শুদ্ধ বাক্য কোনটি?
A
সারা দেশব্যাপী দিবসটি উদ্যাপন করা হবে।
B
সারা দেশে দিবসটি উদ্যাপন করা হবে।
C
দেশব্যাপী দিবসটি উদ্যাপন করা হবে।
D
সারা দেশে দিবসটি উদ্যাপন করা হবে।
উত্তরের বিবরণ
বাংলা ভাষায় শুদ্ধ বাক্য নির্ধারণের জন্য বানান, শব্দচয়ন, এবং ব্যাকরণগত নিয়ম বিবেচনা করতে হয়।
অপশনগুলোর বিশ্লেষণ:
ক) সারা দেশব্যাপী দিবসটি উদ্যাপন করা হবে:
- ‘উদ্যাপন’ বানান শুদ্ধ।
তবে ‘সারা দেশব্যাপী’ অশুদ্ধ, কারণ ‘সারা’ এবং ‘দেশব্যাপী’র দ্বৈত ব্যবহার অপ্রয়োজনীয়।
অর্থ্যাৎ, বাক্যটি শুদ্ধ নয়।
খ) সারা দেশে দিবসটি উদ্যাপন করা হবে:
- ‘উদ্যাপন’ বানান অশুদ্ধ।
অর্থ্যাৎ, বানান ভুলের কারণে বাক্যটি শুদ্ধ নয়।
গ) দেশব্যাপী দিবসটি উদ্যাপন করা হবে:
- ‘উদ্যাপন’ বানান অশুদ্ধ।
অর্থ্যাৎ, বানান ভুল এবং বাক্যাংশের অপ্রচলিত ব্যবহারের কারণে শুদ্ধ নয়।
ঘ) সারা দেশে দিবসটি উদ্যাপন করা হবে:
- ‘উদ্যাপন’ বানান শুদ্ধ।
- ‘সারা দেশে’ ব্যাকরণগতভাবে শুদ্ধ এবং প্রচলিত ব্যবহারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
অর্থাৎ, বাক্যটি বানান এবং ব্যাকরণের দিক থেকে সম্পূর্ণ শুদ্ধ।
1
Updated: 3 months ago
শুদ্ধ বাক্য-
Created: 1 month ago
A
তিনি স্বস্ত্রীক ঢাকায় থাকেন।
B
আমি তোমার অপরাধ সম্পর্কে নিঃসন্দেহ।
C
সবিনয় পূর্বক নিবেদন করি।
D
গৃহস্থের খেয়ে বনের মোষ তাড়াতে পারবো না।
শুদ্ধ বাক্য: আমি তোমার অপরাধ সম্পর্কে নিঃসন্দেহ।
কিছু অশুদ্ধ ও শুদ্ধ বাক্যের উদাহরণ:
-
অশুদ্ধ: তিনি স্বস্ত্রীক ঢাকায় থাকেন।
শুদ্ধ: তিনি সস্ত্রীক ঢাকায় থাকেন। -
অশুদ্ধ: সবিনয় পূর্বক নিবেদন করি।
শুদ্ধ: বিনয়পূর্বক নিবেদন করি। -
অশুদ্ধ: গৃহস্থের খেয়ে বনের মোষ তাড়াতে পারবো না।
শুদ্ধ: ঘরের খেয়ে বনের মোষ তাড়াতে পারব না।
0
Updated: 1 month ago
'দুরাত্মা' শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি?
Created: 1 month ago
A
দুরহ্ + আত্মা
B
দুর্ + আত্মা
C
দুঃ + আত্মা
D
দুরা্ + আত্মা
বিসর্গ সন্ধি
বিসর্গ সন্ধি ঘটে যখন পূর্বপদের শেষে বিসর্গ (ঃ) থাকে এবং পরপদের প্রথমে স্বরধ্বনি থাকে। এই ক্ষেত্রে বিসর্গ রূপান্তরিত হয়ে পরবর্তী স্বরের সঙ্গে যুক্ত হয়।
নিয়মাবলী ও উদাহরণ
-
ইঃ + অ → ই + র্
-
নিঃ + অন্ন → নিরন্ন
-
বহিঃ + অঙ্গ → বহিরঙ্গ
-
-
ইঃ + আ → ই + রা
-
নিঃ + আকার → নিরাকার
-
নিঃ + আশা → নিরাশা
-
-
উঃ + অ → উ + র
-
দুঃ + অবস্থা → দুরবস্থা
-
চতুঃ + অঙ্গ → চতুরঙ্গ
-
-
উঃ + আ → উ + রা
-
দুঃ + আত্মা → দুরাত্মা
-
দুঃ + আশা → দুরাশা
-
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ
0
Updated: 1 month ago
শুদ্ধ বাক্যটি নির্দেশ করুন?
Created: 1 month ago
A
দৈন্যতা প্রশংসনীয় নয়
B
দীনতা প্রশংসনীয় নয়
C
দৈন্যতা অপ্রসংসনীয়
D
দৈন্যতা নিন্দনীয়
সঠিক উত্তর- দীনতা প্রশংসনীয় নয়
0
Updated: 1 month ago