What is the name of the ship where Marlow tells his story to his companions?
A
The Queen Victoria
B
The Congo
C
The Nellie
D
The Niger
উত্তরের বিবরণ
‘Heart of Darkness’ উপন্যাসে Marlow তাঁর গল্পটি তাঁর সঙ্গীদের কাছে যে জাহাজে বসে বলেন, সেটির নাম The Nellie। এটি মূল কাহিনির বাইরে একটি frame narrative তৈরি করে, যেখানে মূল গল্পের ভেতরে গল্প বলা হয়। এই কাঠামো Joseph Conrad-এর লেখনিতে এক ধরনের গভীর প্রতীকী পরিবেশ তৈরি করে।
পয়েন্ট আকারে:
-
গল্পের শুরু হয় River Thames-এর উপর নোঙর করা cruising yawl ‘The Nellie’ জাহাজে।
-
Marlow এখানে তাঁর আফ্রিকা ভ্রমণের অভিজ্ঞতা ও Congo নদীর অন্ধকার দিকের কাহিনি তাঁর সঙ্গীদের শোনান।
-
এই ফ্রেম বা বাইরের গল্পটি উপন্যাসের ভেতরের কাহিনির সঙ্গে contrast তৈরি করে—Thames-এর সভ্য আলো আর Congo-র অন্ধকারের মধ্যে।
-
Conrad এই সেটিংটি ব্যবহার করেছেন মানবসভ্যতা ও অন্ধকারের পার্থক্য প্রতীকীভাবে প্রকাশ করার জন্য।

0
Updated: 22 hours ago
Who is the main protagonist in Heart of Darkness?
Created: 1 month ago
A
The Manager
B
Kurtz
C
Marlow
D
The Russian

0
Updated: 1 month ago
Where does the frame narrative of the novel begin in the novel Heart of Darkness?
Created: 3 weeks ago
A
On the Thames River in London
B
On the Congo River in Africa
C
In Brussels at Company office
D
At a seaport in France
উপন্যাসের শুরু Thames নদীতে। কয়েকজন নাবিক নৌকায় বসে, আর Marlow তার গল্প বলতে শুরু করে। Thames নদী সভ্যতার প্রতীক হলেও Conrad ইঙ্গিত দিয়েছেন যে এখান থেকেও ঔপনিবেশিক অন্ধকারের যাত্রা শুরু হয়।

0
Updated: 3 weeks ago
Who is the narrator of Heart of Darkness?
Created: 1 week ago
A
Kurtz
B
Marlow
C
The Director
D
The accountant
Heart of Darkness উপন্যাসের প্রধান কাহনিকার চরিত্র হলো মার্লো। Conrad মার্লোর ভ্রমণ এবং অভিজ্ঞতার মাধ্যমে আফ্রিকার অভ্যন্তর এবং ইউরোপীয় উপনিবেশের জটিলতা চিত্রিত করেছেন। মার্লো শুধুমাত্র নিজের যাত্রার বর্ণনা দেন না, বরং মানব প্রকৃতির অন্ধকার, নৈতিক দ্বন্দ্ব, এবং সভ্যতার সীমাবদ্ধতা বিশ্লেষণ করেন।
তার দর্শনের মাধ্যমে পাঠক কংগোর নিগ্রহ, ধ্বংস এবং সন্ত্রাসের অভিজ্ঞতা উপলব্ধি করে। মার্লো হচ্ছে এক প্রাইমারি অবজার্ভার, যার দৃষ্টিকোণ Conrad-এর সমালোচনামূলক সমাজ-চিন্তাকে সামনে নিয়ে আসে।

0
Updated: 1 week ago