'অ্যা গ্রামার অফ দ্যা বেঙ্গল ল্যাঙ্গুয়েজ' গ্রন্থটি কত প্রকাশিত হয়?
A
১৭৮০ সাল
B
১৭২০ সাল
C
১৭৭৮ সাল
D
১৭৬৯ সাল
উত্তরের বিবরণ
বাংলা ভাষার ব্যাকরণচর্চার ইতিহাসে ন্যাথানিয়েল ব্র্যাসি হ্যালহেড-এর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তাঁর রচিত ‘A Grammar of the Bengal Language’ গ্রন্থটি ছিল প্রথম পূর্ণাঙ্গ ও প্রামাণ্য বাংলা ব্যাকরণ, যা বাংলা ভাষাকে গবেষণার ক্ষেত্র হিসেবে বিশ্বে পরিচিত করে তোলে।
মূল তথ্যসমূহ:
-
ন্যাথানিয়েল ব্র্যাসি হ্যালহেড রচিত ‘A Grammar of the Bengal Language’ গ্রন্থটি ১৭৭৮ সালে হুগলি থেকে প্রকাশিত হয়।
-
এটি ছিল ইংরেজি ভাষায় রচিত প্রথম পূর্ণাঙ্গ বাংলা ব্যাকরণগ্রন্থ।
-
তিনি বাংলা ভাষাকে বিশ্লেষণমূলকভাবে উপস্থাপন করেন এবং ব্যাকরণে বাংলা উদাহরণ ও বাংলা লিপি ব্যবহার করেন—যা পূর্বে কেউ করেননি।
-
এর আগে পর্তুগিজ ধর্মযাজকরা রোমান অক্ষরে সীমিত আকারে বাংলা ব্যাকরণ ও অভিধান রচনার চেষ্টা করেছিলেন, তবে তা ছিল অনিয়মিত ও অসম্পূর্ণ।
-
হ্যালহেডই প্রথম নিয়মতান্ত্রিক পদ্ধতিতে বাংলা ব্যাকরণ রচনা করেন, যা পরবর্তী বাংলা ভাষাবিদদের জন্য ভিত্তি স্থাপন করে।
হ্যালহেড সম্পর্কে অতিরিক্ত তথ্য:
-
তিনি ১৭৫১ সালের ২৫ মে লন্ডনের এক উচ্চ মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন।
-
পেশাগতভাবে তিনি ছিলেন একজন প্রাচ্যবিদ ও বৈয়াকরণিক।

0
Updated: 20 hours ago
কোন লেখকের ছদ্মনাম 'যুবনাশ্ব'?
Created: 1 month ago
A
নারায়ণ গঙ্গোপাধ্যায়
B
মণিশঙ্কর মুখোপাধ্যায়
C
নীহাররঞ্জন গুপ্ত
D
মণীশ ঘটক
ছদ্মনামসমূহ
আসল নাম | ছদ্মনাম |
---|---|
মণীশ ঘটক | যুবনাশ্ব |
নীহাররঞ্জন গুপ্ত | দাদাভাই, বাণভট্ট |
মণিশঙ্কর মুখোপাধ্যায় | শংকর |
নারায়ণ গঙ্গোপাধ্যায় | সুনন্দ |

0
Updated: 1 month ago
বাংলা গদ্যরীতিকে পাঠ্যপুস্তকের বাইরে সর্বপ্রথম ব্যবহার করেন কে?
Created: 3 weeks ago
A
রামমোহন রায়
B
রাজীবলোচন মুখোপাধ্যায়
C
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
D
উইলিয়াম কেরি
রামমোহন রায় (১৭৭৪–১৮৩৩) বাংলা গদ্য সাহিত্যের একজন প্রাথমিক ও প্রভাবশালী রচয়িতা, যিনি পাঠ্যপুস্তকের বাইরে বাংলা গদ্যরীতি প্রথম ব্যবহার করেন। তাঁর গদ্যরচনা বিচার-বিশ্লেষণ ও উচ্চতর চিন্তাধারার প্রকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
-
ধর্ম সম্পর্কিত আলোচনায় রামমোহন রায় স্বকীয় গদ্যরীতি অবলম্বন করেছিলেন, কারণ তিনি তৎকালীন রচনারীতির সহায়তা পাননি।
-
তাঁর ভাষা ছিল বিবৃতিসর্বস্ব ও প্রচারধর্মী, যা পরমতখণ্ডন ও আত্মপক্ষ সমর্থনের জন্য শাস্ত্র উদ্ধৃতি ও অনুবাদের মাধ্যমে ব্যবহৃত।
-
রচনা যুক্তিনিষ্ঠ এবং বুদ্ধিদীপ্ত, তবে সাহিত্যগুণের প্রকাশ সীমিত।
-
কিছু রচনায় পণ্ডিতি-বৈশিষ্ট্য ফুটে উঠেছে; সেই ক্ষেত্রে তাঁর গদ্যরীতি সংস্কৃত গদ্যরীতির আদর্শ অনুসরণ করে গঠিত।

0
Updated: 3 weeks ago
'কবিকণ্ঠহার' কার উপাধি?
Created: 1 month ago
A
গোবিন্দদাস
B
মুকুন্দরাম চক্রবর্তী
C
জ্ঞানদাস
D
বিদ্যাপতি
• বিদ্যাপতি:
- মিথিলার রাজসভার কবি ছিলেন বিদ্যাপতি। তিনি ছিলেন চতুর্দশ শতকের কবি।
- কবির রচনায় মোহিত ছিলেন মিথিলার রাজা শিবসিংহ। এ জন্য সে বিদ্যাপতিকে 'কবিকণ্ঠহার' উপাধিতে ভূষিত করেছিলেন।
- 'মৈথিল কোকিল' বলতে মিথিলার কবি বিদ্যাপতিকে বোঝায়। কোকিল যেমন সুললিত সুমধুর গান গেয়ে সকলকে মুগ্ধ করে, মিথিলার রাজসভার কবি বিদ্যাপতিও মৈথিলি ভাষায় সুন্দর পদাবলি ও অন্যান্য গীতিকবিতা রচনা করে সকলকে মুগ্ধ করেছেন বলে তাঁকে 'মৈথিল কোকিল' বলা হয়।
- তিনি ছিলেন বৈষ্ণব কবি এবং পদসঙ্গীত ধারার রূপকার।
- তাঁর শ্রেষ্ঠ কীর্তি হচ্ছে ব্রজবুলিতে রচিত রাধাকৃষ্ণ বিষয়ক পদ।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

0
Updated: 1 month ago