: 1 day ago
প্রমথ চৌধুরী রচিত গল্পগ্রন্থ কোনটি?
Created: 1 month ago
A
পদচারণ
B
সনেট পঞ্চাশৎ
C
চার ইয়ারী কথা
D
কোনোটিই নয়
‘চার ইয়ারী কথা’ গল্পগ্রন্থ
-
‘চার ইয়ারী কথা’ প্রমথ চৌধুরীর একটি উল্লেখযোগ্য গল্পগ্রন্থ, যা ১৯১৬ সালে প্রকাশিত হয়।
-
এতে চার বন্ধুর প্রেমকাহিনী বর্ণিত হয়েছে, যেখানে নায়িকারা সবাই ইউরোপীয়।
-
গল্পগ্রন্থের চার নায়িকার বৈশিষ্ট্য:
-
প্রথম নায়িকা— উন্মাদ
-
দ্বিতীয় নায়িকা— চোর
-
তৃতীয় নায়িকা— প্রতারক
-
চতুর্থ নায়িকা— মৃত্যুর পর ভালোবাসা প্রকাশ করেছে
-
-
এ গ্রন্থে ভাষার চাতুর্য, পরিহাসপ্রিয়তা ও সূক্ষ্ম ব্যঙ্গ স্পষ্টভাবে প্রকাশিত হয়েছে। ভাবালু প্রেমকাহিনীর প্রতি এখানে প্রতিবাদী দৃষ্টিভঙ্গি লক্ষ্য করা যায়।
প্রমথ চৌধুরীর কাব্যগ্রন্থসমূহ
-
সনেট পঞ্চাশৎ
-
পদচারণ
উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
২) বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago
প্রমথ চৌধুরীর মতে সাহিত্যের প্রধান উদ্দেশ্য হচ্ছে-
Created: 1 day ago
A
দৈনন্দিন জীবনের বন্দনা
B
বিশেষ সামাজিক উদ্দেশ্য সাধন
C
মানুষের মনোজগৎ জাগিয়ে তোলা
D
লোককে সামাজিক ও নৈতিক শিক্ষা দেয়া
‘দ্বিতীয়ত, শিক্ষার উদ্দেশ্য মানুষের মনকে বিশ্বের খবর জানানো, আর সাহিত্যের উদ্দেশ্য মানুষের মনকে জাগানো।’
• এই উক্তির ব্যাখ্যা:
-
শিক্ষা মানুষের বুদ্ধি ও জ্ঞানকে প্রসারিত করে, তাকে সমাজ ও বিশ্বের তথ্য-উপাত্তের সঙ্গে পরিচিত করে।
-
সাহিত্য মানবিক অনুভূতি, চিন্তা ও নৈতিকতাকে জাগ্রত করে, সমাজ ও ব্যক্তির অন্তর্দৃষ্টি বৃদ্ধি করে।
-
প্রমথ চৌধুরীর এই দর্শন শিক্ষার সঙ্গে সাহিত্যকে সমন্বিতভাবে মানব উন্নয়নের মাধ্যম হিসেবে দেখায়।

0
Updated: 1 day ago
প্রমথ চৌধুরী রচিত প্রবন্ধগ্রন্থ নয় কোনটি?
Created: 1 month ago
A
আমাদের শিক্ষা
B
নানা কথা
C
আহুতি
D
রায়তের কথা
‘আহুতি’
‘আহুতি’ প্রমথ চৌধুরী রচিত একটি গল্পগ্রন্থ, যা ১৯১৯ সালে প্রকাশিত হয়।
প্রমথ চৌধুরী
-
বাংলা চলিত গদ্যরীতির প্রবর্তক প্রমথ চৌধুরী ১৮৬৮ সালের ৭ আগস্ট যশোরে জন্মগ্রহণ করেন।
-
তিনি বাংলা সাহিত্যে ইতালীয় সনেটের সূচনা করেন।
-
ফরাসি সনেটরীতি যেমন ট্রিয়লেট, তের্জারিমা ইত্যাদিও তিনিই প্রথম বাংলায় প্রচলন করেন।
-
১৯১৪ সালে তাঁর সম্পাদনায় প্রকাশিত মাসিক সবুজপত্র বাংলা চলিত গদ্যরীতির প্রতিষ্ঠায় অন্যতম প্রধান ভূমিকা রাখে। এটি তাঁর জীবনের শ্রেষ্ঠ কীর্তি হিসেবে বিবেচিত।
-
পরবর্তীতে ‘বীরবল’ ছদ্মনামে সবুজপত্র পত্রিকায় ব্যঙ্গরসাত্মক প্রবন্ধ ও গল্প লিখে বাংলা সাহিত্যে ‘বীরবলী ধারা’ সৃষ্টি করেন।
-
চলিত রীতিতে তাঁর প্রথম গদ্যরচনা ছিল ‘বীরবলের হালখাতা’, যা ১৯০২ সালে ভারতী পত্রিকায় প্রকাশিত হয়।
প্রমথ চৌধুরীর গ্রন্থসমূহ
প্রবন্ধগ্রন্থ
-
নানা কথা
-
আমাদের শিক্ষা
-
রায়তের কথা
-
নানাচর্চা
-
প্রবন্ধ সংগ্রহ
-
বীরবলের হালখাতা
-
তেল নুন লকড়ি
গল্পগ্রন্থ
-
চার ইয়ারী কথা
-
আহুতি
-
নীললোহিত
-
গল্পসংগ্রহ
কাব্যগ্রন্থ
-
সনেট পঞ্চাশৎ
-
পদচারণ
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago