Which of the following characters is thought to be most neglected by Shakespeare in terms of development?
A
lago
B
King Lear
C
Prospero
D
Ophelia
উত্তরের বিবরণ
Ophelia চরিত্রটি শেক্সপিয়ারের অন্যতম আলোচিত কিন্তু কম বিকশিত নারী চরিত্র হিসেবে পরিচিত। তাঁর মানসিক জগৎ, চিন্তা-ভাবনা বা ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি নাটকে গভীরভাবে উপস্থাপিত হয়নি। ফলে তিনি এক ধরনের “silenced female presence” বা অবদমিত নারীকণ্ঠের প্রতীক হয়ে উঠেছেন।
-
Ophelia-র চরিত্রকে প্রায়শই “neglected in development” বলা হয়, কারণ তাঁর ব্যক্তিত্ব মূলত অন্যদের (বিশেষত Hamlet ও তাঁর পিতার) দৃষ্টিকোণ থেকেই চিত্রিত হয়েছে।
-
শেক্সপিয়ার তাঁর ট্র্যাজেডিতে Ophelia-কে একটি “victim of patriarchy” হিসেবে দেখিয়েছেন, যেখানে তাঁর আবেগ বা মানসিক অবস্থার স্বাধীন বিশ্লেষণ অনুপস্থিত।
-
এই সীমিত উপস্থাপনাই সমালোচকদের মতে তাঁকে শেক্সপিয়ারের সবচেয়ে “underdeveloped yet symbolically powerful” নারী চরিত্রে পরিণত করেছে।

0
Updated: 20 hours ago
Why does Othello go to Cyprus after his marriage?
Created: 1 month ago
A
To escape Brabantio’s anger
B
To lead the defense against the Turkish fleet
C
To start a new life with Desdemona
D
To meet Cassio
ওথেলোকে ভেনিসের সেনাপতি হিসেবে সাইপ্রাস পাঠানো হয়, কারণ তুর্কি নৌবাহিনীর হুমকি ছিল। এখানে যুদ্ধের পরিবর্তে প্রেম, ষড়যন্ত্র এবং ট্র্যাজেডির ঘটনাপ্রবাহ এগোয়। স্থান পরিবর্তনের মাধ্যমেই নাটকের পরিবেশ আরও উত্তেজনাপূর্ণ হয়।

0
Updated: 1 month ago
'Romeo and Juliet' is a ______ by Shakespeare.
Created: 3 weeks ago
A
comedy
B
tragedy
C
historical play
D
dark comedy
Romeo and Juliet – A Tragedy by William Shakespeare
১. নাটক সম্পর্কে
-
রচয়িতা: William Shakespeare
-
প্রকাশিত: 1597
-
ধরণ: Tragedy
-
প্রেক্ষাপট: Verona, Italy
-
বিষয়: দুই শত্রু পরিবার Montague এবং Capulet-এর সন্তান রোমিও ও জুলিয়েট-এর করুণ প্রেমকাহিনি।
-
তারা গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়।
-
ভুল বোঝাবুঝি ও দুর্ভাগ্যের কারণে প্রেমিক-প্রেমিকা দুজনেই আত্মহত্যা করে।
-
শেষ পর্যন্ত তাদের মৃত্যুর মাধ্যমে পরিবারের মধ্যে শত্রুতার অবসান ঘটে।
-
২. প্রধান চরিত্র
-
Romeo
-
Juliet
-
Count Paris
-
Tybalt
-
Friar Lawrence
৩. বিখ্যাত উক্তি
-
"Good night, good night! Parting is such sweet sorrow. That I shall say good night till it be morrow."
-
"What's in a name? That which we call a rose by any other name would smell as sweet."
৪. William Shakespeare (1564–1616)
-
জন্ম: 23 April 1564, Stratford-upon-Avon
-
মৃত্যু: 23 April 1616
-
পরিচয়: English poet, dramatist, actor
-
খেতাব: Bard of Avon, English national poet
-
সাহিত্যকর্ম: 37 নাটক, 154 sonnet
প্রসিদ্ধ ট্র্যাজেডি নাটকসমূহ:
-
Hamlet, Macbeth, Othello, Romeo and Juliet, Julius Caesar, King Lear, Antony and Cleopatra, Titus Andronicus, Timon of Athens

0
Updated: 3 weeks ago
What does Othello do after realizing Desdemona’s innocence and Iago’s betrayal?
Created: 1 month ago
A
He kills Iago
B
He begs for forgiveness
C
He commits suicide
D
He flees from Venice
সত্য উদঘাটনের পর ওথেলো বুঝতে পারে সে নিরপরাধ স্ত্রীকে হত্যা করেছে এবং Iago তাকে প্রতারিত করেছে। অপরাধবোধে সে নিজের তলোয়ার দিয়ে আত্মহত্যা করে। এভাবেই ট্র্যাজিক হিরোর পতন সম্পূর্ণ হয় এবং নাটকের সমাপ্তি ঘটে।

1
Updated: 1 month ago