১২টি সংখ্যার যোগফল ৭২০। প্রথম ৫টি সংখ্যার গড় ৫০ এবং শেষ ৬টি সংখ্যার গড় ৬০। ষষ্ঠ সংখ্যাটি কত?
A
৮৮
B
১২০
C
৯৮
D
১১০
উত্তরের বিবরণ
প্রশ্ন: ১২টি সংখ্যার যোগফল ৭২০। প্রথম ৫টি সংখ্যার গড় ৫০ এবং শেষ ৬টি সংখ্যার গড় ৬০। ষষ্ঠ সংখ্যাটি কত?
সমাধান:
দেওয়া আছে,
১২টি সংখ্যার যোগফল ৭২০
এখন,
প্রথম ৫টি সংখ্যার যোগফল = ৫ × ৫০ = ২৫০
শেষ ৬টি সংখ্যার যোগফল = ৬ × ৬০ = ৩৬০
প্রশ্নমতে,
মোট ১২টির যোগফল = প্রথম ৫টি + ষষ্ঠ + শেষ ৬টি
⇒ ৭২০ = ২৫০ + ষষ্ঠ + ৩৬০
⇒ ষষ্ঠ = ৭২০ - ৬১০
∴ ষষ্ঠ = ১১০

0
Updated: 21 hours ago
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?


Created: 3 weeks ago
A
6
B
10
C
12
D
17
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
সমাধান:
নির্ণেয় সংখ্যা = 12
প্রথম চিত্রে,
(27/3) + (16/4)
= 9 + 4 = 13
দ্বিতীয় চিত্রে,
(65/13) + (42/7)
= 5 + 6 = 11
তৃতীয় চিত্রে,
(72/8) + (27/9)
= 9 + 3 = 12

0
Updated: 3 weeks ago
দুটি সংখ্যার গ.সা.গু ১২ এবং ল.সা.গু ৬০। বড় সংখ্যা ছোট সংখ্যার ৫ গুণ হলে, ছোট সংখ্যাটি কত?
Created: 1 month ago
A
১৫
B
৬
C
৫
D
১২
প্রশ্ন: দুটি সংখ্যার গ.সা.গু ১২ এবং ল.সা.গু ৬০। বড় সংখ্যা ছোট সংখ্যার ৫ গুণ হলে, ছোট সংখ্যাটি কত?
সমাধান:
ধরি,
ছোট সংখ্যা = ক এবং বড় সংখ্যা = ৫ক
দেওয়া আছে,
গ.সা.গু ১২ এবং ল.সা.গু ৬০
প্রশ্নমতে,
ক × ৫ক = ১২ × ৬০
⇒ ৫ক২ = ৭২০
⇒ ক২ = ১৪৪ = ১২২
∴ ক = ১২
সুতরাং, ছোট সংখ্যা = ১২

0
Updated: 1 month ago
দুইটি সংখ্যার সমষ্টি ৭০ এবং অন্তরফল ১০ হলে ছোট সংখ্যাটি কত?
Created: 2 weeks ago
A
৩০
B
২০
C
৪০
D
৫০
প্রশ্ন: দুইটি সংখ্যার সমষ্টি ৭০ এবং অন্তরফল ১০ হলে ছোট সংখ্যাটি কত?
সমাধান:
ধরি,
বড় সংখ্যাটি = ক
∴ ছোট সংখ্যাটি = ক - ১০
প্রশ্নমতে,
ক + (ক - ১০) = ৭০
বা, ২ক - ১০ = ৭০
বা, ২ক = ৮০
বা, ক = ৮০/২
∴ ক = ৪০
∴ বড় সংখ্যাটি = ৪০
∴ ছোট সংখ্যাটি = ক - ১০
= ৪০ - ১০
= ৩০ ।

0
Updated: 2 weeks ago