বাংলাদেশের সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ বাক্যাংশটি কোন সংশোধনীর মাধ্যমে অন্তর্ভুক্ত করা হয়েছিল?
A
পঞ্চম সংশোধনী
B
চতুর্থ সংশোধনী
C
সপ্তম সংশোধনী
D
ষষ্ঠ সংশোধনী
উত্তরের বিবরণ
বাংলাদেশের সংবিধানের ইতিহাসে পঞ্চম সংশোধনী একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সাংবিধানিক মোড়বদলের নির্দেশক। এই সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রের আদর্শ, জাতীয় পরিচয় ও ধর্মীয় উপাদানে মৌলিক পরিবর্তন আনা হয়।
মূল তথ্যসমূহ:
-
সংবিধানের পঞ্চম সংশোধনীর মাধ্যমে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ সংবিধানের প্রস্তাবনায় অন্তর্ভুক্ত করা হয়।
-
সংশোধনীটি ১৯৭৯ সালে জাতীয় সংসদে অনুমোদিত হয়।
-
এই আইনের মাধ্যমে সংবিধানের চতুর্থ তফসিলে পরিবর্তন আনা হয়।
-
১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকে ১৯৭৯ সালের ৯ এপ্রিল পর্যন্ত সামরিক শাসনকালীন সময়ে জারি করা সমস্ত সামরিক বিধান, সংবিধান সংশোধন ও অধ্যাদেশকে বৈধতা প্রদান করা হয়।
-
এই সংশোধনীর ফলে রাষ্ট্রীয়ভাবে **‘বাঙালি জাতীয়তাবাদ’-এর পরিবর্তে ‘বাংলাদেশী জাতীয়তাবাদ’**কে স্বীকৃতি দেওয়া হয়, যা জাতীয় পরিচয়ের ভাষাগত ভিত্তি থেকে ভূখণ্ড ও রাষ্ট্রভিত্তিক পরিচয়ে রূপান্তর ঘটায়।

0
Updated: 19 hours ago
সংবিধান অনুযায়ী 'আমার সোনার বাংলা'র কত চরণ জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত?
Created: 1 month ago
A
প্রথম ৪ চরণ
B
প্রথম ৮ চরণ
C
প্রথম ১০ চরণ
D
সম্পূর্ণটি
সংবিধান:
-
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদ কর্তৃক গৃহীত হয়।
-
সংবিধান কার্যকর হয় ১৬ ডিসেম্বর, ১৯৭২ সালে।
-
সংবিধানের ভাগ বা অধ্যায় আছে ১১টি।
-
সংবিধানে মোট ১৫৩টি অনুচ্ছেদ রয়েছে।
-
১৯৭২ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবস থেকে সংবিধান কার্যকর করা হয়।
অনুচ্ছেদ ০৪: জাতীয় সঙ্গীত, পতাকা ও প্রতীক
-
প্রজাতন্ত্রের জাতীয় সঙ্গীত: "আমার সোনার বাংলা" এর প্রথম দশ চরণ।
-
প্রজাতন্ত্রের জাতীয় পতাকা: সবুজ ক্ষেত্রের উপর স্থাপিত রক্তবর্ণের একটি ভরাট বৃত্ত।
-
প্রজাতন্ত্রের জাতীয় প্রতীক:
-
উভয় পার্শ্বে ধান্যশীর্ষবেষ্টিত,
-
পানিতে ভাসমান জাতীয় পুষ্প শাপলা,
-
শীর্ষদেশে পাটগাছের তিনটি পরস্পর-সংযুক্ত পত্র,
-
উভয় পার্শ্বে দুইটি করে তারকা।
-
-
উপরোক্ত দফাসমূহ-সাপেক্ষে জাতীয় সঙ্গীত, পতাকা ও প্রতীক সম্পর্কিত বিধানাবলী আইনের দ্বারা নির্ধারিত হবে।
সূত্র: বাংলাদেশের সংবিধান

0
Updated: 1 month ago
বাংলাদেশের সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কোন সংশোধনীর মাধ্যমে প্রবর্তন করা হয়?
Created: 19 hours ago
A
ষোড়শ সংশোধনী
B
পঞ্চদশ সংশোধনী
C
ত্রয়োদশ সংশোধনী
D
দশম সংশোধনী
বাংলাদেশের সংবিধানের ইতিহাসে ত্রয়োদশ সংশোধনী (১৯৯৬) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক। এই সংশোধনীর মাধ্যমে দেশে প্রথমবারের মতো নিরপেক্ষ-নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রবর্তিত হয়, যার উদ্দেশ্য ছিল অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন নিশ্চিত করা।
মূল তথ্যসমূহ:
-
শিরোনাম: সংবিধান (ত্রয়োদশ সংশোধন) আইন, ১৯৯৬
-
পাসের তারিখ: ১৯৯৬ সালের ২৭ মার্চ
-
বিষয়বস্তু: এই সংশোধনীর মাধ্যমে একটি নিরপেক্ষ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রবর্তন করা হয়, যা নির্বাচনের সময় ক্ষমতাসীন দলের প্রভাবমুক্তভাবে নির্বাচন পরিচালনা নিশ্চিত করার জন্য গৃহীত হয়।
-
সংশোধনের ফলে সংবিধানে নতুনভাবে যুক্ত হয় ৫টি অনুচ্ছেদ—৫৮(ক), ৫৮(খ), ৫৮(কগ), ৫৮(ঘ) ও ৫৮(ঙ)।
-
এই ব্যবস্থার অধীনে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচনকালীন সময়ে নির্বাহী ক্ষমতা প্রয়োগ করত এবং নির্বাচন কমিশনের সহায়তায় জাতীয় নির্বাচন পরিচালনা করত।
-
পরবর্তীতে জাতীয় সংসদে পাসকৃত পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এই তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করা হয়।
-
তবে ২০২৪ সালের ১৭ ডিসেম্বর, হাইকোর্ট এক ঐতিহাসিক রায়ে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্তি-সংক্রান্ত পঞ্চদশ সংশোধনী আইনের ২০ ও ২১ ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করেন, যা আবারও সাংবিধানিক বিতর্কের নতুন অধ্যায় সৃষ্টি করে।

0
Updated: 19 hours ago
বাংলাদেশ সংবিধানে প্রশাসনিক ট্রাইব্যুনাল বিষয়টি কোন অনুচ্ছেদে সন্নিবেশিত হয়েছে?
Created: 2 months ago
A
১১০
B
১১৫
C
১১৭
D
১২০
প্রশাসনিক ট্রাইব্যুনাল
বাংলাদেশের সংবিধানের ১১৭ নম্বর অনুচ্ছেদে প্রশাসনিক ট্রাইব্যুনাল গঠনের কথা বলা হয়েছে। এই অনুচ্ছেদের ১ম ও ২য় দফা অনুযায়ী, সরকার চাইলে নির্দিষ্ট প্রশাসনিক বিষয়ে বিচার করার জন্য ট্রাইব্যুনাল গঠন করতে পারে।
বিচারবিভাগ:
সংবিধানের ষষ্ঠ ভাগে বিচারব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে। এতে মোট তিনটি পরিচ্ছেদ রয়েছে:
-
সুপ্রীম কোর্ট (অনুচ্ছেদ ৯৪ থেকে ১১৩ পর্যন্ত)
-
অধস্তন আদালত (অনুচ্ছেদ ১১৪ থেকে ১১৬ পর্যন্ত)
-
প্রশাসনিক ট্রাইব্যুনাল (অনুচ্ছেদ ১১৭)
অন্যান্য গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ:
-
অনুচ্ছেদ ১১০: অধস্তন আদালত থেকে হাইকোর্ট বিভাগে মামলা স্থানান্তর করা যেতে পারে।
-
অনুচ্ছেদ ১১৫: অধস্তন আদালতের বিচারক নিয়োগের নিয়ম।
-
অনুচ্ছেদ ১২০: নির্বাচন কমিশনের অধীনস্থ কর্মচারীদের বিষয়ে আলোচনা করা হয়েছে।
উৎস: বাংলাদেশ সংবিধান

0
Updated: 2 months ago