পরপর তিনটি সংখ্যার গুণফল ২১০। সংখ্যাগুলোর সমষ্টি কত?
A
২৮
B
১৮
C
১৪
D
১৬
উত্তরের বিবরণ
প্রশ্ন: পরপর তিনটি সংখ্যার গুণফল ২১০। সংখ্যাগুলোর সমষ্টি কত?
সমাধান:
ধরি,
সংখ্যাগুলো হলো, (ক - ১), ক, (ক + ১)
প্রশ্নমতে,
(ক - ১) × ক × (ক + ১) = ২১০
⇒ ক (ক২ - ১) = ২১০
⇒ ক৩ - ক - ২১০ = ০
এখন, ক এর মান বসিয়ে পাই,
ক = ৬ হলে,
(৬)৩ - ৬ - ২১০
= ২১৬ - ৬ - ২১০
= ০
সুতরাং, ক = ৬
∴ সংখ্যাগুলো = ৫, ৬, ৭
∴ সংখ্যাগুলোর সমষ্টি = ৫ + ৬ + ৭ = ১৮

0
Updated: 21 hours ago
What is the least number which when tripled is exactly divisible by 10, 12, 15, and 18?
Created: 1 month ago
A
80
B
180
C
40
D
60
Question: What is the least number which when tripled is exactly divisible by 10, 12, 15, and 18?
Solution:
Let the number be x.
tripled the number is 3x.
10 = 2 × 5
12 = 2 × 2 × 3
15 = 3 × 5
18 = 2 × 3 × 3
∴ LCM = 2 × 2 × 3 × 3 × 5
= 180
∴ x = 180/3 = 60

0
Updated: 1 month ago
নিচের কোনটি অমূলদ সংখ্যা?
Created: 21 hours ago
A
১/২
B
√১৬৯
C
৬/৫
D
√৩
প্রশ্ন: নিচের কোনটি অমূলদ সংখ্যা?
সমাধান:
মূলদ সংখ্যা:
যে সকল সংখ্যাকে দুইটি অখণ্ড সংখ্যা p ও q এর অনুপাত p/q রূপে প্রকাশ করা যায় সেগুলোকে মূলদ সংখ্যা বলা হয়।
- শূন্য, স্বাভাবিক সংখ্যা, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ অর্থাৎ সাধারণ ভগ্নাংশ সবই মূলদ সংখ্যা। যেমন: ৩/২, ৩/৪, ১.৩৩৩৩... ইত্যাদি
অমূলদ সংখ্যা:
- যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না অর্থাৎ সাধারণ ভগ্নাংশ আকারে লেখা যায় না এবং পূর্ণবর্গ নয় এমন সকল স্বাভাবিক সংখ্যার বর্গমূলকে অমূলদ সংখ্যা বলা হয়। যেমন: √২, √৩, π ... ইত্যাদি।
এখানে,
ক) ১/২ → এটি দুটি পূর্ণসংখ্যার অনুপাত, তাই এটি একটি মূলদ সংখ্যা।
খ) √১৬৯ → √১৬৯ = ১৩, একটি পূর্ণসংখ্যা, তাই মূলদ।
গ) ৬/৫ → এটি একটি ভগ্নাংশ যা মূলদ সংখ্যা।
ঘ) √৩ = ১.৭৩২০৫০.........এটাকে ভগ্নাংশ p/q আকারে প্রকাশ করা যায় না।
∴ √৩ অমূলদ সংখ্যা।

0
Updated: 21 hours ago
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?


Created: 3 weeks ago
A
4
B
7
C
9
D
11
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
সমাধান:
নির্ণেয় সংখ্যা = 9
প্রথম চিত্রে,
(11 + 4) - (5 + 3)
= 15 - 8 = 7
দ্বিতীয় চিত্রে,
(7 + 12) - (9 + 4)
= 19 - 13 = 6
তৃতীয় চিত্রে,
(3 + 14) - (2 + 6)
= 17 - 8 = 9

0
Updated: 3 weeks ago