Who said "My heart aches, and a drowsy numbness pains
My sense, as though of hemlock I had drunk"?
A
John Keats
B
P.B. Shelley
C
William Wordsworth
D
S.T. Coleridge
উত্তরের বিবরণ
“My heart aches, and a drowsy numbness pains / My sense, as though of hemlock I had drunk” — এই বিখ্যাত পঙ্ক্তিগুলি John Keats রচিত ‘Ode to a Nightingale’ কবিতা থেকে নেওয়া হয়েছে।
তথ্যসমূহ নিচে দেওয়া হলো:
-
‘Ode to a Nightingale’ কবিতাটি শুরু হয়েছে এই লাইন দিয়ে।
-
এটি John Keats-এর রচিত প্রকৃতি, সৌন্দর্য, মৃত্যু এবং বাস্তবতা থেকে মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে লেখা এক অনন্য সৃষ্টি।
-
কবিতাটি আটটি স্তবকে রচিত এবং “Lamia, Isabella, The Eve of St. Agnes, and Other Poems” (1820) গ্রন্থে প্রকাশিত হয়।
-
কবি তাঁর বাগানে থাকা একটি nightingale পাখির গান থেকে অনুপ্রাণিত হয়ে কবিতাটি রচনা করেন।
-
এই কবিতাকে গণ্য করা হয় art and life সম্পর্কিত meditation হিসেবে।
-
কবিতায় nightingale-কে অমরত্বের প্রতীক হিসেবে দেখানো হয়েছে।
-
Keats এখানে প্রকৃতি ও কল্পনার মাধ্যমে বাস্তব জীবনের দুঃখ-কষ্ট থেকে মুক্তির আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন, তবে শেষে উপলব্ধি করেন যে মানুষকে বাস্তবতাকেই মেনে নিতে হয়।
কবিতার মূল ভাব:
-
কবি এক বিষণ্ন মনোভাব নিয়ে রাত্রির nightingale পাখির গান শুনছেন, যা তাঁকে এক স্বপ্নময় জগতে নিয়ে যায়।
-
সেই জগতে আছে চিরন্তন আনন্দ ও শান্তি, যেখানে দুঃখ-কষ্ট ও মৃত্যু নেই।
-
কবি চান এই সৌন্দর্যের জগতে চিরকাল থাকতে, কিন্তু বাস্তবতা তাঁকে আবার মানব জীবনের বেদনায় ফিরিয়ে আনে।
Famous Lines of This Poem:
-
“My heart aches, and a drowsy numbness pains / My sense, as though of hemlock I had drunk.”
-
“Thou wast not born for death, immortal Bird!”
-
“Forlorn! the very word is like a bell.”
John Keats (1795–1821):
-
তিনি ছিলেন একজন English Romantic lyric poet।
-
তাঁর রচনায় প্রকৃতি, সৌন্দর্য, কল্পনা ও মানব জীবনের নশ্বরতা গভীরভাবে ফুটে উঠেছে।
-
মাত্র ২৬ বছর বয়সে মৃত্যু হলেও তাঁর কবিতা তাঁকে চিরস্মরণীয় কবি করে তুলেছে।
-
তাঁর সাহিত্যকর্মের মধ্যে রয়েছে sonnets, odes, এবং epics।
-
তাঁর কাব্যে সৌন্দর্য, কল্পনা ও মানব অভিজ্ঞতার গভীর উপলব্ধি তাঁকে বিশ্বসাহিত্যে অনন্য করেছে।
Famous Poems:
-
Ode to Psyche
-
Ode to a Nightingale
-
Ode on Melancholy
-
Ode on a Grecian Urn
-
To Autumn
-
Bright Star
-
On First Looking into Chapman’s Homer
-
Lamia
-
Hyperion
-
The Eve of St. Agnes
-
La Belle Dame Sans Merci
Famous Quotations of John Keats:
-
“Beauty is truth, truth beauty.”
-
“A thing of beauty is a joy forever: Its loveliness increases; it will never pass into nothingness.” (Endymion)
-
“Heard melodies are sweet, but those unheard are sweeter.” (Ode on a Grecian Urn)
-
“Where are the songs of spring? Aye, where are they?” (To Autumn)

0
Updated: 1 day ago
Which Romantic poet created the character 'Lamia' in his narrative poem?
Created: 1 month ago
A
Lord Byron
B
P. B. Shelley
C
William Wordsworth
D
John Keats
• The character ‘Lamia’ in the narrative poem was created by John Keats.
• Lamia:
-
Written in 1819 and published in 1820, the poem is inspired by Robert Burton’s Anatomy of Melancholy.
-
It draws upon elements of ancient Greek mythology to tell a story of love and betrayal.
• Characters:
-
Lamia
-
Hermes
-
Lycius
-
Apollonius
• Summary:
-
Lamia was a beautiful woman who, as a punishment, was transformed into a venomous serpent.
-
When Hermes helps her, she regains human form.
-
She goes to the city of Corinth and falls deeply in love with Lycius.
-
Using her magic, Lamia enchants Lycius, and they begin a happy life together.
-
Blinded by love, Lycius ignores the advice of his philosophical teacher Apollonius and decides to marry Lamia.
-
At the wedding, Apollonius reveals Lamia’s true identity as a serpent.
-
Upon this revelation, Lamia mysteriously vanishes, and Lycius dies of grief.
• John Keats:
-
A British Romantic lyric poet devoted to perfecting poetry through vivid imagery, sensuous appeal, and philosophical reflections on classical legend.
-
Titles: Poet of Beauty, Poet of Sensuousness; also trained as a Physician and Surgeon.
-
His literary works include Sonnets, Odes, and Epics.
• Famous Works:
-
Ode to Psyche
-
Ode to a Nightingale
-
Ode on a Grecian Urn
-
To Autumn
-
Ode on Melancholy
-
Isabella
-
Lamia
Source: An ABC of English Literature by M Mofizar Rahman.

0
Updated: 1 month ago
What is the overarching tone of the poem?
Created: 2 weeks ago
A
Angry and resentful
B
Humorous and lighthearted
C
Reverent, contemplative, and philosophical
D
Sarcastic and cynical
একটি কবিতার tone বলতে বোঝায় বক্তার subject-এর প্রতি দৃষ্টিভঙ্গি বা attitude। John Keats-এর "Ode on a Grecian Urn" কবিতায় speaker-এর tone অনেক জটিল এবং বহুস্তরীয় হলেও মূলত তিনটি শব্দ দিয়ে সবচেয়ে ভালোভাবে বোঝানো যায়:
-
Reverent: এখানে speaker urn-কে এক ধরনের awe এবং গভীর সম্মানের সঙ্গে সম্বোধন করেছেন। তিনি elevated language ব্যবহার করেছেন যেমন "still unravish'd bride of quietness," "foster-child of silence and slow time," এবং "Sylvan historian"। এই শব্দগুলো reverence-এর ভাষা, যেখানে urn-কে sacred এবং mysterious object হিসেবে দেখা হচ্ছে।
-
Contemplative: পুরো কবিতাটিই একটি গভীর meditation বা চিন্তামগ্ন প্রতিফলন। Speaker কেবল urn-এর দিকে তাকাচ্ছেন না, বরং এর চিত্রগুলো থেকে time, art, এবং human experience নিয়ে ভাবছেন। প্রথম স্তবকে যেসব ধারাবাহিক প্রশ্ন তিনি করেছেন, তা তার contemplative mood-এর স্পষ্ট নিদর্শন।
-
Philosophical: কবিতাটি ordinary observation ছাড়িয়ে profound এবং abstract প্রশ্ন নিয়ে আলোচনা করে। এখানে art এবং life, permanence এবং transience, beauty এবং truth-এর সম্পর্ক অনুসন্ধান করা হয়েছে। বিখ্যাত শেষ লাইনগুলো "'Beauty is truth, truth beauty'" সরাসরি একটি philosophical statement, যা speaker-এর চিন্তার চূড়ান্ত প্রকাশ।
অন্য tone-গুলোর (যেমন angry, humorous, sarcastic) অপশন সঠিক নয়, কারণ speaker urn-এর সঙ্গে সর্বদা serious, sincere এবং deeply thoughtful ভঙ্গিতে যুক্ত হয়েছেন।

0
Updated: 2 weeks ago
Why are the lovers on the urn “happy”?
Created: 1 month ago
A
Because they will soon marry
B
Because they have conquered a kingdom
C
Because they will never fade or die
D
Because they are blessed by gods
কিটস বলেন, আর্নের প্রেমিক-প্রেমিকা চিরকাল প্রেমের মুহূর্তে থেমে থাকবে। তারা বুড়ো হবে না, সৌন্দর্য ম্লান হবে না। যদিও তারা কখনও একত্র হবে না, তবুও তাদের প্রেম অমর।

0
Updated: 1 month ago