Which of the following plays best deals with the question of race?
A
Hamlet
B
Othello
C
The Tempest
D
Macbeth
উত্তরের বিবরণ
‘Othello’ নাটকটি William Shakespeare-এর অন্যতম গুরুত্বপূর্ণ ট্র্যাজেডি যেখানে race বা বর্ণবৈষম্যের প্রশ্নটি গভীরভাবে আলোচিত হয়েছে। প্রধান চরিত্র Othello একজন Moor, অর্থাৎ আফ্রিকান বংশোদ্ভূত ব্যক্তি, যিনি শ্বেতাঙ্গ প্রধান Venetian সমাজে অবস্থান করেন। নাটকটি তার প্রতি সমাজের ও ব্যক্তিগত পর্যায়ের বৈষম্য, সন্দেহ ও হীনমন্যতার চিত্র তুলে ধরে।
মূল বিষয়গুলো:
-
Othello-র চরিত্রের মাধ্যমে Shakespeare দেখিয়েছেন কিভাবে racial identity একজন মানুষের মানসিকতা ও সামাজিক সম্পর্ককে প্রভাবিত করে।
-
Desdemona-র সাথে তার বিবাহ সমাজে অস্বস্তি ও ঈর্ষার জন্ম দেয়, যা শেষ পর্যন্ত ট্র্যাজেডির দিকে নিয়ে যায়।
-
Iago-র ষড়যন্ত্রের পেছনেও Othello-র জাতিগত ভিন্নতা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
সুতরাং, ‘Othello’ হলো সেই নাটক যেখানে Shakespeare সবচেয়ে গভীরভাবে race ও prejudice বিষয়টি অনুসন্ধান করেছেন।

0
Updated: 23 hours ago
Which play tells the story of a jealous Moorish general?
Created: 1 month ago
A
Othello
B
Macbeth
C
Julius Caesar
D
King Lear
Othello
-
লেখক: William Shakespeare
-
ধরন: Tragedy (ট্র্যাজেডি)
-
প্রধান চরিত্র: Othello (the Moor of Venice)
-
মূল বিষয়: অহংকার, বিশ্বাসঘাতকতা, অত্যধিক ঈর্ষা
কাহিনীর সংক্ষিপ্ত বিবরণ
-
Iago, Othello কে প্রভাবিত করে, তাকে বিশ্বাস করায় যে Desdemona (Othello-এর স্ত্রী) তার প্রতি অবিশ্বাসী।
-
Othello অতিরিক্ত ঈর্ষান্বিত হয়ে Desdemona কে হত্যা করে।
-
পরবর্তীতে Othello নিজেও মৃত্যুবরণ করে।
-
গল্পে Desdemona কে দেওয়া একটি handkerchief প্রেমের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে।
William Shakespeare
-
জন্মস্থান: Stratford-upon-Avon, England
-
পেশা: Poet, dramatist, actor
-
উপাধি: English national poet, Bard of Avon
-
গুরুত্ব: English literature-এর সর্বকালের সর্বশ্রেষ্ঠ নাট্যকারদের একজন
উল্লেখযোগ্য রচনা
Tragedy:
-
Hamlet
-
Othello
-
King Lear
-
Macbeth
-
Julius Caesar
Comedy:
-
As You Like It
-
The Tempest
-
Twelfth Night
-
A Midsummer Night’s Dream
Famous Poems:
-
Sonnet 18: "Shall I Compare Thee to a Summer’s Day"
-
The Rape of Lucrece
-
Venus and Adonis
সঠিক উত্তর: ক) Othello
Source: Britannica.com

0
Updated: 1 month ago
“Something is rotten in the state of Denmark.” — Who says this line?
Created: 2 months ago
A
Hamlet
B
Horatio
C
Marcellus
D
Claudius
Marcellus বলে ডেনমার্কে কোনো বড় অনৈতিক ঘটনা ঘটছে, যা Claudius-এর ষড়যন্ত্রের দিকে ইঙ্গিত করে।

4
Updated: 2 months ago
What fate does Lear meet at the end?
Created: 1 month ago
A
Killed in battle
B
Dies of grief
C
Poisoned
D
Exiled
করডেলিয়ার মৃত্যুর শোকে লিয়ার ভেঙে পড়ে এবং মারা যায়। এটি তার মানসিক ও শারীরিক পতনের শেষ ধাপ।

0
Updated: 1 month ago