এক ব্যক্তি তার মোট সম্পত্তির ২/৫ অংশ তার স্ত্রীকে দেন। অবশিষ্ট সম্পত্তি তিনি ৩ পুত্রের মধ্যে সমানভাবে ভাগ করে দেন। যদি তার স্ত্রী ও দুই পুত্রের প্রাপ্ত সম্পত্তির মোট পরিমাণ ৪,৮০,০০০ টাকা হয় তাহলে ঐ ব্যক্তির মোট সম্পত্তির পরিমাণ কত টাকা?

A

৯,৬০,০০০ টাকা

B

৫,৪০,০০০ টাকা

C

৬,০০,০০০ টাকা

D

৭,২০,০০০ টাকা

উত্তরের বিবরণ

img

প্রশ্ন: এক ব্যক্তি তার মোট সম্পত্তির ২/৫ অংশ তার স্ত্রীকে দেন। অবশিষ্ট সম্পত্তি তিনি ৩ পুত্রের মধ্যে সমানভাবে ভাগ করে দেন। যদি তার স্ত্রী ও দুই পুত্রের প্রাপ্ত সম্পত্তির মোট পরিমাণ ৪,৮০,০০০ টাকা হয় তাহলে ঐ ব্যক্তির মোট সম্পত্তির পরিমাণ কত টাকা?

সমাধান:

ধরি,

ঐ ব্যক্তির মোট সম্পত্তির পরিমাণ = ক টাকা

তার স্ত্রী পান = ২ক/৫ টাকা

অবশিষ্ট সম্পত্তি = ক - (২ক/৫) টাকা

= (৫ক - ২ক)/৫ = ৩ক/৫ টাকা

প্রত্যেক পুত্র পায় = (৩ক/৫) ÷ ৩ = ক/৫ টাকা

প্রশ্নমতে,

স্ত্রী + ২ পুত্রের প্রাপ্ত অর্থ = ৪,৮০,০০০ টাকা

(২ক/৫) + ২ × (ক/৫) = ৪,৮০,০০০

(২ক/৫) + (২ক/৫) = ৪,৮০,০০০

৪ক/৫ = ৪,৮০,০০০

৪ক = ৪,৮০,০০০ ×

ক = (৪,৮০,০০০ × ৫) ÷

ক = ৬,০০,০০০

ঐ ব্যক্তির মোট সম্পত্তির পরিমাণ = ৬,০০,০০০ টাকা।

Unfavorite

0

Updated: 16 hours ago

Related MCQ

১৫ জন শ্রমিক ১২ দিনে ৯০০০ টাকা আয় করেন। ১৮ জন শ্রমিক কত দিনে সমপরিমাণ অর্থ আয় করবেন?


Created: 1 week ago

A

৬ দিন


B

১০ দিন


C

৮ দিন


D

৫ দিন


Unfavorite

0

Updated: 1 week ago

2x + 2 < 6 অসমতাটির সমাধান কোনটি?

Created: 1 month ago

A

3 > x < 2

B

- 4 < x < 2

C

- 2 < x < 3

D

4 < x < 2

Unfavorite

0

Updated: 1 month ago

 ৬ জন মহিলা ও ৫ জন পুরুষের মধ্য থেকে একটি ৪ সদস্যের কমিটি কতভাবে গঠন করা যাবে যেখানে ২ জন মহিলা সর্বদা কমিটিতে অন্তর্ভুক্ত থাকবে?



Created: 3 weeks ago

A

১৫০



B

২০০



C

২৬৫

 


D

৪২৫



Unfavorite

0

Updated: 3 weeks ago

© LXMCQ, Inc. - All Rights Reserved

Developed by WiztecBD