4x + 1, 18, 36 গুণোত্তর প্রগতিতে থাকলে x = কত?
A
2
B
4
C
3
D
8
উত্তরের বিবরণ
সমাধান:
অনুপাত = ২য় পদ/১ম পদ = ৩য় পদ/২য় পদ
⇒ 18/(4x + 1) = 36/18
⇒ 18/(4x + 1) = 2
⇒ 18 = {2 × (4x + 1)}
⇒ 8x + 2 = 18
⇒ 8x = 18 - 2
⇒ 8x = 16
⇒ x = 16/8
∴ x = 2

0
Updated: 1 day ago
(1/√3), 1, √3.......... প্রদত্ত অনুক্রমটির কত তম পদ 27√3?
Created: 3 weeks ago
A
5
B
9
C
6
D
8
প্রশ্ন: (1/√3), 1, √3.......... প্রদত্ত অনুক্রমটির কত তম পদ 27√3?
সমাধান:
দেওয়া আছে,
অনুক্রমটির প্রথম পদ, a = 1/√3
সাধারন অনুপাত, r = 1/(1/√3 ) = √3
n-তম পদ = arn - 1
প্রশ্নমতে,
arn - 1 = 27√3
⇒ (1/√3) × (√3)n - 1 = 27√3
⇒ (√3)n - 1 = 27√3 × √3
⇒ (√3)n - 1 = 81
⇒ (√3)n - 1 = {(√3)2}4
⇒ (√3)n - 1 = (√3)8
⇒ n - 1 = 8
⇒ n = 8 + 1 = 9
অর্থাৎ অনুক্রমটির 9-তম পদ হলো 27√3

0
Updated: 3 weeks ago
2 - 4 + 8 - 16 + ......... ধারাটির প্রথম 6টি পদের সমষ্টি কত?
Created: 1 day ago
A
- 42
B
- 44
C
- 541
D
- 542
সমাধান:
দেওয়া আছে,
প্রথম পদ, a = 2
সাধারণ অনুপাত, r = - 4/2 = - 2
পদ সংখ্যা, n = 6
∴ প্রথম 6টি পদের সমষ্টি = a(1 - rn) / (1 - r)
= 2 {1 - (- 2)6} / {1 - (- 2)}
= {2 × (1 - 64)} / 3
= {2 × (- 63)} / 3
= - 42

0
Updated: 1 day ago
কোনো সমান্তর ধারার প্রথম পদ ৭, শেষ পদ ৪৬ এবং সাধারণ অন্তর ৩ হলে ধারাটির পদসংখ্যা কত?
Created: 3 weeks ago
A
৯
B
১২
C
১৪
D
১৬
প্রশ্ন: কোনো সমান্তর ধারার প্রথম পদ ৭, শেষ পদ ৪৬ এবং সাধারণ অন্তর ৩ হলে ধারাটির পদসংখ্যা কত?
সমাধান:
দেওয়া আছে,
প্রথম পদ = ৭
শেষ পদ = ৪৬
সাধারণ অন্তর = ৩
∴ পদসংখ্যা = {(শেষ পদ - প্রথম পদ)/সাধারণ অন্তর} + ১
= {(৪৬ - ৭)/৩} + ১
= (৩৯/৩) + ১
= ১৩ + ১
= ১৪

0
Updated: 3 weeks ago