Which of the following countries is not a member of BIMSTEC?
A
Thailand
B
Myanmar
C
Maldives
D
India
উত্তরের বিবরণ
মালদ্বীপ BIMSTEC-এর সদস্য নয়। এটি একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংগঠন যা বঙ্গোপসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধির উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছে। নিচে এর বিস্তারিত তথ্য উপস্থাপন করা হলো—
-
BIMSTEC-এর পূর্ণরূপ: Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation।
-
প্রতিষ্ঠাকাল: ৬ জুন, ১৯৯৭।
-
এটি একটি বঙ্গোপসাগরীয় অর্থনৈতিক জোট, যার উদ্দেশ্য সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, জ্বালানি ও পরিবহনসহ নানা ক্ষেত্রে পারস্পরিক উন্নয়ন সাধন।
-
প্রতিষ্ঠার সময় সদস্য সংখ্যা ছিল ৪টি দেশ, পরবর্তীতে আরও দেশ যোগ হয়ে বর্তমানে এর সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ৭টি।
-
বর্তমান সদস্য দেশসমূহ: বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মিয়ানমার, নেপাল এবং ভুটান।

0
Updated: 1 day ago
Iodine-131 is a:
Created: 5 days ago
A
Stable halogen
B
Radioiodine
C
Inert iodine
D
Iodate compound
Iodine-131 হলো একটি Radioiodine, অর্থাৎ এটি তেজস্ক্রিয় আয়োডিন সমজাতীয় পদার্থ। এটি প্রাকৃতিক আয়োডিনের মতো রাসায়নিকভাবে কাজ করে, তবে এর নিউক্লিয়াস অস্থিতিশীল এবং বিটা ও গামা রশ্মি নিঃসরণ করে। মেডিসিনে Iodine-131 প্রধানত থাইরয়েড রোগের নির্ণয় ও চিকিৎসায় ব্যবহার করা হয়, যেমন হাইপারথাইরয়ডিজম বা থাইরয়েড ক্যান্সার। এটি শরীরে থাইরয়েড গ্রন্থিতে জমা হয় এবং স্থানীয়ভাবে বিকিরণ ছাড়ায় প্রভাবিত কোষ ধ্বংস করে। এজন্য Iodine-131 একটি গুরুত্বপূর্ণ রেডিওনুক্লিয়াইড ও থেরাপিউটিক উপাদান, যা স্বাস্থ্যসেবা ও গবেষণায় ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
সঠিক উত্তর: খ) Radioiodine।
তেজস্ক্রিয় আইসোটোপ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য:
-
শরীরের কোন স্থানে ক্ষতিকর ক্যান্সার টিউমার আছে তা তেজস্ক্রিয় আইসোটোপ দ্বারা নির্ণয় করা যায়।
-
নিরাময়ের জন্য কোবাল্ট-60 থেকে নির্গত গামা রশ্মি নিক্ষেপ করে ক্যান্সার আক্রান্ত কোষ ধ্বংস করা হয়।
-
থাইরয়েড গ্রন্থির অস্বাভাবিক বৃদ্ধি জনিত রোগের চিকিৎসায় Iodine-131 ব্যবহার করা হয়।
-
রক্তের লিউকেমিয়া রোগের চিকিৎসায় তেজস্ক্রিয় ফসফরাস-32 এর ফসফেট ব্যবহৃত হয়।
-
দেহের হাড় বৃদ্ধি এবং ব্যাথার স্থান ও কারণ নির্ণয়ের জন্য টেকনেশিয়াম-99 আইসোটোপ ব্যবহার করা হয়।
-
ব্রেইন ক্যান্সার নিরাময়ে ইরিডিয়াম আইসোটোপ ব্যবহৃত হয়।

0
Updated: 5 days ago
বায়ুমণ্ডলে কোন উপাদান সবচেয়ে বেশি?
Created: 2 weeks ago
A
কার্বন-ডাইঅক্সাইড
B
জলীয়বাষ্প
C
নাইট্রোজেন
D
অক্সিজেন
বায়ুমণ্ডল হলো পৃথিবীকে ঘিরে থাকা গ্যাসীয় আবরণ, যা পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির কারণে ভূপৃষ্ঠের চারদিকে আবর্তিত হয়। বায়ুমণ্ডলের কোনো বর্ণ, গন্ধ বা আকার নেই, তাই এটি খালি চোখে দেখা যায় না, কেবল অনুভব করা যায়। এর বিশালতা এবং কার্যাবলী নিয়ে বিজ্ঞানীদের গবেষণা নিরন্তর চলছে।
বায়ুমণ্ডলের প্রধান উপাদানসমূহ:
-
নাইট্রোজেন: ৭৮.০২%
-
অক্সিজেন: ২০.৭১%
-
আরগন: ০.৮০%
-
জলীয়বাষ্প: ০.৪১%
-
কার্বন ডাই-অক্সাইড: ০.০৩%
-
অন্যান্য গ্যাস: ০.০২%
-
ধূলিকণা ও কণিকা: ০.০১%
উৎস:

0
Updated: 2 weeks ago
মুক্তিযুদ্ধের ’জেড ফোর্সের অধিনায়ক কে ছিলেন?
Created: 1 month ago
A
মেজর খালেদ মোশাররফ
B
মেজর জামিল চৌধুরি
C
মেজর জিয়াউর রহমান
D
মেজর সফিউল্লাহ
মুক্তিবাহিনীর ব্রিগেডসমূহ
জেড ফোর্স
-
মুক্তিবাহিনীর প্রথম ব্রিগেড, জেড ফোর্স, জুলাই মাসে গঠিত হয়।
-
ব্রিগেডটির নামকরণ করা হয়েছে মেজর জিয়াউর রহমানের ইংরেজি আদ্যক্ষর ‘জেড’ অনুসারে।
-
এটি গঠিত হয় ১ম, ৩য় এবং ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট নিয়ে।
এস ফোর্স
-
দ্বিতীয় নিয়মিত ব্রিগেড, এস ফোর্স, অক্টোবর মাসে গঠিত হয়।
-
এতে অংশ নেয় দ্বিতীয় ও একাদশ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিকরা।
-
ব্রিগেডের অধিনায়ক ছিলেন সফিউল্লাহ।
কে ফোর্স
-
কে ফোর্স গঠিত হয় ৭ই অক্টোবর, যার সদস্যরা ছিলেন ৪র্থ, ৯ম এবং ১০ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিকরা।
-
ব্রিগেডের অধিনায়ক ছিলেন খালেদ মোশাররফ, এবং ব্রিগেডটির নামকরণ করা হয় তার ইংরেজি আদ্যক্ষর ‘কে’ অনুসারে।
উৎস: বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago