The Golden period of English Literature refers to which age?
A
The Modern period
B
The Romantic period
C
The Elizabethan period
D
The Commonwealth period
উত্তরের বিবরণ
Elizabethan Period (১৫৫৮–১৬০৩) ইংরেজি সাহিত্যের ইতিহাসে এক মহিমান্বিত যুগ, যাকে বলা হয় “The Golden Period of English Literature” বা “সোনালী যুগ”। এই যুগটি Queen Elizabeth I-এর নামে নামকরণ করা হয়েছে। তাঁর শাসনামলে ইংল্যান্ডে শিল্প, সাহিত্য, সংগীত ও নাট্যকলার অভূতপূর্ব বিকাশ ঘটেছিল।
• Elizabethan Period (1558–1603):
-
এই যুগের নামকরণ হয়েছে Queen Elizabeth I-এর নামে।
-
এটি ইংরেজি সাহিত্যের স্বর্ণযুগ, কারণ এই সময়েই সাহিত্য বিশেষত drama ও poetry-র ক্ষেত্র সবচেয়ে বেশি উন্নতি লাভ করে।
-
চার্চের কঠোর নিয়ন্ত্রণ ধীরে ধীরে দুর্বল হয়, ফলে লেখকরা ধর্মীয় প্রভাবমুক্ত হয়ে মানবিক ও বাস্তবধর্মী সাহিত্য রচনা শুরু করেন।
-
এ যুগে নাটক হয়ে ওঠে ইংরেজি সাহিত্যের প্রধান প্রকাশমাধ্যম।
-
এটি ছিল এক Renaissance spirit-এ ভরপুর যুগ, যেখানে art, learning, and humanism একত্রে বিকশিত হয়।
• Other Titles of the Age:
-
“The Golden Period of English Literature”
-
“The Glorious Period of English Literature”
-
“A Nest of Singing Birds” — (এই নামটি দেওয়া হয় কারণ এই সময়ের অসংখ্য মহান কবি ও নাট্যকারদের সৃষ্টিশীলতার সমারোহ ঘটেছিল)।
• Major Writers of the Elizabethan Age:
-
William Shakespeare – নাট্যকার, কবি ও সর্বকালের শ্রেষ্ঠ সাহিত্যিক।
-
Christopher Marlowe – মহান Tragic dramatist; উল্লেখযোগ্য কাজ Doctor Faustus।
-
Francis Bacon – প্রখ্যাত দার্শনিক, প্রবন্ধকার ও বৈজ্ঞানিক চিন্তার প্রবক্তা।
-
Ben Jonson – নাট্যকার ও কবি; কমেডি ও satire-এ পারদর্শী।
-
John Lyly – Euphues রচয়িতা, গদ্যশৈলীতে বিশিষ্ট।
-
Thomas Kyd – The Spanish Tragedy এর রচয়িতা; revenge tragedy ধারার সূচনাকারী।
-
Robert Greene – Elizabethan prose ও drama-র অন্যতম লেখক।
-
George Peele – নাট্যকার ও কবি, যিনি Shakespeare-র পূর্বসূরিদের একজন।
• English Literature Periods and their Sub-Ages:
-
The Old English Period (450–1066)
-
The Middle English Period (1066–1500)
-
i) The Anglo-Norman Period
-
ii) The Age of Chaucer
-
-
The Renaissance Period (1500–1660)
-
i) Elizabethan Period (1558–1603)
-
ii) Jacobean Period (1603–1625)
-
iii) Caroline Period (1625–1649)
-
iv) Commonwealth Period (1649–1660)
-
-
The Neoclassical Period (1660–1785)
-
i) The Restoration Period (1660–1700)
-
ii) The Augustan Period (1700–1745)
-
iii) The Age of Sensibility (1745–1785/1798)
-
-
The Romantic Period (1798–1832)
-
The Victorian Period (1832–1901)
-
i) The Pre-Raphaelites (1848–1860)
-
ii) Aestheticism & Decadence (1880–1901)
-
-
The Modern Period (1901–1939)
-
The Post-Modern Period (1939–Present)

0
Updated: 1 day ago
Which period is known as the shortest period of English Literature?
Created: 6 months ago
A
Middle English period
B
Victorian period
C
Neoclassical period
D
Romantic period
1798 - 1832 is known as the Romantic period of English literature.
- The Romantic Period is the shortest period of English Literature.
- ১৭৯৮ সালে William Wordsworth রচিত Lyrical Ballads এর প্রকাশনার মাধ্যমে Romantic Period এর সূচনা হয়।
- ১৮৩২ সালে Reformation Act এর মাধ্যমে এই যুগের সমাপ্তি ঘটে।
- এই যুগকে 'Revival of Romanticism' ও বলা হয়ে থাকে because the romantic ideals of the Elizabethan Period revived during this period.
- এই যুগের স্থায়িত্বকাল মাত্র ৩৪ বছর ( 1798-1832).

1
Updated: 6 months ago
Prose in romance 'Le Morte d'Arthur' is written by -
Created: 6 months ago
A
Sir Thomas Malory
B
Chaucer
C
William Langland
D
Alfred Tennyson
Le Morte d'Arthur
- ইংরেজি সাহিত্যের প্রথম রোমান্সধর্মী রচনা বা English prose version of the Arthurian legend হচ্ছে 'Le Morte d' Arthur'/ Morte d' Arthur.
- Sir Thomas Malory এটি 1470 সালে সালে রচনা করেন এবং ১৪৮৫ সালে William Caxton এটি প্রকাশ করেন।
- It retells the adventures of the knights of the Round Table in chronological sequence from the birth of Arthur.
- সাহিত্যটির একটি মাত্র সংস্করণ বর্তমানে বিদ্যমান যেটি British Library, London এ সংরক্ষিত আছে। - Sir Thomas Malory 'Middle English Period' এর লেখক।
- 'Middle English Period' এর সময়কাল হচ্ছে ১০৬৬-১৫০০ সাল।
- এ যুগের অন্যান্য লেখক হচ্ছে: John Wycliffe, John Gower, Geoffrey Chaucer, William Langland.
- উল্লেখ্য যে, 'Morte D' Arthur' নামে ভিক্টোরিয়ান যুগের কবি Alfred Tennyson এর একটি কবিতা রয়েছে।
Source: Britannica and An ABC of English Literature. by Dr M Mofizar Rahman.

0
Updated: 6 months ago
Choose the Modern period time frame.
Created: 6 months ago
A
1901 to 1939
B
1801 to 1939
C
1911 to 1949
D
1900 to 1959
The Modern Period:
- 1901 থেকে 1939 পর্যন্ত সময়কালকে ইংরেজী সাহিত্যে the Modern Age হিসেবে ধরা হয়ে থাকে।
- 1901 সালে Queen Victoria এর মৃত্যুর মধ্য দিয়ে এই যুগ এর সুচনা হয় এবং 1939 এ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনার মধ্য দিয়ে এই যুগ এর সমাপ্তি হয়।
- Modernism is more than a literary phenomenon.
- It includes many art forms that flourished in European countries including England.
Modern period দুটি ছোট সময়কালে বিভক্ত। যেমন:
- The Edwardian period: 1901-1910.
- The Georgian period: 1910-193.
• English Literature Periods and their sub-ages:
1. The Old English Period (450 -1066).
2. The Middle English Period (1066 -1500).
i) The Anglo-Norman Period.
ii) The Age of Chaucer.
3. The Renaissance Period (1500 -1660),
i) Elizabethan Period (1558-1603),
ii) Jacobean Period (1603-1625),
iii) Caroline Period (1625-1649) and
iv) Commonwealth Period (1649-1660).
4. The Neoclassical Period (1660 -1785),
i) The Restoration Period (1660-1700),
ii) The Augustan Period (1700-1745) and
iii) The Age of Sensibility (1745-1785/1798).
5. The Romantic Period (1798 -1832).
6. The Victorian Period (1832 -1901),
i) The Pre-Raphaelites: (1848-1860),
ii) Aestheticism & Decadence: (1880-1901).
7. The Modern Period (1901 -1939),
• The Modern Period (1901-1939) is divided into two shorter periods.
1. The Edwardian Period (1901-1910),
2. The Georgian Period (1910-1939),
- The Modern English period was one of the most significant literary periods.
8. Present: The Post-Modern Period (1939 ).
Source: An ABC of English Literature by Dr M Mofizar Rahman.

0
Updated: 6 months ago