বৈশ্বিক উন্নয়ন উদ্যোক্তা এর প্রস্তাবক হচ্ছে -
A
চীন
B
জাপান
C
ডেনমার্ক
D
সুইডেন
উত্তরের বিবরণ
আসছে

0
Updated: 1 month ago
বিশ্বের সর্বোচ্চ 'গ্র্যান্ড ক্যানিয়ন' সেতু নির্মাণ করেছে কোন দেশ? [সেপ্টেম্বর, ২০২৫]
Created: 1 day ago
A
ফ্রান্স
B
চীন
C
যুক্তরাষ্ট্র
D
জাপান
বিশ্বের সর্বোচ্চ সেতু হলো চীনের হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ।
-
অবস্থান: চীনের গুইঝৌ প্রদেশ
-
মোট দৈর্ঘ্য: ২,৯০০ মিটার, যার মূল অংশ ১,৪২০ মিটার
-
উচ্চতা: নদীর স্তর থেকে ২,০৫১ ফুট (৬২৫ মিটার)
-
বিশেষত্ব:
-
উদ্বোধনের পর এটি বিশ্বের সর্বোচ্চ সেতু
-
পাহাড়ি এলাকায় নির্মিত সবচেয়ে দীর্ঘ স্প্যানের সেতু
-
-
নির্মাণ সময়কাল: ২০২২ সালের জানুয়ারি থেকে নির্মাণ শুরু; সেপ্টেম্বর ২০২৫-এ জনসাধারণের জন্য উন্মুক্ত করার পরিকল্পনা
উল্লেখ্য, বিশ্বের ১০টি সর্বোচ্চ সেতুর মধ্যে ৮টি চীনের গুইঝৌ প্রদেশে অবস্থিত।

0
Updated: 1 day ago
বর্তমানে কার্বন ডাই অক্সাইড নিঃসরণে শীর্ষ দেশ- [আগস্ট,২০২৫]
Created: 4 weeks ago
A
যুক্তরাষ্ট্র
B
রাশিয়া
C
চীন
D
কাতার
কার্বন নির্গমনকারী দেশসমূহ
-
শীর্ষ দেশ: চীন – বিশ্বের সর্বাধিক কার্বন ডাই-অক্সাইড নির্গমনকারী দেশ
-
কারণ: বৈশ্বিক উষ্ণায়নের প্রধান কারণ হলো কার্বন ডাই-অক্সাইডের অতিরিক্ত নির্গমন; বিশেষ করে চীনের উচ্চ কয়লা নির্ভরতা
-
বিশ্বব্যাপী অবদান: বৈশ্বিক নির্গমনের এক-চতুর্থাংশের জন্য দায়ী চীন
-
মাথাপিছু নির্গমন: ৮.৮৯ টন
-
বিশ্বের অন্যান্য শীর্ষ দেশসমূহ:
-
দ্বিতীয়: যুক্তরাষ্ট্র
-
তৃতীয়: ইন্ডিয়া
-
চতুর্থ: রাশিয়া
-
-
বাকি চারটি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ): বিশ্বের বেশির ভাগ কার্বন ডাই-অক্সাইড নির্গমনের জন্য দায়ী
উৎস: World Population Review [লিঙ্ক]

0
Updated: 4 weeks ago
ভোলা ইকো-ডেভেলপমেন্ট ইকোনমিক জোনে বিনিয়োগ করছে কোন দেশ? [সেপ্টেম্বর, ২০২৫]
Created: 1 day ago
A
জাপান
B
চীন
C
ভারত
D
দক্ষিণ কোরিয়া
ভোলা জেলার দক্ষিণাঞ্চলে একটি নতুন বেসরকারি অর্থনৈতিক অঞ্চল স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার, যা চীনা প্রতিষ্ঠানের অর্থায়নে বাস্তবায়িত হবে।
-
অর্থনৈতিক এলাকার নাম: ভোলা ইকো-ডেভেলপমেন্ট ইকোনমিক জোন
-
নির্মাণ প্রতিষ্ঠান: চীনা ডেভেলপার প্রতিষ্ঠান লিজ ফ্যাশন ইন্ডাস্ট্রিজ
-
অনুমোদন: প্রাথমিক অনুমোদন বা প্রি-কোয়ালিফিকেশন লাইসেন্স ইতোমধ্যে প্রদান করা হয়েছে
-
প্রকল্পের ব্যয়: প্রায় ১০০ কোটি ডলার
-
শিল্পপ্রতিষ্ঠান সংখ্যা: পরিকল্পনা অনুযায়ী প্রায় ৪০টি
-
কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা: পরিপূর্ণভাবে চালু হলে প্রায় এক লাখ লোকের জন্য কাজের সুযোগ
অতিরিক্তভাবে বলা যায়, এই অর্থনৈতিক অঞ্চল স্থানীয় শিল্প ও অর্থনীতিকে উত্সাহিত করা এবং দক্ষিণাঞ্চলের কর্মসংস্থান বৃদ্ধি-তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

0
Updated: 1 day ago