নিচের কোন সংখ্যা দুটি সহমৌলিক সংখ্যা?
A
১০, ১৫
B
২১, ২৮
C
৯, ১৬
D
৬, ২৭
উত্তরের বিবরণ
প্রশ্ন: নিচের কোন সংখ্যা দুটি সহমৌলিক সংখ্যা?
সমাধান:
আমরা জানি, দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক কেবল ১ হলে, ঐ সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক।
এখানে,
ক) ১০ এবং ১৫: এদের সাধারণ গুণনীয়ক হলো ৫ এবং ১। তাই, এটি সহমৌলিক নয়।
খ) ২১ এবং ২৮: এদের সাধারণ গুণনীয়ক হলো ৭ এবং ১। তাই, এটি সহমৌলিক নয়।
গ) ৯ এবং ১৬:
৯ = ৩ × ৩
১৬ = ২ × ২ × ২ × ২
৯ এবং ১৬ এর মধ্যে ১ ব্যতীত অন্য কোনো সাধারণ মৌলিক গুণনীয়ক নেই।
∴ ৯, ১৬ সংখ্যা দুটি সহমৌলিক সংখ্যা।
ঘ) ৬ এবং ২৭: এদের সাধারণ গুণনীয়ক হলো ৩ এবং ১। তাই, এটি সহমৌলিক নয়।
অতএব, সঠিক উত্তর হলো (গ) ৯, ১৬।

0
Updated: 16 hours ago
একটি লঞ্চে যাত্রী সংখ্যা ৪৭ জন। মাথাপিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ। ডেকের ভাড়া মাথাপিছু ৩০ টাকা এবং মোট ভাড়া প্রাপ্তি ১৬৮০ টাকা হলে, ডেকের যাত্রী সংখ্যা কত?
Created: 2 weeks ago
A
৪০ জন
B
৪২ জন
C
৩৬ জন
D
৩৮ জন
প্রশ্ন: একটি লঞ্চে যাত্রী সংখ্যা ৪৭। মাথাপিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ। ডেকের ভাড়া মাথাপিছু ৩০ টাকা এবং মোট ভাড়া প্রাপ্তি ১৬৮০ টাকা হলে, ডেকের যাত্রী সংখ্যা কত?
সমাধান:
ধরি, ডেকের যাত্রী ক জন
কেবিনের যাত্রী সংখ্যা ৪৭ - ক জন
ডেকের ভাড়া মাথাপিছু ৩০ টাকা
কেবিনের ভাড়া = ৩০ × ২ টাকা
= ৬০ টাকা
প্রশ্নমতে,
৩০ক + ৬০ (৪৭ - ক) = ১৬৮০ টাকা
⇒ ৩০ক + ২৮২০ - ৬০ক = ১৬৮০
⇒ ২৮২০ - ৩০ক = ১৬৮০
⇒ ৩০ক = ২৮২০ - ১৬৮০
⇒ ৩০ক = ১১৪০
∴ ক = ৩৮
ডেকের যাত্রী ৩৮ জন

0
Updated: 2 weeks ago
এক ব্যক্তির ৪ বছর অন্তর অন্তর জন্ম নেওয়া ৫ সন্তানের মোট বয়স ৬০ বছর। তৃতীয় সন্তানের বয়স কত?
Created: 3 weeks ago
A
৮ বছর
B
১০ বছর
C
১২ বছর
D
১৪ বছর
প্রশ্ন: এক ব্যক্তির ৪ বছর অন্তর অন্তর জন্ম নেওয়া ৫ সন্তানের মোট বয়স ৬০ বছর। তৃতীয় সন্তানের বয়স কত?
সমাধান:ধরি,
তৃতীয় সন্তানের বয়স = ক বছর
প্রশ্নমতে,
(ক - ৮) + (ক - ৪) + ক + (ক + ৪) + (ক + ৮) = ৬০
⇒ ৫ক - ১২ + ১২ = ৬০
⇒ ৫ক = ৬০
⇒ ক = ৬০/৫
⇒ ক = ১২
∴ তৃতীয় সন্তানের বয়স = ১২ বছর
তৃতীয় সন্তানের বয়স = ক বছর
প্রশ্নমতে,
(ক - ৮) + (ক - ৪) + ক + (ক + ৪) + (ক + ৮) = ৬০
⇒ ৫ক - ১২ + ১২ = ৬০
⇒ ৫ক = ৬০
⇒ ক = ৬০/৫
⇒ ক = ১২
∴ তৃতীয় সন্তানের বয়স = ১২ বছর

0
Updated: 3 weeks ago
A garrison has food for 40 days for 200 soldiers. After 10 days, 50 soldiers leave. How many more days will the remaining food last?
Created: 2 weeks ago
A
20 days
B
30 days
C
35 days
D
40 days
Question: A garrison has food for 40 days for 200 soldiers. After 10 days, 50 soldiers leave. How many more days will the remaining food last?
Solution:
দেওয়া আছে,
40 দিনের খাদ্য আছে = 200 জনের
10 দিন পর 50 জন সৈন্য চলে গেলে,
বাকি দিন = 40 - 10 = 30 দিন
বাকি সৈন্য = 200 - 50 = 150 জন
বাকি খাদ্যে,
200 জন সৈন্যের চলবে = 30 দিন
∴ 1 জন সৈন্যের চলবে =30 × 200 দিন
∴ 150 জন সৈন্যের চলবে = (30 × 200)/150 = 40 দিন
সুতরাং বাকি খাদ্যে 40 দিন চলবে।

0
Updated: 2 weeks ago