The two cities in A Tale of Two Cities are -
A
London and Manchester
B
London and Paris
C
Paris and New York
D
Paris and Geneva
উত্তরের বিবরণ
The two cities mentioned in are London and Paris.
• A Tale of Two Cities:
- এটি Charles Dickens লিখিত একটি novel.
- এই Novel টিতে London and Paris city দুইটিকে ঘিরে কাহিনি গড়ে উঠেছে।
- ফরাসী বিপ্লবের সাথে সংশ্লিষ্ট এই উপন্যাসটি।
- কাহিনির সূত্রপাতে দেখা যায় Lucie Manette একজন তরুণী যে বিস্ময়ে ফেটে পড়ে তার বাবা Doctor Alexandre Manette এর জীবিত থাকার কথা শুনে ।
- অত্যাচারি জমিদারের ষড়যন্ত্রে পড়ে নির্দোষ Doctor Manette জেল খাটতে বাধ্য হন।
- জেলে থাকা অবস্থায়ই তিনি মুচির কাজ শিখেন।
- তার মেয়ে Lucie বড় হবার পর বাবার কথা জানতে পেরে বাবাকে প্যারিস থেকে লন্ডনে নিয়ে আসেন।
- পথিমধ্যে তাদের সাথে পরিচয় হয় Charles Darnay এর সাথে। যে ফরাসী রাজপরিবারের সদস্য হলেও তার পরিবারের পাপের জন্য অনুতপ্ত ছিল এবং প্রায়শ্চিত্ব করতে চেয়েছিল।
- এছাড়া পরবর্তীতে Sydney Carton নামক একজন পারিবারিক বন্ধু প্রেমে পড়ে Lucie Manette এর ।
• এই novel এর উল্লেখযোগ্য চরিত্র সমূহ -
- Sydne Carton,
- Lucie Manette,
- Charles Darnay,
- Dr. Alexandre Manette,
- Madame Defarge.
• উপন্যাসের বিখ্যাত উক্তি সমূহ -
- “It was the best of times, it was the worst of times, it was the age of wisdom, it was the age of foolishness, it was the epoch of belief, it was the epoch of incredulity, it was the season of light, it was the season of darkness, it was the spring of hope, it was the winter of despair.” (First Line)
- "It is a far, far better thing that I do, than I have ever done; it is a far, far better rest I go to than I have ever known." (last Line)
• Charles Dickens:
- তিনি একজন British novelist.
- He is generally considered the greatest of the Victorian era.
• Best Works: (Novels)
- A Christmas Carol,
- David Copperfield,
- Bleak House,
- A Tale of Two Cities,
- Great Expectations,
- Our Mutual Friend,
- Hard Times,
- The Pickwick Papers.
0
Updated: 3 months ago
Who is the author of Great Expectations?
Created: 2 months ago
A
D. H. Lawrence
B
Thomas Hardy
C
William Butler Yeats
D
Charles Dickens
0
Updated: 2 months ago
What does the word “Satis” symbolize in the novel?
Created: 1 month ago
A
Wealth
B
Enough, yet unsatisfied
C
Love
D
Revenge
বাংলা ব্যাখ্যা: “Satis” মানে “যথেষ্ট।” Dickens এই নাম ব্যবহার করেছেন ব্যঙ্গাত্মকভাবে। Miss Havisham-এর কাছে ধন-সম্পদ যথেষ্ট ছিল, কিন্তু সুখ ছিল না। এটি দেখায়—টাকা জীবনে সবকিছু হতে পারে না।
1
Updated: 1 month ago
Which of the following is the best example of a Bildungsroman?
Created: 3 weeks ago
A
Wuthering Heights
B
Pride and Prejudice
C
Great Expectations
D
Heart of Darkness
Great Expectations উপন্যাসটি একটি আদর্শ Bildungsroman, অর্থাৎ এমন এক ধরনের উপন্যাস যা মূল চরিত্রের নৈতিক (moral), মানসিক (psychological), ও সামাজিক (social) বিকাশকে শৈশব থেকে প্রাপ্তবয়স্ক অবস্থায় পৌঁছানো পর্যন্ত অনুসরণ করে।
এই গল্পে Pip নামের নায়কের জীবনযাত্রা ও তার ব্যক্তিগত অভিজ্ঞতাগুলো তাকে ধীরে ধীরে পরিণত ও সচেতন মানুষে পরিণত করে।
Bildungsroman শব্দটি জার্মান উৎস থেকে এসেছে, যার অর্থ “development novel” বা “coming-of-age story।”
-
উপন্যাসে Pip-এর আত্ম-অনুসন্ধান (self-discovery) ও জীবনের শিক্ষা (life lessons) এর প্রক্রিয়াকে কেন্দ্র করে কাহিনি গঠিত।
-
এটি সামাজিক শ্রেণি, নৈতিকতা, ও ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার মধ্যে দ্বন্দ্বের এক বাস্তবচিত্র তুলে ধরে।
0
Updated: 3 weeks ago