Who speaks the last words in Hamlet?
A
Hamlet
B
Horatio
C
Fortinbras
D
Ambassador
উত্তরের বিবরণ
নাটক Hamlet-এর শেষ সংলাপটি বলেন Fortinbras। পুরো নাটকজুড়ে মৃত্যুর পর মৃত্যু ঘটলেও, শেষ মুহূর্তে Fortinbras-এর উপস্থিতি ডেনমার্কে নতুন শাসনের সূচনা নির্দেশ করে। তাঁর শেষ বাক্যটি নাটকের সমাপ্তিকে সামরিক মর্যাদা ও শোকের এক আবহে সম্পূর্ণ করে।
-
Hamlet, Laertes, Gertrude এবং Claudius-এর মৃত্যুর পর Fortinbras রাজপ্রাসাদে প্রবেশ করে এবং পরিস্থিতির নিয়ন্ত্রণ নেয়।
-
তিনি নির্দেশ দেন, “Go, bid the soldiers shoot,” যা Hamlet-এর জন্য সামরিক সম্মানের প্রতীক।
-
এই সংলাপের মাধ্যমে Shakespeare দেখিয়েছেন যে, মৃত্যু ও ধ্বংসের পরও রাজনৈতিক স্থিতি ও শৃঙ্খলার পুনঃপ্রতিষ্ঠা সম্ভব।

0
Updated: 20 hours ago
Which natural element is frequently used as a metaphor for Lear’s anger?
Created: 2 months ago
A
Fire
B
Thunder and storm
C
Earthquake
D
Flood
Lear-এর রাগ ও মানসিক অস্থিরতা প্রায়শই ঝড় ও বজ্রপাতের মাধ্যমে প্রকাশ করা হয়েছে, যা বাহ্যিক ও অভ্যন্তরীণ বিশৃঙ্খলার মিল ঘটায়।

1
Updated: 2 months ago
What does Miranda famously say upon seeing other men for the first time?
Created: 1 month ago
A
“What fools these mortals be!”
B
“How beauteous mankind is!”
C
“Frailty, thy name is woman!”
D
“All the world’s a stage!”
Miranda যখন প্রথম অন্য মানুষদের দেখে, তখন বিস্ময়ে বলে—“How beauteous mankind is!”। সে মানব সমাজকে সৌন্দর্য ও বিস্ময়ের দৃষ্টিতে দেখে। এই উক্তি মানবতার প্রতি আশাবাদ প্রকাশ করে এবং নাটকের পুনর্মিলন ও মানবিক ভালোবাসার থিমকে সমর্থন করে।

2
Updated: 1 month ago
What vision does Macbeth see before killing Duncan?
Created: 1 month ago
A
A ghost
B
A sword
C
A bloody dagger
D
A crown
ডাঙ্কানকে হত্যা করার আগে ম্যাকবেথ এক অদ্ভুত ভৌতিক দৃশ্য দেখেন — একটি বাতাসে ভেসে থাকা ছুরির (floating dagger) দর্শন। সে দেখে ছুরিটি যেন তাকে ডাঙ্কানের ঘরের দিকে করছে। এটি ছিল তার মানসিক দ্বন্দ্ব এবং অপরাধবোধের প্রতিফলন।
এই দৃশ্যটি Act 2, Scene 1-এ ঘটে, যেখানে ম্যাকবেথ বলে:
"Is this a dagger which I see before me,
The handle toward my hand? Come, let me clutch thee."
এই ভৌতিক ছুরিটি তার মানসিক চাপ, দ্বিধা এবং ভবিষ্যৎ রক্তপাতের ইঙ্গিত বহন করে। এটি তার মানসিক অবস্থা ও পরিকল্পিত হত্যাকাণ্ডের প্রতীক।
সারাংশে, এই "floating dagger" হচ্ছে ম্যাকবেথের ভেতরের অপরাধবোধ ও অনিশ্চয়তার প্রতীক, যা তাকে হত্যার পথে ধাবিত করে।

0
Updated: 1 month ago