নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ?
A
১.৫
B
১.০৭
C
১.৮
D
০.০৭
উত্তরের বিবরণ
প্রশ্ন: নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ ?
সমাধান:
আমরা জানি,
যে ভগ্নাংশের লব, হর অপেক্ষা ছোট তাকে প্রকৃত ভগ্নাংশ বলে।
এখানে,
ক) ১.৫= ৩/২ [অপ্রকৃত ভগ্নাংশ]
খ) ১.০৭ =১০৭/১০০[অপ্রকৃত ভগ্নাংশ]
গ) ১.৮ = ১৮/১০ [অপ্রকৃত ভগ্নাংশ]
ঘ)০.০৭ = ৭/১০০[প্রকৃত ভগ্নাংশ]
সুতরাং, প্রকৃত ভগ্নাংশ ০.০৭ ।

0
Updated: 21 hours ago
নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম?
Created: 1 month ago
A
২/৫
B
৩/৮
C
৪/১১
D
৫/১৩

0
Updated: 1 month ago
একটি ভগ্নাংশের লব ও হরের অনুপাত ৫ : ৯। লবের সাথে ৪ যোগ করলে যে ভগ্নাংশটি পাওয়া যায় সেটি মূল ভগ্নাংশের ৮/৫ গুণ। ভগ্নাংশটির হর কত?
Created: 16 hours ago
A
১২
B
১৮
C
২৭
D
২৪
প্রশ্ন: একটি ভগ্নাংশের লব ও হরের অনুপাত ৫ : ৯। লবের সাথে ৪ যোগ করলে যে ভগ্নাংশটি পাওয়া যায় সেটি মূল ভগ্নাংশের ৮/৫ গুণ। ভগ্নাংশটির হর কত?
সমাধান:
ধরি, ভগ্নাংশের লব = ৫ক
ভগ্নাংশের হর = ৯ক
∴ মূল ভগ্নাংশ = ৫ক/৯ক
প্রশ্নমতে,
(৫ক + ৪)/৯ক = (৫ক/৯ক) × (৮/৫)
⇒(৫ক + ৪)/৯ক = (৮/৯)
⇒ ৫ক + ৪ = (৮/৯) × ৯ক
⇒ ৫ক + ৪ = ৮ক
⇒ ৮ক - ৫ক = ৪
⇒ ৩ক = ৪
⇒ ক = ৪/৩
∴ হর = ৯ক = ৯ × (৪/৩)
= ৩ × ৪
= ১২
∴ ভগ্নাংশটির হর হলো ১২।

0
Updated: 16 hours ago
নিচের কোন ভগ্নাংশটি ২/৩ হতে বড়?
Created: 6 months ago
A
৩৩/৫০
B
৮/১১
C
৩/৫
D
১৩/২৭
প্রশ্ন: নিচের কোন ভগ্নাংশটি ২/৩ হতে বড়?
সমাধান:
২/৩ = ০.৬৬৭
এখানে,
৩৩/৫০ = ০.৬৬
৮/১১ = ০.৭৩
৩/৫ = ০.৬০
১৩/২৭ = ০.৪৮
এখানে, ২/৩ < ৮/১১
৮/১১ ভগ্নাংশটি ২/৩ হতে বড়।

0
Updated: 6 months ago