দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৭ এবং তাদের গ.সা.গু ৩ হলে, সংখ্যা দুইটির ল.সা.গু কত?
A
১০৫
B
৩৫
C
২১
D
৭০
উত্তরের বিবরণ
প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৭, তাদের গ.সা.গু ৩ হলে, সংখ্যা দুইটির ল.সা.গু কত?
সমাধান:
ধরি,
একটি সংখ্যা = ৫ক
অপর সংখ্যা = ৭ক
∴ সংখ্যা দুটির গ.সা.গু = ক
এবং, সংখ্যা দুটির ল.সা.গু = ৩৫ক
শর্তমতে,
ক = ৩
∴ ল.সা.গু = ৩৫ × ৩ = ১০৫

0
Updated: 21 hours ago
২/৩, ৩/৫ ও ৪/৭ এর ল.সা.গু নিচের কোনটি?
Created: 21 hours ago
A
১২
B
১/৬
C
৬
D
১/১২
প্রশ্ন: ২/৩, ৩/৫ ও ৪/৭ এর ল.সা.গু নিচের কোনটি?
সমাধান:
আমরা জানি,
ভগ্নাংশের ল.সা.গু. = (লব গুলোর ল.সা.গু.)/(হর গুলোর গ.সা.গু.)
এখানে,
লব ২, ৩ ও ৪ এর ল.সা.গু. = ১২
এবং হর ৩, ৫ ও ৭ এর গ.সা.গু. = ১
∴ ল.সা.গু. = ১২/১ = ১২

0
Updated: 21 hours ago
x2 - 3x , x3 - 9x এবং x3 - 4x2 + 3x এর গ.সা.গু. কত?
Created: 2 weeks ago
A
x
B
x(x - 3)
C
(x + 3)
D
x(x + 3)
প্রশ্ন: x2 - 3x , x3 - 9x এবং x3 - 4x2 + 3x এর গ.সা.গু. কত?
সমাধান:
দেওয়া আছে,
১ম রাশি = x2 - 3x
= x(x - 3)
২য় রাশি = x3 - 9x
= x(x2 - 9)
= x(x + 3)(x - 3)
৩য় রাশি = x3 - 4x2 + 3x
= x(x2 - 4x + 3)
= x(x2 - 3x - x + 3)
= x{x(x - 3) - 1(x - 3)}
= x(x - 3)(x - 1)
∴ নির্ণেয় গ.সা.গু = x(x - 3)

0
Updated: 2 weeks ago
দুটি সংখ্যার ল.সা.গু ৭২ এবং গ.সা.গু ৬। একটি সংখ্যা অপর সংখ্যার ৪/৩ অংশ হলে, সংখ্যা দুইটি কত?
Created: 21 hours ago
A
১৮ এবং ১২
B
২০ এবং ২২
C
১৮ এবং ২৪
D
১৬ এবং ২৪
প্রশ্ন: দুটি সংখ্যার ল.সা.গু ৭২ এবং গ.সা.গু ৬। একটি সংখ্যা অপর সংখ্যার ৪/৩ অংশ হলে, সংখ্যা দুইটি কত?
সমাধান:
ধরি,
ছোট সংখ্যাটি = ক
বড় সংখ্যাটি = ৪ক/৩
আমরা জানি,
দুইটি সংখ্যার গুণফল = সংখ্যা দুইটির ল.সা.গু × সংখ্যা দুইটি গ.সা.গু
⇒ ক. (৪ক/৩) = ৭২ × ৬
⇒ (৪/৩)ক২ = ৪৩২
⇒ ক২ = ৩২৪
⇒ ক = √৩২৪
∴ ক = ১৮
∴ ছোট সংখ্যাটি = ১৮
∴ বড় সংখ্যাটি = (১৮ × ৪)/৩ = ২৪
সুতরাং সংখ্যা দুটি = ১৮ এবং ২৪

0
Updated: 21 hours ago