Who painted the portrait of the Duchess in My Last Duchess?
A
Neptune
B
Fra Pandolf
C
Michael Angelo
D
Raphael
উত্তরের বিবরণ
ব্রাউনিংয়ের “My Last Duchess” কবিতায় ডিউক নিজে তার স্ত্রীর প্রতিকৃতির কথা উল্লেখ করে এবং সেখানে তিনি স্পষ্টভাবে বলেন যে ছবিটি এঁকেছেন “Fra Pandolf” নামের এক শিল্পী।
-
কবিতার শুরুতেই ডিউক অতিথিকে প্রতিকৃতি দেখিয়ে বলেন— “That’s my last Duchess painted on the wall, looking as if she were alive.”
-
এরপর তিনি বিশেষভাবে বলেন, “Fra Pandolf’s hands worked busily a day, and there she stands.”
-
এতে বোঝা যায়, Fra Pandolf ছিলেন সেই শিল্পী যিনি ডিউকের শেষ ডাচেসের প্রতিকৃতি এঁকেছিলেন।
-
ডিউকের উদ্দেশ্য ছিল অতিথিকে প্রভাবিত করা, তাই তিনি শিল্পীর নাম উল্লেখ করেন যেন প্রতিকৃতির মর্যাদা ও কৌশল আরও গুরুত্বপূর্ণ মনে হয়।
অতএব, সঠিক উত্তর (b) Fra Pandolf, কারণ ডিউক নিজেই তার নাম উল্লেখ করে বোঝান যে তিনিই প্রতিকৃতির চিত্রশিল্পী।

0
Updated: 22 hours ago
What is the Duke’s attitude toward his late wife in My Last Duchess?
Created: 2 months ago
A
Indifferent
B
Loving and forgiving
C
Jealous and controlling
D
Sad but accepting

0
Updated: 2 months ago
What does Lippo call ‘the best thing God invents’?
Created: 1 month ago
A
The Church
B
Simple beauty of body
C
Heaven
D
Soul
Lippo স্পষ্টভাবে বলে—“If you get simple beauty and nought else, you get about the best thing God invents.” অর্থাৎ, দেহের সরল সৌন্দর্যই ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্টি। এই লাইনটি তার মানবতাবাদী নন্দনতত্ত্বের মূল ভিত্তি। মানুষের সৌন্দর্যকে অস্বীকার করা মানে ঈশ্বরের কাজকে অস্বীকার করা।

0
Updated: 1 month ago
What promise does Andrea make to Lucrezia at the beginning of the poem “Andrea Del Sarto”?
Created: 1 month ago
A
He will never paint again
B
He will paint for her friends according to their wishes
C
He will leave Florence forever
D
He will go back to King Francis
লুক্রেজিয়ার অবহেলা ও অর্থলোভ সত্ত্বেও অ্যান্ড্রিয়া প্রতিশ্রুতি দেয় যে সে লুক্রেজিয়ার বন্ধুদের জন্যও কাজ করবে। তাদের পছন্দমতো বিষয়, সময় আর দাম মেনে নেবে।
মূলত স্ত্রীকে খুশি রাখতেই সে এই প্রতিশ্রুতি দেয়। এতে বোঝা যায়, অ্যান্ড্রিয়া শিল্পীর স্বাধীনতাকে বিসর্জন দিয়ে দাম্পত্য শান্তির জন্য আপস করতে প্রস্তুত। শিল্পীর আসল কর্তব্য হলো সৃষ্টিশীল স্বাধীনতা বজায় রাখা, কিন্তু অ্যান্ড্রিয়া লুক্রেজিয়ার প্রভাবে সেই আদর্শে স্থির থাকতে পারে না।
এভাবে ব্রাউনিং দেখিয়েছেন—ব্যক্তিগত জীবনের টানাপোড়েন কিভাবে একজন শিল্পীর শিল্পীসত্ত্বাকে ক্ষতিগ্রস্ত করে।

0
Updated: 1 month ago