Choose the correct sentence.
A
He resembles like his father.
B
He resembles with his father.
C
He resembles his father.
D
He resembles similar to his father.
উত্তরের বিবরণ
সঠিক বাক্য হবে:
He resembles his father.
ব্যাখ্যা:
“Resemble” অর্থ সাদৃশ্যপূর্ণ হওয়া বা মিল থাকা। এটি একটি transitive verb, তাই এর পরে কোনো preposition ব্যবহারের দরকার নেই। সরাসরি object বসে।
Transitive verb-এর পরে preposition বসে না, যেমন: reach, resemble, violate, discuss, enter ইত্যাদি।
-
তাই “resemble” এর পরে like, with, to বসালে grammatical ভুল হয়।
অপশন বিশ্লেষণ:
ক) He resembles like his father. → ভুল, কারণ “like” অতিরিক্ত।
খ) He resembles with his father. → ভুল, “with” preposition অনাবশ্যক।
ঘ) He resembles similar to his father. → ভুল, “resembles” এবং “similar to” redundancy তৈরি করে।
তাই সঠিক উত্তর: He resembles his father.
0
Updated: 3 months ago
Choose the correct spelling
Created: 1 month ago
A
Illustretion
B
Illustration
C
Illostration
D
Ilustration
সঠিক বানান হলো Illustration (Noun)। শব্দটির অর্থ হলো কোনো বই, ম্যাগাজিনে বা বোঝানোর জন্য ব্যবহৃত চিত্র বা অঙ্কন।
-
English Meaning: A drawing or picture in a book, magazine, for decoration or to explain something.
-
Bangla Meaning: সচিত্রীকরণ; নিদর্শন।
-
Example Sentence: Her drawing was a perfect illustration of the concept.
-
Bangla Meaning: তার অঙ্কনটি ধারণাটির একটি নিখুঁত চিত্রায়ন ছিল।
-
0
Updated: 1 month ago
জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি?
Created: 6 months ago
A
বান কি মুন
B
কফি আনান
C
এন্তোনিও গুতেরেস
D
ত্রাইগভেলি
এন্তোনিও গুতেরেস জাতিসংঘের বর্তমান মহাসচিব।
- তিনি ১ জানুয়ারি ২০১৭ সাল থেকে দায়িত্বে আছেন।
- তার জন্ম পোর্তুগালে।
- গুতেরেস জাতিসংঘের ৯ম মহাসচিব।
- তিনি এর আগে UNHCR (জাতিসংঘ শরণার্থী সংস্থা)-এর প্রধান হিসেবেও কাজ করেছেন।
অন্য বিকল্পগুলোর পরিচয়:
- বান কি মুন — দক্ষিণ কোরিয়ার, জাতিসংঘ মহাসচিব ছিলেন (২০০৭–২০১৬)।
- কফি আনান — ঘানার, জাতিসংঘ মহাসচিব ছিলেন (১৯৯৭–২০০৬)।
- ত্রাইগভে লি — নরওয়ের, জাতিসংঘের প্রথম মহাসচিব (১৯৪৬–১৯৫২)।
0
Updated: 6 months ago
Choose the incorrect one.
Created: 2 months ago
A
The ewe calmly fed her lamb.
B
The stag shook his antlers, and the hind bent down to feed her young ones.
C
The ram stamped his feet loudly.
D
The roebuck lifted his head proudly, while the doe protected his fawn.
সঠিক উত্তর:
ঘ) The roebuck lifted his head proudly, while the doe protected his fawn. → সঠিক হওয়া উচিত: …while the doe protected her fawn.
বিষয়টি বোঝার নিয়ম:
Doe = স্ত্রী হরিণ (female deer)
Female animal এর জন্য her ব্যবহার করতে হবে, his নয়।
বাকি বাক্যগুলো সঠিক কারণ:
ক) The ewe calmly fed her lamb.
Ewe = স্ত্রী ভেড়া (female sheep), তাই her ঠিক।
খ) The stag shook his antlers, and the hind bent down to feed her young ones.
Stag = পুরুষ হরিণ (male deer), Hind = স্ত্রী হরিণ, তাই his/hers মিলেছে।
গ) The ram stamped his feet loudly.
Ram = পুরুষ ভেড়া (male sheep), তাই his ঠিক।
মূল শিক্ষা:
প্রাণীর লিঙ্গ অনুযায়ী pronoun ব্যবহার করতে হবে।
Female animal → her
Male animal → his
0
Updated: 2 months ago