'কুঁচবরণ কন্যা' শিশুতোষ গ্রন্থের রচয়িতা কে?
A
প্রমথ চৌধুরী
B
মদনমোহন তর্কালঙ্কার
C
মোতাহের হোসেন চৌধুরী
D
বন্দে আলী মিয়া
উত্তরের বিবরণ
শিশুসাহিত্যের ক্ষেত্রে বন্দে আলী মিয়া এক উজ্জ্বল নাম। তিনি বাংলা সাহিত্যে শিশুদের জন্য লিখেছেন বহু জনপ্রিয় গল্প ও কবিতা। তাঁর রচনায় গ্রামীণ জীবনের সরলতা, প্রকৃতির সৌন্দর্য এবং সাধারণ মানুষের জীবনযাত্রা বাস্তবভাবে প্রতিফলিত হয়েছে।
মূল তথ্যসমূহ:
-
বন্দে আলী মিয়া ছিলেন সাহিত্যিক, সাংবাদিক ও চিত্রকর।
-
তিনি ১৯০৬ সালের ১৫ ডিসেম্বর পাবনা জেলার রাধানগর গ্রামে জন্মগ্রহণ করেন।
-
তাঁর সাহিত্যিক কর্মধারা বিস্তৃত ছিল কবিতা, উপন্যাস, নাটক, জীবনী এবং শিশুসাহিত্য পর্যন্ত।
-
তাঁর লেখার মূল বৈশিষ্ট্য ছিল বাংলার সমাজ, মানুষ ও প্রকৃতির জীবনচিত্রের বাস্তব উপস্থাপন।
-
তাঁর রচিত উল্লেখযোগ্য শিশুতোষ গ্রন্থ হলো ‘কুঁচবরণ কন্যা’।
অন্যান্য শিশুসাহিত্য:
-
চোর জামাই
-
মেঘকুমারী
-
বাঘের ঘরে ঘোগের বাসা
-
সোনার হরিণ
-
সাত রাজ্যের গল্প

0
Updated: 20 hours ago
কবি আলাওলের জন্মস্থান কোথায়?
Created: 1 month ago
A
চট্টগ্রাম
B
কক্সবাজার
C
বরিশাল
D
ময়মনসিংহ
• আলাওল:
- তিনি মধ্যযুগীয় বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি ছিলেন।
- আলাওলের জন্ম আনুমানিক ১৬০৭ খ্রিস্টাব্দে (জোবরা গ্রাম, হাটহাজারি, চট্টগ্রাম) মতান্বরে (ফতেহাবাদ পরগনা, ফরিদপুর)।
- আরাকান রাজসভা তথা সপ্তদশ শতকের শ্রেষ্ঠ কবি আলাওল।
- পদ্মাবতী তার প্রথম ও শ্রেষ্ঠ মহাকাব্য, মাগন ঠাকুরের উৎসাহে তিনি এই কাব্য রচনা করেন।
সৈয়দ আলাওল রচিত বিখ্যাত সাহিত্যকর্ম:
- পদ্মাবতী,
- হপ্তপয়কর,
- সিকান্দারনামা,
- তোহফা,
- সয়ফুলমুলুক বদিউজ্জামান ইত্যাদি।
উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

0
Updated: 1 month ago
'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যের কবি ছিলেন-
Created: 1 month ago
A
বসন্তরঞ্জন রায়
B
বড়ু চণ্ডীদাস
C
কানাহরি দত্ত
D
জ্ঞানদাস
• 'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্য:
- বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম কাব্য হিসেবে শ্রীকৃষ্ণকীর্তন স্বীকৃত।
- ১৯০৯ খ্রিষ্টাব্দে বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্যা গ্রামের শ্রী দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বাড়ির গোয়ালঘর থেকে শ্রীকৃষ্ণকীর্তনের পুথি আবিষ্কার করেন।
- শ্রীকৃষ্ণকীর্তন আবিষ্কারের সময় গ্রন্থের প্রথম পৃষ্ঠায় এর কোনো নাম পাওয়া যায়নি। সম্পাদক বসন্তরঞ্জন রায় এর নাম দেন শ্রীকৃষ্ণকীর্তন। একে শ্রীকৃষ্ণসন্দর্ভও বলা হয়।
- ১৯১৬ খ্রিষ্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষৎ থেকে বসন্তরঞ্জন রায়ের সম্পাদনায় পুথিটি 'শ্রীকৃষ্ণকীর্তন' নামে গ্রন্থাকারে প্রকাশিত হয়।
- পুথির প্রথম দুটি এবং শেষপৃষ্ঠা পাওয়া যায়নি বলে এর নাম ও কবির নাম স্পষ্ট করে জানা যায়নি।
- কবির ভণিতায় 'চণ্ডীদাস' এবং অধিকাংশ ক্ষেত্রে 'বড়ু চণ্ডীদাস' পাওয়া যাওয়ায় এই গ্রন্থের কবি হিসেবে বড়ু চণ্ডীদাসকে গ্রহণ করা হয়।
- শ্রীকৃষ্ণকীর্তন গীতি-আলেখ্য। রাধাকৃষ্ণের প্রণয়লীলা এর বিষয়বস্তু। মোট ১৩ খণ্ডে ৪১৮টি পদে এটি বিন্যস্ত।
এ কাব্যের প্রধান তিনটি চরিত্র:
- কৃষ্ণ,
- রাধা,
- বড়ায়ি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলা সাহিত্যের ইতিহাস, ড. মাহবুবুল আলম।

0
Updated: 1 month ago
মাইকেল মধুসূদন রচিত ‘ওড’ জাতীয় কাব্য কোনটি?
Created: 1 month ago
A
ব্রজাঙ্গনা
B
মেঘনাদবধ
C
তিলোত্তমাসম্ভব
D
বীরাঙ্গনা
'ব্রজাঙ্গনা' কাব্য
-
রচয়িতা: মাইকেল মধুসূদন দত্ত
-
প্রকাশকাল: ১৮৬১
-
বিষয়: রাধা-কৃষ্ণ বিষয়ক গীতিকাব্য
-
ধরণ ও রচনা:
-
'ওড্' জাতীয় গীতিকবিতা
-
দুই খণ্ডে রচনার পরিকল্পনা: বিরহ ও মিলন (মিলন খণ্ড অসম্পূর্ণ)
-
-
নায়িকা: রাধা
-
মধুসূদন দত্তের মন্তব্য: ‘Poor Old Mrs. Radha of Braja’
-
মাইকেল মধুসূদন দত্ত রচিত অন্যান্য কাব্য
-
তিলোত্তমাসম্ভব কাব্য
-
মেঘনাদবধ কাব্য
-
ব্রজাঙ্গনা কাব্য
-
বীরাঙ্গনা কাব্য
-
চতুর্দশপদী কবিতাবলী
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago