‘Sweet are the uses of adversity’ is quoted from Shakespeare’s—
A
Romeo and Juliet
B
Macbeth
C
As You Like It
D
Comedy of Errors
উত্তরের বিবরণ
‘Sweet are the uses of adversity’ উক্তিটি William Shakespeare-এর comedy play As You Like It থেকে নেওয়া হয়েছে। এই উক্তিটি জীবনের প্রতিকূল পরিস্থিতির ইতিবাচক দিক তুলে ধরে—যে প্রতিকূলতা মানুষকে শিক্ষা দেয়, শক্তিশালী করে এবং জীবনের গভীর অর্থ অনুধাবনে সাহায্য করে।
• As You Like It:
-
পাঁচ অঙ্কের এই comedy playটি ১৫৯৮–১৬০০ সালের মধ্যে রচিত।
-
এটি একটি Pastoral Comedy, যেখানে গ্রামীণ জীবন, প্রেম, বন্ধুত্ব এবং আত্ম-অন্বেষণের থিম বিদ্যমান।
-
নাটকটি প্রথম প্রকাশিত হয় ১৬২৩ সালে First Folio-তে।
-
Shakespeare এই নাটকটি রচনা করেন Thomas Lodge-এর Rosalynde (1590) নামক prose romance অবলম্বনে।
-
কাহিনির বেশিরভাগ অংশ The Forest of Arden নামের এক কল্পিত বনে সংঘটিত হয়, যেখানে Orlando এবং Rosalind-এর প্রেমকাহিনী ফুটে ওঠে।
• Famous Quotations from As You Like It:
-
Sweet are the uses of adversity.
-
The fool doth think he is wise, but the wise man knows himself to be a fool.
-
I pray you, do not fall in love with me, for I am falser than vows made in wine.
-
Men have died from time to time, and worms have eaten them, but not for love.
-
Most friendship is feigning, most loving mere folly.
-
We that are true lovers run into strange capers.
-
All the world's a stage, and all the men and women merely players.
• Major Characters:
-
Rosalind
-
Celia (Rosalind-এর cousin)
-
Orlando (male lead)
-
Oliver
-
Duke Senior
-
Duke Frederick
-
Touchstone
-
Audrey
• William Shakespeare (1564–1616):
-
জন্মস্থান: Stratford-upon-Avon, England।
-
উপাধি: Bard of Avon বা Swan of Avon।
-
তিনি ছিলেন একজন English poet, dramatist, এবং actor।
-
তাঁকে English National Poet বলা হয় এবং বিশ্বের শ্রেষ্ঠ নাট্যকার হিসেবে বিবেচিত করা হয়।
-
তিনি রচনা করেছেন ৩৭টি নাটক এবং ১৫৪টি সনেট।
-
১৫৯৯ সালে তিনি সহকর্মীদের সঙ্গে মিলে লন্ডনে প্রতিষ্ঠা করেন বিখ্যাত Globe Theatre।
• Notable Works:
-
Tragedies: Hamlet, Othello, King Lear, Macbeth, Julius Caesar, Titus Andronicus, Timon of Athens, Antony and Cleopatra, Coriolanus, Romeo and Juliet।
-
Comedies: As You Like It, The Tempest, Twelfth Night, Love’s Labour’s Lost, A Comedy of Errors, The Taming of the Shrew, Much Ado About Nothing, All’s Well That Ends Well, A Midsummer Night’s Dream, The Merry Wives of Windsor, The Two Gentlemen of Verona।
-
Tragi-Comedies: The Merchant of Venice, The Winter’s Tale, Cymbeline, Troilus and Cressida, Measure for Measure।
-
Poems: Shall I Compare Thee to a Summer’s Day (Sonnet 18), The Rape of Lucrece, Venus and Adonis, A Lover’s Complaint।
• অতিরিক্ত তথ্য:
-
As You Like It-এর “All the world’s a stage” অংশটি Shakespeare-এর অন্যতম বিখ্যাত দার্শনিক বক্তৃতা, যেখানে জীবনের সাতটি পর্যায় তুলে ধরা হয়েছে।
-
“Sweet are the uses of adversity” উক্তিটি নাটকে Duke Senior চরিত্রের মাধ্যমে বলা হয়েছে, যা বোঝায় যে বিপদও জীবনে উপকার বয়ে আনতে পারে, যদি আমরা তা সঠিকভাবে গ্রহণ করতে পারি।

0
Updated: 1 day ago
Othello's tragic flaw is:
Created: 1 month ago
A
Ambition
B
Pride
C
Greed
D
Jealousy
ওথেলোর ঈর্ষা হলো সেই প্রবল আবেগ যা ইয়াগো দক্ষতার সঙ্গে নিয়ন্ত্রণ করে। একবার “green-eyed monster” তার উপর দখল করলে, এটি তাকে এক মহৎ, বাগ্মী সেনাপতি থেকে অযৌক্তিক, হিংস্র এবং মানসিক যন্ত্রণায় ভুগা মানুষে রূপান্তরিত করে।
তার ঈর্ষাই তাকে সকল প্রমাণ ভুলভাবে ব্যাখ্যা করতে, বিশ্বস্ত স্ত্রীর প্রতি সন্দেহ করতে এবং শেষ পর্যন্ত তাকে হত্যা করতে প্ররোচিত করে। নাটকের দ্বিতীয়ার্ধ মূলত তার ঈর্ষাতাপস্মা ও মানসিক অশান্তিতে নিমজ্জিত হওয়ার চরম চিত্র।

0
Updated: 2 weeks ago
"I am constant as the northern star." - This famous line is taken from -
Created: 1 month ago
A
Macbeth
B
King Lear
C
Julius Caesar
D
Antony and Cleopatra
"I am constant as the northern star."
-
এটি William Shakespeare রচিত Julius Caesar নাটকের একটি লাইন।
Julius Caesar
-
তিনি Rome-এর ruler ছিলেন।
-
Caesar-এর betrayer হলেন Brutus।
-
নাটকটি ১৫৯৯-১৬০০ সালের মধ্যে লেখা হয় এবং ১৬২৩ সালে Shakespeare-এর First Folio-তে প্রকাশিত হয়।
-
এটি একটি Historical Play এবং Tragedy।
-
নাটকটি রাজনৈতিক ষড়যন্ত্রকে কেন্দ্র করে আবর্তিত হয়, যা Julius Caesar, একজন রোমান রাষ্ট্রনায়ক ও সামরিক জেনারেলকে হত্যার দিকে নিয়ে যায়।
-
ঈর্ষান্বিত ষড়যন্ত্রকারীরা Caesar-এর বন্ধু Brutus-কে হত্যার ষড়যন্ত্রে যোগ দিতে রাজি করায়।
-
Caesarকে অত্যধিক ক্ষমতা অর্জন থেকে বিরত রাখতে, Brutus এবং ষড়যন্ত্রকারীরা তাকে March-এর Ides-এ হত্যা করে।
-
Mark Antony ষড়যন্ত্রকারীদের রোম থেকে তাড়িয়ে দেয় এবং একটি যুদ্ধে তাদের সাথে লড়াই করে।
বিখ্যাত উক্তি
-
"Cowards die many times before death; The valiant never taste of death but once."
-
"Veni, Vidi, Vici" (I came, I saw, I conquered)
-
"Et tu, Brute?" (You too, Brutus?) – Julius Caesar-এর শেষ শব্দ
William Shakespeare
-
জন্ম: 23 April 1564, Stratford Avon
-
মৃত্যু: 23 April 1616
-
তিনি ছিলেন English poet, dramatist, এবং actor।
-
পরিচিত English national poet এবং ‘Bard of Avon’ বা ‘Swan of Avon’ নামে।
-
মোট রচনা: 37 plays এবং 154 sonnets
Notable Works
-
Tragedy: Hamlet, Othello, King Lear, Macbeth, Julius Caesar, Antony and Cleopatra
-
Comedy: As You Like It, The Tempest, Twelfth Night, A Midsummer Night's Dream
-
Famous Poems: Shall I Compare Thee to a Summer Day (Sonnet 18), The Rape of Lucrece, Venus and Adonis
Source: britannica.com

0
Updated: 1 month ago
Who is the main villain in 'Othello'?
Created: 2 weeks ago
A
Brabantio
B
Cassio
C
Iago
D
Emilia
Othello
-
লেখক: William Shakespeare
-
ধরণ: Tragedy
-
অঙ্ক: পাঁচ
-
লেখা: ১৬০৩–০৪, প্রকাশ: ১৬২২
মুখ্য চরিত্রসমূহ:
-
Othello (প্রধান চরিত্র, Venice এর Moorish সেনাপতি)
-
Desdemona (Othello এর স্ত্রী)
-
Brabantio (Desdemona এর পিতা)
-
Iago (প্রতারক, খলনায়ক)
-
Cassio (Lieutenant)
-
Emilia
সংক্ষিপ্ত বিবরণ:
-
Othello গোপনে Desdemona কে বিয়ে করে, যা Brabantio মেনে নেননি।
-
সেনাবাহিনীতে Cassio কে নিয়োগ দেওয়ায় Iago ক্ষুব্ধ হয়ে প্রতিশোধ নিতে Othello এর মনে সন্দেহের বীজ বপন করে।
-
Iago, Desdemona এর রুমাল Cassio এর কাছে রেখে প্রমাণ তৈরি করে যে Desdemona বিশ্বাসঘাতকতা করছে।
-
ঈর্ষার অন্ধ Othello Desdemona কে হত্যা করে। পরে সত্য জানতে পেরে অনুশোচনায় Othello আত্মহত্যা করে।
-
Iago ধরা পড়ে এবং শাস্তি ভোগ করে।
William Shakespeare (1564–1616)
-
জন্ম: April 26, 1564, Stratford-upon-Avon, England
-
মৃত্যু: April 23, 1616, Stratford-upon-Avon
-
Byname: Bard of Avon বা Swan of Avon
-
পরিচিত: English poet, dramatist, actor, English national poet
-
রচনা: 37 Plays
উৎস:

0
Updated: 2 weeks ago