CIRDAP (Centre on Integrated Rural Development for Asia and the Pacific) was established under the initiative of which UN organization
A
UNDP
B
FAO
C
UNESCO
D
UNEP
উত্তরের বিবরণ
CIRDAP এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমন্বিত গ্রামীণ উন্নয়নের জন্য প্রতিষ্ঠিত একটি আঞ্চলিক ও আন্তঃসরকারি সংস্থা, যা গ্রামীণ দারিদ্র্য হ্রাস ও টেকসই উন্নয়নকে উৎসাহিত করে। এর গঠন, উদ্দেশ্য ও সদস্য দেশগুলো সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য নিচে তুলে ধরা হলো—
-
পূর্ণরূপ: Centre on Integrated Rural Development for Asia and the Pacific।
-
প্রকৃতি: এটি একটি আঞ্চলিক, আন্তঃসরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থা, যা সদস্য দেশগুলোর মধ্যে গ্রামীণ উন্নয়নের অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময় করে।
-
প্রতিষ্ঠাতা সংস্থা: জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO)-এর উদ্যোগে CIRDAP প্রতিষ্ঠিত হয়।
-
প্রতিষ্ঠাকাল: ৬ জুলাই, ১৯৭৯।
-
সদর দপ্তর: বাংলাদেশের রাজধানী ঢাকা।
-
বর্তমান সদস্য সংখ্যা: ১৫টি দেশ।
-
সদস্য দেশসমূহ: আফগানিস্তান, বাংলাদেশ, ফিজি, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, লাওস, মালয়েশিয়া, মায়ানমার, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং ভিয়েতনাম।
-
সংস্থাটি এশিয়া-প্রশান্ত অঞ্চলে গ্রামীণ উন্নয়ন নীতি ও প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা ও সমন্বয় সাধনের কাজ করে থাকে।

0
Updated: 1 day ago
How many districts in Bangladesh have borders with India?
Created: 5 days ago
A
30
B
31
C
32
D
33
বাংলাদেশের ভূ-রাজনৈতিক অবস্থান অনুযায়ী এটি দুটি দেশের সঙ্গে সীমান্ত সংযোগযুক্ত, যা দেশটির ভৌগোলিক ও কৌশলগত গুরুত্ব বাড়ায়।
-
বাংলাদেশের সীমান্ত সংযোগ রয়েছে ভারত ও মিয়ানমার এর সঙ্গে।
-
দেশের মোট সীমান্তবর্তী জেলা সংখ্যা ৩২টি।
-
ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা ৩০টি, এবং এই সীমান্ত সংযোগ রয়েছে ভারতের ৫টি রাজ্যের সঙ্গে।
-
মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা ৩টি।
-
রাঙ্গামাটি জেলাতে বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের তিন দেশের যৌথ সীমান্ত দেখা যায়।

0
Updated: 5 days ago
ইউরোপীয় পরিবেশ সংস্থার সদস্য সংখ্যা কত? (সেপ্টেম্বর-২০২৫)
Created: 5 days ago
A
৩২টি
B
৩৫টি
C
৩৮টি
D
৩০টি
• ইউরোপীয় পরিবেশ সংস্থা (European Environment Agency):- গঠন - ১৯৯৪ সালে।- সদরদপ্তর - কোপেনহেগেন, ডেনমার্ক।- সদস্য সংখ্যা -৩২টি। - ইউরোপীয় ইউনিয়নকে পরিবেশ বিষয়ক তথ্য সরবরাহের মাধ্যমে সহায়তা করা এই সংস্থার প্রধান কাজ। 


0
Updated: 5 days ago
বাংলাদেশ কত সালে আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্যপদ লাভ করে?
Created: 2 weeks ago
A
১৯৭৩ সালে
B
১৯৭৪ সালে
C
১৯৭২ সালে
D
১৯৭১ সালে
International Labour Organization (ILO) হলো জাতিসংঘের একমাত্র ত্রিপক্ষীয় সংস্থা, যা শ্রমিক, নিয়োগকর্তা ও সরকারের অংশগ্রহণে বিশ্বব্যাপী শ্রম মান, নীতি ও কর্মসংস্থান সম্পর্কিত নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করে। এটি শ্রমিকদের অধিকার ও নিরাপদ, মানসম্মত কাজ নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
-
প্রতিষ্ঠিত হয় ১৯১৯ সালে।
-
১৯৪৬ সালের ১৪ ডিসেম্বর জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
-
সদর দপ্তর অবস্থিত জেনেভা, সুইজারল্যান্ডে।
-
বর্তমান মহাপরিচালক গিলবার্ট এফ হাউংবো, যিনি ২০২২ সালের অক্টোবরে দায়িত্ব গ্রহণ করেন।
-
বাংলাদেশ ১৯৭২ সালে ILO-এর সদস্যপদ লাভ করে।
-
ILO ১৯৬৯ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।
-
সংস্থার প্রধান কাজ: সদস্য রাষ্ট্রের সরকার, নিয়োগকর্তা ও শ্রমিকদের একত্রিত করে শ্রম মান নির্ধারণ, নীতি তৈরি এবং সকল নারী ও পুরুষের জন্য উপযুক্ত কাজের প্রচার।

0
Updated: 2 weeks ago