The poem "The Patriot" was written by-
A
Matthew Arnold
B
William Hazlitt
C
Robert Browning
D
Sir Walter Scott
উত্তরের বিবরণ
“The Patriot” কবিতাটি Robert Browning রচিত একটি বিখ্যাত dramatic monologue, যা প্রকাশিত হয়েছিল ১৮৪২ সালে তাঁর কাব্যগ্রন্থ “Dramatic Lyrics”-এ। এই কবিতায় কবি এক দেশপ্রেমিকের জীবনের করুণ পরিণতি এবং জনসাধারণের চঞ্চল, দ্বিমুখী মানসিকতা তুলে ধরেছেন।
• The Patriot:
-
এটি Robert Browning রচিত শ্রেষ্ঠ dramatic monologue-গুলোর একটি।
-
কবিতাটি প্রথম প্রকাশিত হয় ১৮৪২ সালে “Dramatic Lyrics” কাব্যগ্রন্থে।
-
এতে এক সময়ের জনপ্রিয় দেশপ্রেমিক যিনি এক বছর আগে জনগণের প্রশংসা ও ভালোবাসায় সিক্ত ছিলেন, তিনি পরবর্তীতে অবমূল্যায়ন ও অপমানের শিকার হন।
-
কবিতার কেন্দ্রীয় ভাব হলো Irony, অর্থাৎ একই জনগণ এক সময় প্রশংসা করে, আবার অন্য সময় ঘৃণায় পাথর ছোঁড়ে।
-
কবিতার বক্তা (the Patriot) অতীতের গৌরবময় মুহূর্তের কথা স্মরণ করে বর্তমানের লাঞ্ছিত অবস্থা বর্ণনা করে এবং শেষে বলে যে—এই জগতে ন্যায় না পেলেও পরলোকে ন্যায়বিচার পাবেন।
-
কবিতার অন্যতম বিখ্যাত লাইন: “Thus I entered, and thus I go!”
-
এর মাধ্যমে কবি বুঝিয়েছেন—একসময় তিনি যেভাবে উল্লাসে রাজপথে প্রবেশ করেছিলেন, আজ সেই পথেই মৃত্যুর মুখে যাচ্ছেন, তবে অন্তরে শান্তি আছে কারণ তিনি জানেন যে সত্য পরলোকে প্রতিফল পাবে।
• Robert Browning (1812–1889):
-
তিনি ছিলেন Victorian Age-এর একজন প্রধান ইংরেজ কবি।
-
Dramatic monologue রচনায় তাঁর দক্ষতা ও মানবমনস্তত্ত্বের সূক্ষ্ম বিশ্লেষণ তাঁকে আলাদা মর্যাদা দিয়েছে।
-
তাঁর কবিতায় প্রায়ই নৈতিক দ্বন্দ্ব, আত্মসমালোচনা এবং মানসিক জটিলতা ফুটে ওঠে।
-
তাঁর স্ত্রী Elizabeth Barrett Browning-ও সমসাময়িক এক বিখ্যাত কবি ছিলেন।
• Notable Works (Poems):
-
Porphyria’s Lover
-
My Last Duchess
-
Fra Lippo Lippi
-
The Patriot
-
Rabbi Ben Ezra
-
Andrea del Sarto
-
Sordello
-
Paracelsus
-
Pippa Passes (verse drama)
-
The Pied Piper of Hamelin
-
Bishop Blougram’s Apology (long poem)
-
Christmas Eve and Easter-Day (long poem)
• Books of Poems:
-
Dramatis Personae
-
Men and Women
-
Dramatic Lyrics
-
The Ring and the Book
• অতিরিক্ত তথ্য:
-
Robert Browning-এর “The Patriot” কবিতাটি মানুষের অকৃতজ্ঞতা, সময়ের পরিবর্তনশীলতা এবং মানবজীবনের অনিত্যতা তুলে ধরে।
-
কবিতাটি আধ্যাত্মিক আশা ও ন্যায়ের বিশ্বাস দ্বারা শেষ হয়, যেখানে কবি বিশ্বাস প্রকাশ করেন যে মানুষের প্রকৃত মূল্যায়ন ঈশ্বরের বিচারে হবে।
-
উল্লেখযোগ্য যে, “Patriotism” নামক কবিতাটি Sir Walter Scott রচিত, যা “The Patriot” থেকে ভিন্ন।

0
Updated: 1 day ago
What is the role of Lucrezia’s cousin in the poem “Andrea Del Sarto”?
Created: 1 month ago
A
He supports Andrea
B
He distracts Lucrezia with debts and gambling
C
He teaches Andrea
D
He praises Andrea’s art
কবিতার শেষের দিকে Andrea বলে Lucrezia-র cousin প্রায়ই ঋণ বা জুয়ার অজুহাতে আসে, আর Lucrezia তাকে নিয়ে ব্যস্ত থাকে। ফলে Andrea আরও অবহেলিত হয়।

0
Updated: 1 month ago
The famous dramatic monologue, My Last Duchess, was written by -
Created: 4 weeks ago
A
Alfred Tennyson
B
W.B. Yeats
C
John Donne
D
Robert Browning
“My Last Duchess” হলো একটি বিখ্যাত dramatic monologue, যা লিখেছেন Robert Browning।
My Last Duchess
-
এটি একটি নাটকীয় মনোলগ, মোট ৫৬ লাইনে রচিত।
-
কবিতার বক্তা হলো ফেরারার ডিউক, যিনি তার প্রয়াত স্ত্রীর চিত্র নিয়ে মন্তব্য করছেন।
-
ডিউক স্ত্রীর নিষ্পাপতা ও চরিত্রের প্রশংসা করেন, কিন্তু তার অতিরিক্ত বন্ধুত্বপূর্ণ মনোভাব এবং অন্যদের প্রতি সমান মনোযোগ না দেওয়ার জন্য স্ত্রীর প্রতি বিরক্তি প্রকাশ করেন।
-
কবিতার শেষের দিকে স্পষ্ট হয় যে, ডিউক নিজেই স্ত্রীর মৃত্যুর জন্য দায়ী।
Robert Browning
-
ভিক্টোরিয়ান যুগের প্রধান ইংরেজি কবি।
-
নাটকীয় একক বক্তৃতা (dramatic monologue) এবং মানসিক চিত্রকল্পের জন্য পরিচিত।
-
সবচেয়ে বিখ্যাত কাজ: The Ring and the Book, যা একটি রোমান হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়ার গল্প।
Notable Works
Poems:
-
My Last Duchess
-
Fra Lippo Lippi
-
Rabbi Ben Ezra
-
Men and Women
-
Christmas Eve and Easter-Day
-
Bishop Blougram’s Apology (long poem)
Drama:
-
Pippa Passes
“My Last Duchess” রচনা Browning এর নাটকীয় মনোলগের দক্ষতা এবং মানব চরিত্র বিশ্লেষণের গভীরতা প্রদর্শন করে।

0
Updated: 4 weeks ago
What does Andrea say about criticism of his art?
Created: 1 month ago
A
He is deeply hurt
B
He ignores both praise and blame
C
He argues with critics
D
He accepts all criticism
অ্যান্ড্রিয়া বলে, “I, painting from myself and to myself, know what I do, am unmoved by men’s blame or their praise either.” অর্থাৎ, সে অন্যের সমালোচনা বা প্রশংসায় বিচলিত হয় না। সে নিজের কাজ নিজেই জানে। কিন্তু এখানে একধরনের নির্লিপ্ততা আছে।
অন্য শিল্পীরা সমালোচনা বা প্রশংসায় উত্তেজিত হয়, তাদের রক্ত গরম হয়। অ্যান্ড্রিয়ার মধ্যে সেই তেজ নেই। তার নির্লিপ্ততা বোঝায় সে শিল্পের উচ্চাভিলাষ হারিয়েছে। এই অবসাদ ও উদ্যমহীনতা তার শিল্পকে প্রাণহীন করেছে। ফলে তার এই গর্ব আসলে দুর্বলতাকে আড়াল করার চেষ্টা।

1
Updated: 1 month ago