In which Act and Scene does the line "Thou know'st 'tis common, all that lives must die, / Passing through nature to eternity" occur?
A
Act I, Scene 1
B
Act I, Scene 2
C
Act II, Scene 2
D
Act III, Scene 2
উত্তরের বিবরণ
এই লাইনটি Act I, Scene 2-এ কুইন গারট্রুড (Queen Gertrude) হ্যামলেটকে বলেন। এখানে তিনি হ্যামলেটকে তাঁর পিতার মৃত্যুর শোক থেকে সরে এসে বাস্তবতা মেনে নিতে উপদেশ দিচ্ছেন। গারট্রুড বোঝাতে চান, মৃত্যু জীবনের একটি স্বাভাবিক ও অবশ্যম্ভাবী সত্য—প্রত্যেক জীবই একসময় প্রকৃতির মাধ্যমে অনন্তের পথে যায়।
মূল ভাবটি হলো—
-
গারট্রুড জীবনের অস্থায়িত্ব (transience of life) এবং মৃত্যুর অনিবার্যতা (inevitability of death) তুলে ধরছেন।
-
তিনি হ্যামলেটকে আবেগের পরিবর্তে যুক্তি দিয়ে ভাবতে বলেন—যা ঘটেছে তা প্রকৃতির নিয়ম।
-
এই সংলাপটি নাটকের শুরুতেই জীবনের অনিত্যতা এবং মানবিক বেদনার একটি গভীর দার্শনিক সুর সৃষ্টি করে, যা পরবর্তীতে Hamlet-এর মূল থিমগুলির সঙ্গে যুক্ত হয়।

0
Updated: 22 hours ago
Caliban is an important character from Shakespeare's—
Created: 3 weeks ago
A
The Tempest
B
Hamlet
C
Macbeth
D
Othello
The Tempest উইলিয়াম শেক্সপিয়ারের অন্যতম আকর্ষণীয় নাটক। এতে নানা জটিল চরিত্র ও কাহিনি বিন্যাস পাওয়া যায়। প্রধান চরিত্রগুলো হলো:
-
Prospero
-
Ferdinand
-
Miranda
-
Ariel
-
Caliban
-
Alonso
-
Antonio
-
Sebastian
শেকসপিয়ারের অন্যান্য বিখ্যাত নাটকগুলোতেও গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছে। যেমন:
-
Hamlet থেকে: Hamlet, Horatio, Ophelia, Claudius ইত্যাদি
-
Macbeth থেকে: Macbeth, Lady Macbeth, Duncan, Banquo, Three Witches
-
Othello থেকে: Othello, Desdemona, Brabantio, Iago, Cassio, Emilia ইত্যাদি

0
Updated: 3 weeks ago
Which daughter truly loves Lear?
Created: 2 months ago
A
Goneril
B
Regan
C
Cordelia
D
Ophelia
Cordelia-ই হলেন সেই কন্যা যিনি প্রকৃতভাবে রাজা লিয়ারকে ভালোবাসতেন।
-
নাটক "King Lear"-এ রাজা লিয়ার তাঁর তিন কন্যার মধ্যে উত্তরাধিকার ভাগ করে দিতে চান এই শর্তে যে, কে তাকে কতটা ভালোবাসে তা প্রকাশ করবে।
-
Goneril ও Regan চাটুকারিতাপূর্ণ ও মিথ্যা ভালোবাসার কথা বলে রাজাকে প্রভাবিত করে।
-
কিন্তু Cordelia সত্যবাদী ও সংযত স্বভাবের ছিলেন। তিনি বলেন,
"I love your majesty according to my bond; no more nor less."
অর্থাৎ, তিনি পিতার প্রতি তাঁর কন্যার দায়িত্ববোধ অনুযায়ী ভালোবাসেন – এর বেশি বা কম নয়।
Lear তার কথায় রাগ করে তাকে ত্যাগ করেন। কিন্তু নাটকের শেষভাগে দেখা যায়, বিপদের সময় Cordelia-ই ফিরে এসে রাজা লিয়ারকে উদ্ধার করতে চান, যা প্রমাণ করে যে তার ভালোবাসা ছিল নিঃস্বার্থ ও আন্তরিক।
অন্য অপশনগুলোর ব্যাখ্যা:
-
Goneril ও Regan: কৃত্রিম ভালোবাসা দেখিয়ে তারা রাজ্যের একাংশ দখল করে নেয় এবং পরবর্তীতে লিয়ারের প্রতি নিষ্ঠুরতা দেখায়।
-
Ophelia: তিনি Hamlet নাটকের চরিত্র, King Lear-এ নয়। সুতরাং প্রাসঙ্গিক নন।
সারাংশ: Cordelia একমাত্র কন্যা যিনি রাজা লিয়ারকে সত্যিকারের ভালোবাসতেন – বিনা স্বার্থে, বিনা ভানেভণিতে।

1
Updated: 2 months ago
Which character is banished by Lear at the beginning of the play for defending Cordelia?
Created: 2 weeks ago
A
The Duke of Albany
B
The Duke of Cornwall
C
The Earl of Gloucester
D
The Earl of Kent
When Lear disowns Cordelia কারণ সে সৎ কিন্তু সরল উত্তর দেয়, তখন তার সবচেয়ে বিশ্বস্ত উপদেষ্টা, Earl of Kent, speaks up against the King's rashness এবং injustice. Lear এই চ্যালেঞ্জে ক্ষিপ্ত হয়ে Kent-কে রাজ্য থেকে banish করে।
-
Lear Cordelia-এর প্রতি তার সততা বুঝতে ব্যর্থ হয়।
-
Kent তার রাজ্যের প্রতি দায়িত্ববোধ এবং নিষ্ঠা দেখিয়ে রাজাকে সতর্ক করে।
-
Lear-এর গর্জন ও রোষ Kent-এর জন্য পরিণতি হিসেবে নির্বাসন আনে।

0
Updated: 2 weeks ago