'অনুবর্তন' কোন প্রকার রচনা?
A
কাব্যগ্রন্থ
B
প্রবন্ধ
C
নাটক
D
উপন্যাস
উত্তরের বিবরণ
বাংলা উপন্যাসে প্রকৃতি, মানবজীবন ও গ্রামীণ সমাজচিত্রের অপূর্ব মেলবন্ধন ঘটিয়েছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তাঁর রচনায় মানুষ, প্রকৃতি ও নৈতিক মূল্যবোধ একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। ‘অনুবর্তন’ উপন্যাসে এই মানবিক ও নৈতিক সত্তার প্রকাশ স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।
মূল তথ্যসমূহ:
-
‘অনুবর্তন’ উপন্যাসটি রচনা করেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।
-
এতে ব্যক্তি অভিজ্ঞতা, গ্রামীণ জীবনের দলাদলি ও স্বার্থপ্রবণতা প্রধান উপজীব্য বিষয় হিসেবে উঠে এসেছে।
-
উপন্যাসের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র যদু মুখুজ্জে, যিনি আত্মকেন্দ্রিক ও নৈতিকভাবে দুর্বল একজন মানুষ।
-
যদু মুখুজ্জে নিজের স্বার্থে স্ত্রীর প্রতি অবিচার করেন, ছাত্রদের অর্থ আত্মসাৎ করেন, আবার নিজের পাপের জন্য ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনাও করেন।
-
তার জীবনের পরিণতি ট্র্যাজিক মৃত্যুর মাধ্যমে ঘটে।
-
সমালোচকদের মতে, যদু মুখুজ্জে বিভূতিভূষণের সবচেয়ে বাস্তব ও শ্রেষ্ঠ চরিত্রগুলোর একটি।
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অন্যান্য উল্লেখযোগ্য রচনা:
-
পথের পাঁচালী
-
অপরাজিত
-
অশনি সংকেত
-
আরণ্যক
-
আদর্শ হিন্দু হোটেল
-
দেবযান
-
ইছামতী
-
দৃষ্টি প্রদীপ
-
বিপিনের সংসার
-
চাঁদের পাহাড়
-
দম্পতি

0
Updated: 20 hours ago
কোন নাট্যকার বাংলা নাটকে ‘অ্যাবসার্ডধারা’র প্রবর্তন করেন?
Created: 3 weeks ago
A
মুনীর চৌধুরী
B
নূরুল মোমেন
C
সাঈদ আহমদ
D
বিজন ভট্টাচার্য
সাঈদ আহমদ বাংলা সাহিত্যের অন্যতম প্রতিভাবান নাট্যকার। ১৯৫৪ সালে লন্ডনে স্যামুয়েল ব্যাকেটের নাটক দেখে তিনি অ্যাবসার্ডধর্মী নাটকের প্রতি আকৃষ্ট হন এবং বাংলায় এই ধরনের নাটকের প্রচলন করেন।
১৯৭৫ সালে তিনি অ্যাবসার্ডধারার বাইরে এসে দেশের আর্থ-সামাজিক অবস্থা নিয়ে নাটক রচনা করেন, যার মধ্যে উল্লেখযোগ্য হলো ‘প্রতিদিন একদিন’।
উল্লেখযোগ্য নাটকসমূহ:
-
কালবেলা
-
মাইলপোস্ট
-
তৃষ্ণায়
-
প্রতিদিন একদিন
-
শেষ নবাব
উৎস:

0
Updated: 3 weeks ago
‘অগ্নিবীণা’ কাব্যগ্রন্থের প্রথম প্রকাশিত কবিতা কোনটি?
Created: 2 weeks ago
A
বিদ্রোহী
B
প্রলয়োল্লাস
C
ধূমকেতু
D
কামাল পাশা
অগ্নিবীণা হলো কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ, যা বাংলা সাহিত্যে নতুন ধারার সূচনা করে। এ গ্রন্থের প্রথম কবিতা হলো প্রলয়োল্লাস এবং এর জনপ্রিয়তম কবিতা হলো বিদ্রোহী। বিদ্রোহী কবিতার জন্যই তিনি চিরকাল ‘বিদ্রোহী কবি’ নামে পরিচিত। এই কাব্যগ্রন্থটি তিনি বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষকে উৎসর্গ করেছিলেন।
অগ্নিবীণা কাব্যের কবিতাসমূহ:
-
প্রলয়োল্লাস
-
বিদ্রোহী
-
রক্তাম্বর-ধারিণী মা
-
আগমণী
-
ধূমকেতু
-
কামাল পাশা
-
আনোয়ার
-
রণভেরী
-
শাত-ইল-আরব
-
খেয়াপারের তরণী
-
কোরবানী
-
মহররম
অতিরিক্ত তথ্য: অগ্নিবীণা কাব্যগ্রন্থ প্রকাশিত হয় ১৯২২ সালে। এ গ্রন্থের কবিতাগুলোতে কবির বিপ্লবী চেতনা, সাম্যবাদী দৃষ্টিভঙ্গি ও মানবমুক্তির আহ্বান স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। এজন্যই একে বাংলা সাহিত্যে বিদ্রোহ ও স্বাধীনতার প্রতীকধর্মী কাব্যগ্রন্থ হিসেবে গণ্য করা হয়।

0
Updated: 2 weeks ago
অমিত্রাক্ষর ছন্দে রচিত মাইকেল মধুসূদন দত্তের প্রথম কাব্য কোনটি?
Created: 2 weeks ago
A
পদ্মাবতী
B
তিলোত্তমাসম্ভব কাব্য
C
মেঘনাদবধ কাব্য
D
ব্রজাঙ্গনা কাব্য
বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক ছিলেন মহাকবি মাইকেল মধুসূদন দত্ত। তিনি প্রথম অমিত্রাক্ষর ছন্দ ব্যবহার করেন তাঁর রচিত পদ্মাবতী নাটকে (দ্বিতীয় অঙ্ক, দ্বিতীয় গর্ভাঙ্কে)। তবে অমিত্রাক্ষর ছন্দে রচিত প্রথম পূর্ণাঙ্গ কাব্যগ্রন্থ হলো তিলোত্তমাসম্ভব কাব্য।
মাইকেল মধুসূদন দত্ত:
-
তিনি একজন খ্যাতিমান মহাকবি ও নাট্যকার।
-
জন্ম: ১৮২৪ সালের ২৫ জানুয়ারি, যশোর জেলার কপোতাক্ষ নদ তীরবর্তী সাগরদাঁড়ি গ্রামে।
-
তিনি বাংলা ভাষায় সনেট প্রবর্তনকারী কবি।
-
বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দ প্রবর্তন করেন তিনিই।
-
তাঁর প্রথম কাব্যগ্রন্থ দ্য ক্যাপটিভ লেডি, যা ইংরেজি ভাষায় রচিত।
তাঁর প্রধান কাব্যসমূহ:
-
তিলোত্তমাসম্ভব কাব্য
-
মেঘনাদবধ কাব্য
-
ব্রজাঙ্গনা কাব্য
-
বীরাঙ্গনা কাব্য
-
চতুর্দশপদী কবিতাবলী
তাঁর রচিত নাটক:
-
শর্মিষ্ঠা
-
পদ্মাবতী
-
কৃষ্ণকুমারী
-
মায়াকানন
তাঁর রচিত প্রহসন:
-
একে কি বলে সভ্যতা
-
বুড়ো সালিকের ঘাড়ে রোঁ
অতিরিক্ত তথ্য: মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে পাশ্চাত্য কাব্যরীতি ও ধ্রুপদি কাব্যধারার সমন্বয় ঘটান। বিশেষ করে তাঁর মেঘনাদবধ কাব্য বাংলা মহাকাব্যের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন হিসেবে স্বীকৃত।

0
Updated: 2 weeks ago