GDP হিসাব-এ কোন নিয়ামক অন্তর্ভুক্ত নয়?
A
বাজার মূল্য
B
চূড়ান্ত দ্রব্য ও সেবা
C
দেশের ভৌগোলিক সীমারেখা
D
কালবাজারী লেনদেন
উত্তরের বিবরণ
GDP (Gross Domestic Product) হলো এমন একটি পরিমাপ, যা কেবলমাত্র আইনসম্মত ও নথিভুক্ত অর্থনৈতিক কার্যক্রমের বাজারমূল্য হিসাব করে। অর্থাৎ, শুধুমাত্র সেইসব উৎপাদন বা সেবা এতে গণনা করা হয়, যেগুলো বৈধভাবে বাজারে বিক্রি বা লেনদেন হয়।
অন্যদিকে, কালোবাজারি বা অনানুষ্ঠানিক অর্থনীতি— যেমন মাদক ব্যবসা, চোরাচালান, অবৈধ জুয়া বা ঘুষের অর্থ— এসব কার্যক্রম আইনবহির্ভূত ও নথিভুক্ত নয়, ফলে এগুলো সরকারি পরিসংখ্যান বা জাতীয় আয় হিসাবের অন্তর্ভুক্ত করা সম্ভব নয়।
এ ধরনের লেনদেনের বিশ্বাসযোগ্য তথ্য বা প্রমাণ পাওয়া যায় না, তাই এগুলোর পরিমাণগত মূল্যায়নও করা যায় না।
সুতরাং, যদিও কালোবাজারি আয় বাস্তবে অর্থনীতিতে প্রভাব ফেলে, তা বৈধ অর্থনৈতিক উৎপাদন নয়, এই কারণে GDP হিসাবের বাইরে রাখা হয়।

0
Updated: 1 day ago
বাংলাদেশের Tax ও GDP'র আনুমানিক অনুপাত কত?
Created: 1 day ago
A
৭%
B
১০%
C
১২%
D
১৫%
বাংলাদেশের ট্যাক্স-টু-জিডিপি (Tax-to-GDP) অনুপাত ২০২৩ সালে ৭.২% ছিল, যা ২০২২ সালের ৭.৩% থেকে সামান্য কমেছে।

0
Updated: 1 day ago
বাংলাদেশের GDP তে সবচেয়ে বেশী অবদান কার?
Created: 1 day ago
A
কৃষি
B
সেবা
C
শিল্প
D
বিদেশি সাহায্য

0
Updated: 1 day ago
"Green GDP" বলতে মূলত বুঝায়-
Created: 1 day ago
A
Environmental factor এর সাথে সমন্বয়
B
আর্থ-সামাজিক factor এর সাথে সমন্বয়
C
মুদ্রাস্ফীতির সাথে সমন্বয়
D
রাজনীতির সাথে সমন্বয়
Green GDP বলতে বোঝায় দেশের মোট আর্থিক উৎপাদন (GDP) যা পরিবেশগত ক্ষতি বা প্রাকৃতিক সম্পদের অবমূল্যায়ন বিবেচনা করে সংশোধিত করা হয়েছে।
-
সাধারণ GDP: শুধুমাত্র অর্থনৈতিক কার্যক্রমের মূল্য যোগ করে এবং পরিবেশের ক্ষতি, সম্পদ হ্রাস বা দূষণ বিবেচনা করে না।
-
Green GDP: GDP থেকে প্রাকৃতিক সম্পদের ক্ষয়, দূষণ, বননিধন ইত্যাদির ব্যয় বাদ দেয় বা সমন্বয় করে।
-
এটি মূলত পরিবেশবান্ধব অর্থনৈতিক বৃদ্ধি পরিমাপ করে।
-
সূত্র: Green GDP = GDP – পরিবেশগত ক্ষতি / সম্পদ ক্ষয়।

0
Updated: 1 day ago