Complete the sentence:
Our supervisor refused our request ___ work early.
A
left
B
leave
C
to leave
D
for leaving
উত্তরের বিবরণ
বাক্য “Our supervisor refused our request to leave work early.”- এ ‘refused’ ক্রিয়ার পরে to + verb (infinitive) ব্যবহৃত হয়েছে। কারণ কিছু নির্দিষ্ট verb-এর পর যখন আরেকটি verb বসে, তখন সেটি সাধারণত infinitive form (to + base verb) হিসেবে ব্যবহৃত হয়। এখানে ‘to leave’ সেই নিয়মে এসেছে।
• Bangla Meaning: আমাদের সুপারভাইজার আমাদের তাড়াতাড়ি কাজ ছেড়ে যাওয়ার অনুরোধ প্রত্যাখ্যান করেছেন।
• Explanation:
-
কিছু verb-এর পরে যখন আরেকটি verb ব্যবহারের প্রয়োজন হয়, তখন সেটি to + base form আকারে বসে।
-
এই to + verb গঠনকে বলা হয় infinitive।
-
এ ধরনের verb-এর পরে verb+ing (gerund), base form (without to), বা past form ব্যবহার করা হয় না।
• এমন কিছু verb-এর উদাহরণ:
-
agree – He agreed to come.
-
want – I want to learn English.
-
arrange – They arranged to meet him.
-
propose – She proposed to help us.
-
manage – He managed to escape.
-
refuse – They refused to accept the offer.
-
decide – We decided to go home.
-
fail – He failed to complete the task.
-
try – She tried to open the door.
-
phone – Don’t forget to phone me.
-
hope – I hope to see you soon.
-
demand – They demanded to know the truth.
-
require – The job requires you to travel.
-
forget – He forgot to lock the door.
-
ask – She asked to speak with the manager.
• অতিরিক্ত ভাষাগত তথ্য:
-
Infinitive (to + verb) সাধারণত উদ্দেশ্য, ইচ্ছা, অভিপ্রায় বা ভবিষ্যৎ কর্ম বোঝাতে ব্যবহৃত হয়।
-
অনেক সময় infinitive বাক্যে noun, adjective complement, বা adverbial purpose clause হিসেবেও কাজ করে।
-
কিছু verb (যেমন—enjoy, avoid, mind) এর পরে কেবল gerund (verb + ing) ব্যবহৃত হয়, কিন্তু refuse সবসময় infinitive গ্রহণ করে।

0
Updated: 1 day ago
He gave me the notes ______ I wanted.
Created: 4 weeks ago
A
what
B
whom
C
whose
D
that
সঠিক বাক্য হলো He gave me the notes that I wanted।
-
এখানে শূন্যস্থানে একটি Relative Pronoun বসানো হয়েছে, যা inactive object "notes" বোঝাচ্ছে।
-
বস্তুবাচক ক্ষেত্রে সাধারণত that ব্যবহার হয়।
-
বস্তু সম্পর্কে যদি জানা থাকে, that বসে; জানা না থাকলে what বসে।
-
উদাহরণ:
-
He gave me what I wanted
-
He gave me the book that I wanted
-
-
whose এবং whom হলো Personal Pronoun, যা শুধুমাত্র ব্যক্তিকে বোঝাতে ব্যবহৃত হয়।
-
তাই প্রদত্ত বাক্যে শূন্যস্থানে that বসানো সঠিক।

0
Updated: 4 weeks ago
The novelist's writing was _____, with a focus on the inner workings of the human mind and emotions.
Created: 2 days ago
A
didactic
B
introspective
C
allegorical
D
empirical
Complete Sentence:
The novelist's writing was introspective, with a focus on the inner workings of the human mind and emotions.
বাংলা অর্থ:
সাহিত্যিকের লেখনী অন্তর্মুখী ছিল, যা মানুষের মন ও অনুভূতির অন্তর্নিহিত কাজগুলোতে মনোযোগ কেন্দ্রিত করেছিল।
শব্দের ব্যাখ্যা:
-
Didactic: শিক্ষামূলক, নীতিমূলক; যা মানুষকে কোনো শিক্ষা, বিশেষ করে নৈতিক শিক্ষা দিতে ডিজাইন করা।
-
Introspective: অন্তর্বীক্ষণপ্রবণ, অন্তর্মুখী; নিজের চিন্তা ও অনুভূতির দিকে মনোযোগী।
-
Allegorical: রূপকাত্মক; চরিত্র বা ঘটনা ব্যবহার করে কোনো ধারণা বা গুণকে প্রতীকীভাবে প্রকাশ করা।
-
Empirical: বাস্তব অভিজ্ঞতায় ভিত্তিক; তত্ত্বের চেয়ে পর্যবেক্ষণ ও পরীক্ষা-নিরীক্ষার উপর নির্ভরশীল।
উপসংহার:
শূন্যস্থানে অর্থানুযায়ী সঠিক শব্দ হবে introspective।

0
Updated: 2 days ago
Who is known as the poet of poets?
Created: 1 week ago
A
William Wordsworth
B
William Shakespear
C
T.S. Eliot
D
Edmund Spenser
Edmund Spenser ছিলেন Elizabethan Period-এর একজন বিখ্যাত সাহিত্যিক, যাকে Poet of Poets হিসেবে সম্মানিত করা হয়। তাঁর কাব্যশিল্পে অনুপ্রাণিত হয়ে পরবর্তী বহু ইংরেজি কবি তাঁর ধারাকে অনুসরণ করেছে। তিনি একটি স্বতন্ত্র ধরণের লেখনীর উদ্ভাবক ছিলেন, যাকে বলা হয় Spenserian Stanza, এবং তিনি আধুনিক ইংরেজি কাব্যলেখার প্রাথমিক সময়ের প্রধান কারিগর হিসেবে বিবেচিত।
-
সময়সূচি: Elizabethan Period
-
সম্মাননা: Poet of Poets, কারণ পরবর্তী প্রজন্মের ইংরেজি কবিরা তাঁর কবিতাশিল্প অনুসরণ করেছে
-
উপলব্ধি: স্বতন্ত্র Spenserian Stanza উদ্ভাবক; আধুনিক ইংরেজি কব্যকারের অন্যতম প্রধান কারিগর
-
প্রখ্যাত কাব্যকর্মসমূহ:
-
Colin Clouts Come Home Againe
-
Mother Hubberd's Tale
-
Complaints
-
Epithalamion
-
The Shepheardes Calender (কাব্যগ্রন্থ/প্যাস্টোরাল কবিতা)
-
The Faerie Queene (এপিক কবিতা)
-
Amoretti (সনেট সংগ্রহ)
-
Astrophel
-

0
Updated: 1 week ago