বাংলা ভাষায় নারীবাচক শব্দ প্রধানত দুই ধরনের হয়: পত্নীবাচক এবং অপত্নীবাচক।
-
পত্নীবাচক শব্দ সেইসব শব্দ যা স্বামী-স্ত্রী সম্পর্ক বোঝায়। উদাহরণস্বরূপ: পিতা-মাতা, চাচা-চাচি, দাদা-দাদি, জেলে-জেলেনি, গুরু-গুরুপত্নী।
-
অপত্নীবাচক শব্দ সেইসব শব্দ যা স্বামী-স্ত্রী সম্পর্ক বোঝায় না। উদাহরণস্বরূপ: খোকা-খুকি, ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, নেতা-নেত্রী, পাগল-পাগলি।