রমজান আলীর গত তিন বছরের গড় আয় ১১০০০০ টাকা। দ্বিতীয় বছরে প্রথম বছরের ১.৫ গুণ আয় এবং তৃতীয় বছরে দ্বিতীয় বছরের ২ গুণ আয়। দ্বিতীয় ও তৃতীয় বছরের গড় আয় কত?


A

১৫২০০০ টাকা 


B

১২৭০০০ টাকা 


C

১৩৫০০০ টাকা 


D

১১৭০০০ টাকা 


উত্তরের বিবরণ

img

প্রশ্ন: রমজান আলীর গত তিন বছরের গড় আয় ১১০০০০ টাকা। দ্বিতীয় বছরে প্রথম বছরের ১.৫ গুণ আয় এবং তৃতীয় বছরে দ্বিতীয় বছরের ২ গুণ আয়। দ্বিতীয় ও তৃতীয় বছরের গড় আয় কত?


সমাধান:

ধরি,

প্রথম বছরের আয় = ক  টাকা।

দ্বিতীয় বছরের আয় = ১.৫ক টাকা।

তৃতীয় বছরের আয় = ২ × ১.৫ক = ৩ক টাকা।


∴ তিন বছরের মোট আয় = ক + ১.৫ক + ৩ক = ৫.৫ক  টাকা।


প্রশ্নমতে, 

৫.৫ক/৩ = ১১০০০০

⇒ ক = (১১০০০০ × ৩)/৫.৫

∴ ক = ৬০০০০ টাকা 


এখন, 

দ্বিতীয় বছরের আয় = ১.৫ × ৬০০০০ = ৯০০০০ টাকা।

তৃতীয় বছরের আয় = ৩ × ৬০০০০ = ১৮০০০০ টাকা।


∴  দ্বিতীয় ও তৃতীয় বছরের গড় আয় = (৯০০০০ + ১৮০০০০)/২ = ২৭০০০০/২ = ১৩৫০০০ টাকা 

Unfavorite

0

Updated: 21 hours ago

Related MCQ

চিনির মূল্য ১০% কমে যাওয়ায় চিনির ব্যবহার শতকরা কত ভাগ বাড়ালে চিনি বাবদ খরচ একই থাকবে?

Created: 2 weeks ago

A

১১.১১%

B

১৩.১১%

C

১০%

D

৯.১১%

Unfavorite

0

Updated: 2 weeks ago

একটি সমান্তর ধারায় 15 তম পদ 59 হলে তার প্রথম 29 পদের সমষ্টি কত?

Created: 2 weeks ago

A

1620

B

1711

C

1814

D

1964

Unfavorite

0

Updated: 2 weeks ago

কোনো সংখ্যার ৩০% এর ১৫% যদি ১৮ হয় তাহলে সংখ্যাটি কত?


Created: 3 weeks ago

A

৩২০


B

৩৬০


C

৪০০


D

৪৮০


Unfavorite

0

Updated: 3 weeks ago

© LXMCQ, Inc. - All Rights Reserved

Developed by WiztecBD