Who does the phrase "Mighty Prophet! Seer blest!" refer to?
A
God
B
Nature's child
C
Poet
D
Prophet of truth
উত্তরের বিবরণ
এই পংক্তি “Mighty Prophet! Seer blest!” মূলত শিশুকেই উদ্দেশ্য করে বলা হয়েছে, যাকে Wordsworth তাঁর কবিতা “Ode: Intimations of Immortality”-তে “Nature’s child” বলে উল্লেখ করেছেন।
কবির মতে, শিশুর মধ্যে এমন এক divine purity বা আধ্যাত্মিক পবিত্রতা রয়েছে যা সে পৃথিবীতে আসার আগে ঈশ্বরীয় উৎস থেকে সঙ্গে নিয়ে আসে। তাই শিশুকে তিনি ‘Prophet’ বা ‘seer’ হিসেবে তুলনা করেছেন, যে এখনো সেই ঈশ্বরীয় জ্যোতির সঙ্গে সংযুক্ত।
-
Wordsworth বিশ্বাস করতেন যে শিশুরা পৃথিবীতে আসার সময় ঈশ্বরীয় আলো বা heavenly glory নিয়ে আসে।
-
বয়স বাড়ার সাথে সাথে মানুষ সেই divine connection হারিয়ে ফেলে, কিন্তু শিশুর মধ্যে তা এখনো বিদ্যমান থাকে।
-
তাই কবি শিশুকে “Mighty Prophet” বলে অভিহিত করেছেন, কারণ সে এখনো প্রকৃতির সঙ্গে এবং ঈশ্বরীয় সত্যের সঙ্গে যুক্ত।

0
Updated: 22 hours ago
Which Romantic quality is most strongly reflected in the Ode?
Created: 1 month ago
A
Imagination and recollection shaping spiritual truth
B
Harsh satire against society
C
Rigid classical imitation
D
Scientific exploration of nature
এই কবিতায় Wordsworth দেখিয়েছেন কিভাবে কল্পনা (imagination) ও স্মৃতি (recollection) মিলেই আধ্যাত্মিক সত্য প্রকাশ করে। যদিও শৈশবের সরাসরি স্বর্গীয় দৃষ্টি বড় হওয়ার সাথে সাথে হারিয়ে যায়, তবু কবি বিশ্বাস করেন স্মৃতি ও কল্পনার মাধ্যমে মানুষ সেই হারানো সৌন্দর্যকে আংশিকভাবে পুনরুদ্ধার করতে পারে। এই দৃষ্টিভঙ্গি রোমান্টিক যুগের মূল বৈশিষ্ট্য—কল্পনার শক্তি ও আবেগের গভীরতা।

0
Updated: 1 month ago
Who is known as the 'Poet of Nature'?
Created: 2 weeks ago
A
W.B. Yeats
B
P.B. Shelley
C
John Keats
D
William Wordsworth
William Wordsworth হলো ‘Poet of Nature’ হিসেবে সুপরিচিত এবং তিনি Romantic Period-এর প্রধান কবিদের একজন। Wordsworth প্রকৃতিকে কেন্দ্র করে রচনা করেছেন, তাই তিনি প্রধানত একজন nature poet হিসেবে বিবেচিত। তিনি ১৮৪৩ থেকে ১৮৫০ পর্যন্ত England-এর Poet Laureate ছিলেন। Romantic Period-এর সূচনা ঘটে যখন William Wordsworth এবং Samuel Taylor Coleridge যৌথভাবে Lyrical Ballads প্রকাশ করেন। যদিও এটি যৌথ প্রকাশনা, Wordsworth-এর অবদান সর্বাধিক হওয়ায় তাকে The father of Romantic Age বলা হয়।
উপাধিসমূহ:
-
Poet of Nature
-
Poet of Childhood
-
Lake Poet
বিখ্যাত কবিতাসমূহ:
-
The Solitary Reaper
-
Peter Bell
-
The Recluse
-
The World is too Much with Us
-
Tintern Abbey
-
Rainbow
-
To The Cuckoo
-
Laodamia
-
Lucy Poems
-
The Daffodils
-
Ode on Immortality
-
The Excursion
-
Michael
Play: The only play by Wordsworth is The Borderers.

0
Updated: 2 weeks ago
William Wordsworth was inspired by which historical event?
Created: 1 month ago
A
The American Revolution
B
The French Revolution
C
The Industrial Revolution
D
The Glorious Revolution
উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ছিলেন রোমান্টিক যুগের কবি, যিনি ফরাসি বিপ্লব (1789-99) দ্বারা গভীরভাবে প্রভাবিত হন। স্বাধীনতা (Liberty), সমতা (Equality) ও ভ্রাতৃত্বের (Fraternity) নতুন স্লোগান তাঁকে আকর্ষণ করেছিল। তরুণ বয়সে তিনি ফ্রান্স ভ্রমণ করেন এবং বিপ্লবীদের সংগ্রামের প্রতি সহানুভূতি দেখান। তাঁর কবিতায় মানুষের অধিকার, সামাজিক ন্যায়বিচার এবং নতুন আশার প্রতিফলন দেখা যায়। যদিও পরে বিপ্লবের সহিংসতা তাঁকে হতাশ করে, তবুও এর প্রাথমিক প্রভাব তাঁর চিন্তাধারাকে চিরস্থায়ীভাবে সমৃদ্ধ করেছে।

0
Updated: 1 month ago