দুটি সংখ্যার ল.সা.গু তাদের গ.সা.গু এর ১৫ গুণ। দুটি সংখ্যার গুণফল ৯৬০ হলে তাদের ল.সা.গু কত?
A
৭২
B
১২০
C
৪৮
D
১৪০
উত্তরের বিবরণ
প্রশ্ন: দুটি সংখ্যার ল.সা.গু তাদের গ.সা.গু এর ১৫ গুণ। দুটি সংখ্যার গুণফল ৯৬০ হলে তাদের ল.সা.গু কত?
সমাধান:
ধরি,
দুটি সংখ্যার গ.সা.গু = ক
দুটি সংখ্যার ল.সা.গু = ১৫ক
আমরা জানি,
দুটি সংখ্যার ল.সা.গু ও গ.সা.গুর গুণফল = দুটি সংখ্যার গুণফল
∴ ১৫ক × ক = ৯৬০
⇒ ১৫ক২ = ৯৬০
⇒ ক২ = ৬৪
⇒ ক২ = ৮২
∴ ক = ৮
∴ ল.সা.গু = ১৫ × ৮ = ১২০

0
Updated: 21 hours ago
২/৩, ৩/৫ ও ৪/৭ এর ল.সা.গু নিচের কোনটি?
Created: 21 hours ago
A
১২
B
১/৬
C
৬
D
১/১২
প্রশ্ন: ২/৩, ৩/৫ ও ৪/৭ এর ল.সা.গু নিচের কোনটি?
সমাধান:
আমরা জানি,
ভগ্নাংশের ল.সা.গু. = (লব গুলোর ল.সা.গু.)/(হর গুলোর গ.সা.গু.)
এখানে,
লব ২, ৩ ও ৪ এর ল.সা.গু. = ১২
এবং হর ৩, ৫ ও ৭ এর গ.সা.গু. = ১
∴ ল.সা.গু. = ১২/১ = ১২

0
Updated: 21 hours ago
৪/৯ এবং ৮/১৫ এর ল.সা.গু কত?
Created: 16 hours ago
A
৮/৩
B
১৬/১৫
C
৪/৯
D
৬/৫
প্রশ্ন: ৪/৯ এবং ৮/১৫ এর ল.সা.গু কত?
সমাধান:
আমরা জানি,
ভগ্নাংশের ল.সা.গু = লবগুলোর ল.সা.গু/হরগুলোর গ.সা.গু
লব (৪, ৮)-এর ল.সা.গু নির্ণয়:
৪ = ২ × ২ = ২২
৮ = ২ × ২ × ২ = ২৩
∴ ল.সা.গু = = ২৩ = ৮
হর (৯, ১৫)-এর গ.সা.গু নির্ণয়:
৯ = ৩ × ৩ = ৩২
১৫ = ৩ × ৫ = ৩১ × ৫১
∴ গ.সা.গু = ৩১ = ৩
∴ ৪/৯ এবং ৮/১৫ এর ল.সা.গু = ৮/৩

0
Updated: 16 hours ago
দুইটি সংখ্যার ল.সা.গু. ৩০ এবং গ.সা.গু. ৫। একটি সংখ্যা অপর সংখ্যার দুই-তৃতীয়াংশ হলে সংখ্যাদ্বয়ের অন্তর কত?
Created: 2 weeks ago
A
৫
B
১২
C
১৫
D
২০
প্রশ্ন: দুইটি সংখ্যার ল.সা.গু. ৩০ এবং গ.সা.গু. ৫। একটি সংখ্যা অপর সংখ্যার দুই-তৃতীয়াংশ হলে সংখ্যাদ্বয়ের অন্তর কত?
সমাধান:
ধরি,
বড় সংখ্যাটি = ক
∴ ছোট সংখ্যাটি = ২ক/৩
প্রশ্নমতে,
ক × (২ক/৩) = ৩০ × ৫
⇒ ২ক২ = ৩০ × ৫ × ৩
⇒ ক২ = ৪৫০/২
⇒ ক২ = ২২৫
⇒ ক = ১৫
∴ বড় সংখ্যাটি = ১৫
ছোট সংখ্যাটি = (২ × ১৫)/৩ = ৩০/৩ = ১০
∴ সংখ্যাদ্বয়ের অন্তর = ১৫ - ১০ = ৫

0
Updated: 2 weeks ago