Tag question এমন একটি grammatical structure যা কোনো উক্তি বা statement সত্য না মিথ্যা তা নিশ্চিত করার জন্য ব্যবহৃত হয়। সাধারণত এটি একটি ছোট প্রশ্নাংশ, যা মূল বাক্যের শেষে যোগ হয়।
-
যদি statement positive হয়, তবে tag question হবে negative।
-
Tag question গঠনের ক্ষেত্রে subject এবং tense অনুযায়ী auxiliary verb ব্যবহৃত হয়।
Let যুক্ত imperative sentence-এর tag question করার নিয়ম:
-
যদি বাক্যে Let’s থাকে, তবে এখানে 's দ্বারা us বোঝানো হয়।
-
Tag question-এ us এর পরিবর্তে we ব্যবহার করা হয়।
-
এ ধরনের বাক্যে tag question হয় shall we।
Example:
Complete Sentence: Let’s go to the beach, shall we?