A
are
B
is
C
will
D
can
উত্তরের বিবরণ
শূন্যস্থানে সঠিক উত্তর হবে “is”। সম্পূর্ণ বাক্য হবে:
He as well as his parents is spending vacation abroad.
As well as দ্বারা দুটি subject যুক্ত হলে verb, as well as-এর পূর্বের subject অনুযায়ী নির্ধারিত হয়। প্রশ্নে as well as-এর আগে subject “He” (singular) থাকায় verb-ও singular হবে। তাই শূন্যস্থানে “is” বসবে।
Structure:
He (singular) + as well as + his parents (plural) + singular verb (is)।
Verb শুধু “He” অনুসরণ করবে, পরে থাকা “his parents” অনুসরণ করবে না। তাই “is” সঠিক উত্তর।
Other Options বিশ্লেষণ:
ক) are — এটি plural verb, কিন্তু subject “He” হওয়ায় ভুল।
গ) will — Modal verb, কিন্তু এখানে Present Continuous tense দরকার।
ঘ) can — Modal verb হলেও sentence-এর সাথে অর্থগত ও কাঠামোগতভাবে মিলছে না।
তাই উত্তর: is.

0
Updated: 5 days ago
Which sentence contains an adverb of frequency?
Created: 2 months ago
A
He runs fast
B
She shouted loudly
C
The live here
D
I always brush my teeth before going to bed
আসছে

0
Updated: 2 months ago
Choose the sentence where the gerund is the subject:
Created: 3 months ago
A
She likes painting landscapes.
B
They were painting landscapes.
C
Painting landscapes is relaxing.
D
She has painted landscapes.
Gerund হলো কোনো Verb-এর (ক্রিয়া) -ing রূপ, যা noun-এর মতো ব্যবহৃত হয়।
এখানে Painting landscapes — পুরো অংশটি একটি noun-এর মতো ব্যবহার হয়েছে এবং subject হিসেবে কাজ করছে।
বাক্যটি বোঝাচ্ছে: "চিত্রাঙ্কন করা (painting landscapes) হচ্ছে একধরনের আরামদায়ক কাজ।"
অন্য অপশনগুলোর বিশ্লেষণ:
ক) She likes painting landscapes.
→ এখানে "painting" Gerund হলেও Subject নয়, Object (She কী পছন্দ করে? — painting landscapes)।
খ) They were painting landscapes.
→ এখানে "painting" হলো Main Verb (Past Continuous Tense)।
ঘ) She has painted landscapes.
→ এখানে "painted" Past Participle, Gerund নয়।
সুতরাং উত্তর: গ) Painting landscapes is relaxing.

0
Updated: 3 months ago
Choose the correct sentence.
Created: 4 months ago
A
A few of the three boys got a prize
B
Each of the three boys got a prize
C
Every of the three boys got a prize
D
All of the three boys got a prize
কোনো বাক্যে Each of the, one of the, neither of the, either of the থাকলে এদের পর noun (plural) কিন্তু verb (singular) এবং possessive (singular) হয়।
– a prize এর সাথে সঙ্গতি রেখে a few of / all of এর ব্যবহার অশুদ্ধ।
– Every of এর ব্যবহার অশুদ্ধ।
তাই এখানে সঠিক বাক্য হবে – Each of the three boys got a prize.

0
Updated: 4 months ago