বাংলাদেশের সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কোন সংশোধনীর মাধ্যমে প্রবর্তন করা হয়?
A
ষোড়শ সংশোধনী
B
পঞ্চদশ সংশোধনী
C
ত্রয়োদশ সংশোধনী
D
দশম সংশোধনী
উত্তরের বিবরণ
বাংলাদেশের সংবিধানের ইতিহাসে ত্রয়োদশ সংশোধনী (১৯৯৬) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক। এই সংশোধনীর মাধ্যমে দেশে প্রথমবারের মতো নিরপেক্ষ-নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রবর্তিত হয়, যার উদ্দেশ্য ছিল অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন নিশ্চিত করা।
মূল তথ্যসমূহ:
-
শিরোনাম: সংবিধান (ত্রয়োদশ সংশোধন) আইন, ১৯৯৬
-
পাসের তারিখ: ১৯৯৬ সালের ২৭ মার্চ
-
বিষয়বস্তু: এই সংশোধনীর মাধ্যমে একটি নিরপেক্ষ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রবর্তন করা হয়, যা নির্বাচনের সময় ক্ষমতাসীন দলের প্রভাবমুক্তভাবে নির্বাচন পরিচালনা নিশ্চিত করার জন্য গৃহীত হয়।
-
সংশোধনের ফলে সংবিধানে নতুনভাবে যুক্ত হয় ৫টি অনুচ্ছেদ—৫৮(ক), ৫৮(খ), ৫৮(কগ), ৫৮(ঘ) ও ৫৮(ঙ)।
-
এই ব্যবস্থার অধীনে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচনকালীন সময়ে নির্বাহী ক্ষমতা প্রয়োগ করত এবং নির্বাচন কমিশনের সহায়তায় জাতীয় নির্বাচন পরিচালনা করত।
-
পরবর্তীতে জাতীয় সংসদে পাসকৃত পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এই তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করা হয়।
-
তবে ২০২৪ সালের ১৭ ডিসেম্বর, হাইকোর্ট এক ঐতিহাসিক রায়ে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্তি-সংক্রান্ত পঞ্চদশ সংশোধনী আইনের ২০ ও ২১ ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করেন, যা আবারও সাংবিধানিক বিতর্কের নতুন অধ্যায় সৃষ্টি করে।

0
Updated: 19 hours ago
বাংলাদেশের সংবিধান অনুযায়ী ''কোর্ট অব্ রেকর্ড'' হিসাবে গণ্য—
Created: 1 week ago
A
লেবার কোর্ট
B
জজ কোর্ট
C
হাই কোর্ট
D
সুপ্রীম কোর্ট
বাংলাদেশের সংবিধান সম্পর্কে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি রাষ্ট্রের মূল আইন। এখানে সংবিধানের কাঠামো ও বিচারবিভাগ সংক্রান্ত বিষয়গুলো তুলে ধরা হলো।
-
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান মোট ১১টি ভাগে বিভক্ত এবং এতে রয়েছে ১৫৩টি অনুচ্ছেদ।
-
সংবিধানে রয়েছে ৭টি তফসিল, ১টি প্রস্তাবনা এবং ৪টি মূলনীতি।
সংবিধানের ষষ্ঠ ভাগ বা অধ্যায়-এ বিচারবিভাগের বিষয়টি বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। এই ভাগে মোট ৩টি পরিচ্ছেদ রয়েছে। যথা:
-
১ম পরিচ্ছেদ: সুপ্রীম কোর্ট (অনুচ্ছেদ ৯৪–১১৩)
-
২য় পরিচ্ছেদ: অধস্তন আদালত (অনুচ্ছেদ ১১৪–১১৬)
-
৩য় পরিচ্ছেদ: প্রশাসনিক ট্রাইব্যুনাল (অনুচ্ছেদ ১১৭)
ষষ্ঠ ভাগের প্রথম পরিচ্ছেদে সুপ্রীম কোর্টের গঠন, বিচারপতি নিয়োগ, দায়িত্ব এবং কার্যাবলি বর্ণনা করা হয়েছে।
সংবিধানের অনুচ্ছেদ ১০৮ অনুযায়ী:
-
Supreme Court is a "Court of Record" অর্থাৎ সুপ্রীম কোর্টকে "কোর্ট অব রেকর্ড" বলা হয়েছে।
-
এর মানে হলো সুপ্রীম কোর্টের ক্ষমতা থাকবে নিজস্ব রেকর্ড সংরক্ষণ, Contempt of Court বা অবমাননার জন্য তদন্ত করা ও শাস্তি প্রদান করা, এবং আইন অনুযায়ী অনুরূপ আদালতের সকল ক্ষমতা প্রয়োগ করা।

0
Updated: 1 week ago
বাংলাদেশ সংবিধান হাতে লেখার দায়িত্ব কার ওপর ন্যস্ত ছিল?
Created: 3 weeks ago
A
হাশেম খান
B
এ.কে.এম আব্দুর রউফ
C
আবুল বারক আলভী
D
সমরজিৎ রায় চৌধুরী
বাংলাদেশের সংবিধান ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর থেকে কার্যকর হয়। এটি বাংলাদেশের ইতিহাসে প্রথম হাতে লেখা সংবিধান, যা গ্রন্থাকারে প্রকাশিত হয়েছিল এবং যার পৃষ্ঠা সংখ্যা ছিল ১০৯। সংবিধানের হস্তলিপির কাজ সম্পন্ন করেন এ কে এম আবদুর রউফ, যিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন।
সংবিধানের প্রচ্ছদে শীতলপাটির উপর লেখা আছে "গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান"। এছাড়া, সংবিধানের অঙ্গসজ্জার কার্যক্রমের মূল তত্ত্বাবধান করেন শিল্পাচার্য জয়নাল আবেদীন।
-
কার্যকর হওয়ার তারিখ: ১৬ ডিসেম্বর ১৯৭২
-
প্রথম হাতে লেখা সংবিধান: গ্রন্থাকারে প্রকাশিত
-
পৃষ্ঠা সংখ্যা: ১০৯
-
হস্তলিপি প্রস্তুতকারী: এ কে এম আবদুর রউফ
-
প্রচ্ছদে লেখা: "গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান"
-
অঙ্গসজ্জার তত্ত্বাবধায়ক: জয়নাল আবেদীন

0
Updated: 3 weeks ago
গণপরিষদে বাংলাদেশের সংবিধান গৃহীত হয় কত তারিখ?
Created: 2 weeks ago
A
১৭ এপ্রিল, ১৯৭২
B
১২ অক্টোবর, ১৯৭২
C
৪ নভেম্বর, ১৯৭২
D
১৪ ডিসেম্বর, ১৯৭২
বাংলাদেশের সংবিধান প্রণয়ন ও গৃহীত হওয়ার প্রক্রিয়া ১৯৭২ সালে সম্পন্ন হয়। সংবিধান প্রণয়ন থেকে কার্যকর হওয়া পর্যন্ত ধারাবাহিক ঘটনাগুলো নিম্নরূপ:
-
খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয় ১১ এপ্রিল, ১৯৭২ সালে।
-
খসড়া সংবিধান প্রণয়ন কমিটির প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় ১৭ এপ্রিল, ১৯৭২ সালে।
-
কমিটি সংবিধানের চূড়ান্ত খসড়া প্রণয়ন করেন ১১ অক্টোবর, ১৯৭২ সালে।
-
খসড়া সংবিধান গণপরিষদে উত্থাপিত হয় ১২ অক্টোবর, ১৯৭২ সালে।
-
গণপরিষদে বাংলাদেশের সংবিধান গৃহীত হয় ৪ নভেম্বর, ১৯৭২ সালে।
-
সংবিধান স্পিকার কর্তৃক প্রমাণীকৃত হয় ১৪ ডিসেম্বর, ১৯৭২ সালে।
-
গণপরিষদের সদস্যগণ হস্তলিখিত সংবিধানে স্বাক্ষর করেন ১৪ ও ১৫ ডিসেম্বর, ১৯৭২ সালে।
-
বাংলাদেশের সংবিধান কার্যকর হয় ১৬ ডিসেম্বর, ১৯৭২ সালে।

0
Updated: 2 weeks ago