Which poem did Coleridge write in response to Wordsworth's Immortality Ode?
A
The Rime of the Ancient Mariner
B
Kubla Khan
C
Dejection: An Ode
D
Christabel
উত্তরের বিবরণ
কোলরিজের “Dejection: An Ode” মূলত ওয়ার্ডসওয়ার্থের “Ode: Intimations of Immortality” কবিতার প্রতিক্রিয়া হিসেবে লেখা। এই কবিতায় কোলরিজ নিজের মানসিক অবসাদ, সৃষ্টিশীল আনন্দ হারানোর যন্ত্রণা এবং প্রকৃতি থেকে বিচ্ছিন্নতার অনুভূতি প্রকাশ করেছেন।
যেখানে ওয়ার্ডসওয়ার্থের কবিতায় আত্মার অমরত্ব ও শৈশবের পবিত্র আনন্দের স্মৃতি উদযাপিত হয়েছে, সেখানে কোলরিজ দেখিয়েছেন তার সেই আনন্দ অনুভব করার ক্ষমতা হারানোর বেদনা।
মূল দিকগুলো:
-
কোলরিজ এই কবিতায় ব্যক্তিগত “dejection” বা মানসিক অবসাদকে কেন্দ্র করে তাঁর আত্মিক সংকট প্রকাশ করেন।
-
কবিতাটি ওয়ার্ডসওয়ার্থের আশাবাদী স্বরের বিপরীতে এক প্রকার অন্তর্দহন ও আত্মবিচ্ছেদের প্রতিফলন।
-
এখানে কোলরিজের উদ্দেশ্য ছিল ওয়ার্ডসওয়ার্থের ভাবনার পুনর্মূল্যায়ন—তিনি দেখাতে চেয়েছেন, বাহ্যিক প্রকৃতি তখনই আনন্দ দিতে পারে যখন অন্তরের আনন্দ জীবিত থাকে।
তাই “Dejection: An Ode” শুধুমাত্র প্রতিক্রিয়া নয়, বরং এক গভীর আত্মপ্রকাশ যেখানে কোলরিজ নিজের কবি-সত্তার ক্ষয় স্বীকার করেছেন।

0
Updated: 22 hours ago
What does the Hermit ask the Mariner before granting absolution?
Created: 1 month ago
A
“Where are your men?”
B
“Did you see Death?”
C
“What manner of man art thou?”
D
“Why did you kill the bird?”
Hermit প্রশ্ন করেন—"তুমি কী ধরনের মানুষ?"। আসলে Hermit বুঝতে চান মেরিনারের অন্তরের পরিবর্তন ঘটেছে কিনা। এটি আত্ম-পরিচয়ের প্রশ্ন—মানুষ নিজের অপরাধ বুঝে কি সত্যিই নতুন মানুষ হতে পারে? এই প্রশ্নই মেরিনারের confession বা স্বীকারোক্তিকে বাধ্য করে, যা তাকে মুক্তির দিকে নিয়ে যায়।

0
Updated: 1 month ago
Which contrasting elements are united in the image of the pleasure-dome?
Created: 1 month ago
A
Love and hatred
B
Light and darkness
C
Heat and cold
D
Music and silence
Pleasure-dome–এ paradoxical imagery দেখা যায়—“sunny dome with caves of ice।” এখানে একদিকে সূর্যের উষ্ণতা, অন্যদিকে বরফের ঠাণ্ডা। দুটি বিপরীত উপাদান একসাথে থেকে কল্পনার রহস্যকে বাড়িয়েছে। Romanticism–এ প্রকৃতি ও মানুষের কল্পনা প্রায়ই বৈপরীত্যের সমন্বয় করে এক অলৌকিক অভিজ্ঞতা দেয়। এ কারণেই গম্বুজটি এত শক্তিশালী প্রতীক।

2
Updated: 1 month ago
The deep chasm is described as—
Created: 1 month ago
A
Savage, holy, and enchanted
B
Peaceful and silent
C
Joyful and fertile
D
Empty and lifeless
কোলরিজ খাদটিকে বর্ণনা করেছেন paradoxical বা বৈপরীত্যপূর্ণভাবে—“A savage place! as holy and enchanted.” অর্থাৎ এটি একইসাথে ভয়ঙ্কর এবং পবিত্র। এই দ্বৈততা প্রকৃতির রহস্যময় শক্তির প্রতীক।

3
Updated: 1 month ago