The word "Orphan" is a/ an -
A
Feminine gender
B
Masculine gender
C
Neuter gender
D
Common gender
উত্তরের বিবরণ
“Orphan” শব্দটি একটি Common Gender (উভলিঙ্গ বা সাধারণ লিঙ্গ) — কারণ এটি ছেলে ও মেয়ে উভয়কেই বোঝায়।
Orphan (বিশেষ্য):
-
বাংলা অর্থ: এতিম; (শিশু)।
-
ইংরেজি অর্থ: এমন একটি শিশু, যার এক বা উভয় পিতা-মাতা মৃত্যুবরণ করেছে।
ব্যাখ্যা:
Orphan শব্দটি এমন এক শিশুকে বোঝায় যার মা-বাবা কেউ নেই। এটি শুধুমাত্র ছেলে বা মেয়ে— কোনো নির্দিষ্ট লিঙ্গ নির্দেশ করে না। অর্থাৎ, এটি ছেলে-মেয়ে উভয় ক্ষেত্রেই প্রযোজ্য। তাই শব্দটি Common Gender (সাধারণ লিঙ্গ) হিসেবে ব্যবহৃত হয়।

0
Updated: 1 day ago
Which gender is the word 'orphan'?
Created: 4 weeks ago
A
neuter
B
feminine
C
common
D
masculine
Orphan শব্দটির অর্থ হলো এতিম শিশু বা এতিম, অর্থাৎ সেই শিশু যার বাবা-মা মৃত। এটি ছেলে-মেয়ে উভয়কেই বোঝাতে পারে। তাই, এই শব্দটির Gender হলো common gender।
Gender হলো এমন একটি বৈশিষ্ট্য যা দ্বারা noun বা pronoun-এর পুরুষ, স্ত্রী বা উভয়ই নয় এমন অবচেতন বা নিরপেক্ষ অবস্থাকে বোঝানো হয়। সাধারণত Gender চার প্রকারের হয়:
-
Masculine Gender: যে noun বা pronoun দ্বারা কোনো প্রাণীর পুরুষ অবস্থাকে বোঝানো হয়।
উদাহরণ: Man, Boy, Brother, Bull, He, Dog, Cock ইত্যাদি। -
Feminine Gender: যে noun বা pronoun দ্বারা কোনো প্রাণীর স্ত্রী অবস্থাকে বোঝানো হয়।
উদাহরণ: Woman, Cow, Sister, Girl, She, Bitch, Hen ইত্যাদি। -
Neuter Gender: যে noun দ্বারা কোনো প্রাণীর পুরুষ বা স্ত্রী অবস্থাকে বোঝানো হয় না।
উদাহরণ: Book, Pen, Table ইত্যাদি। -
Common Gender: যে noun বা pronoun দ্বারা কোনো প্রাণীর পুরুষ বা স্ত্রী যে কোনো অবস্থাকে বোঝানো যায়।
উদাহরণ: Baby, Cousin, Student, Teacher, Citizen, Enemy ইত্যাদি।

0
Updated: 4 weeks ago
Which one of the following is a "Feminine gender"?
Created: 1 month ago
A
Ewe
B
Hart
C
Colt
D
Boar
Gender (লিঙ্গ) – পশুদের উদাহরণ
১. ভেড়া (Sheep)
-
Feminine: Ewe
-
English: Female sheep (especially mature)
-
Bangla: ভেড়ি
-
-
Masculine: Ram
-
English: Male sheep
-
Bangla: পুরুষ মেষ; ভেড়া
-
২. হরিণ (Deer)
-
Masculine: Hart
-
English: Male deer
-
Bangla: পুরুষ হরিণ
-
-
Feminine: Roe
-
English: Female deer
-
Bangla: স্ত্রী হরিণ
-
৩. ঘোড়া (Horse)
-
Masculine: Colt
-
English: Young male horse
-
Bangla: পুংঘোটক / শিশুহরিণ
-
-
Feminine: Filly
-
English: Young female horse
-
Bangla: কন্যা ঘোড়া
-
৪. শূকর (Swine / Pig)
-
Masculine: Boar
-
English: Uncastrated male swine
-
Bangla: বন্য শূকর / পুরুষ শূকর
-
-
Feminine: Sow
-
English: Female swine
-
Bangla: স্ত্রী শূকর
-
Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain

0
Updated: 1 month ago
The feminine form of 'Swain' -
Created: 2 months ago
A
Spinster
B
Heifer
C
Nymph
D
None of these
• Swain (নাগর) হচ্ছে Masculine Gender.
- এর Feminine gender হচ্ছে Nymph (রূপসী নারী)।
• Spinster (অবিবাহিতা মহিলা) (Feminine gender)
- এর masculine gender - Bachelor (অবিবাহিত পুরুষ)।
• Heifer (বকনা বাছুর) (Feminine gender)
- এর masculine হচ্ছে Bullock - এঁড়ে বাছুর।

0
Updated: 2 months ago