Who was Andrea del Sarto in real life?
A
Italian sculptor
B
Italian painter
C
Spanish musician
D
French poet
উত্তরের বিবরণ
আন্দ্রেয়া দেল সার্তো বাস্তব জীবনে ছিলেন একজন বিখ্যাত ইতালীয় চিত্রশিল্পী। তিনি রেনেসাঁ যুগের ফ্লোরেন্স শহরে কাজ করতেন এবং তাঁর নিখুঁত আঁকার কৌশলের জন্য তাঁকে বলা হতো “the faultless painter”।
তাঁর কাজের সূক্ষ্মতা, রঙের ভারসাম্য ও মানব মুখের আবেগ প্রকাশ তাঁকে সমসাময়িক শিল্পীদের মধ্যে বিশেষ করে তুলেছিল।
-
তিনি ছিলেন High Renaissance যুগের একজন উল্লেখযোগ্য Florentine artist।
-
তাঁর ছবিতে টেকনিক্যাল পারফেকশন ও নরম টোন ব্যবহারের দক্ষতা স্পষ্টভাবে দেখা যায়।
-
“The faultless painter” উপাধি তিনি পান তাঁর নিখুঁত ও ত্রুটিহীন কাজের জন্য।

0
Updated: 23 hours ago
Robert Browning is the author of-
Created: 1 month ago
A
The Second Coming
B
The Love Song of J. Alfred Prufrock
C
My Last Duchess
D
The Princess
Robert Browning is the author of My Last Duchess.
• My Last Duchess
-
এটি Victorian Period-এর বিখ্যাত কবি Robert Browning রচিত Rhyming couplets-এ লেখা ৫৬ লাইনের একটি কবিতা।
-
১৮৪২ সালে এটি Browning-এর Dramatic Lyrics-এ অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়।
-
The Duke of Ferrara is the speaker of the poem.
-
এটি Robert Browning-এর অন্যতম শ্রেষ্ঠ Dramatic Monologue।
-
কবিতায় বর্ণনাকারী Duke তার মৃত স্ত্রীর পোর্ট্রেটকে উদ্দেশ্য করে তার চরিত্রের বিবরণ দিচ্ছেন।
-
কথা বলতে বলতে, তিনি স্ত্রীর অতীত আচরণ, হাসি ও সদয় ব্যবহার নিয়ে বিরক্তি প্রকাশ করেন।
-
পাঠক বুঝতে পারে যে, ডিউক স্ত্রীর প্রতি অতিরিক্ত সন্দেহ ও অহংকারের কারণে হয়তো তাকে হত্যা করেছেন বা তার জীবন শেষ করেছেন।
• কবিতার একটি বিখ্যাত লাইন
“That’s my last Duchess painted on the wall, Looking as if she were alive.”
• Robert Browning (1812-1889)
-
Robert Browning Victorian যুগের একজন প্রধান ইংরেজ কবি।
-
Dramatic monologue এবং psychological portraiture-এর জন্য বিখ্যাত।
-
কবিতায় তিনি জটিল চরিত্রের মনস্তত্ত্ব ও নৈতিক দ্বন্দ্ব তুলে ধরেছেন।
-
তাঁর স্ত্রী Elizabeth Barrett Browning-ও সেই সময়ের একজন কবি ছিলেন।
• Notable Works
Books of poems:
-
Men and Women
-
Dramatic Lyrics
-
The Ring of the Book
Other Poems:
-
Bishop Blougram’s Apology
-
Christmas Eve and Easter-Day
-
Dramatis Personae
-
Porphyria’s Lover
-
My Last Duchess
-
Fra Lippo Lippi
-
Rabbi Ben Ezra
-
Andrea Del Sarto
Other related works:
-
The Second Coming by William Butler Yeats
-
The Love Song of J. Alfred Prufrock by T. S. Eliot
-
The Princess by Alfred Tennyson
Source: Britannica; An ABC of English Literature by Dr. M. Mofizar Rahman.

0
Updated: 1 month ago
How does Rabbi Ben Ezra view the relationship between youth and age in the poem?
Created: 1 week ago
A
Youth is the most important part of life, and age is irrelevant
B
Youth is a time for selfishness, while age is a time for reflection
C
Youth is a period of freedom, while age is a burden
D
Age provides wisdom and should be valued more than youth
Rabbi Ben Ezra কবিতায়, রাব্বি বেন আজরা জীবনের বয়স বৃদ্ধির প্রক্রিয়াকে এক ধরনের আধ্যাত্মিক উন্নতির সঙ্গে সম্পর্কিত করেন। তিনি মনে করেন যে, বয়সের সাথে আসা জ্ঞান এবং অভিজ্ঞতা তরুণত্বের সীমাবদ্ধতাকে অতিক্রম করে। যুবকরা একদিকে জীবনকে সারা পৃথিবীজুড়ে মুক্তভাবে দেখে, কিন্তু বয়সে এসে একজন মানুষ জীবনের গভীরতা উপলব্ধি করতে পারে।
কবিতায়, রাব্বি বেন আজরা জানাচ্ছেন যে, বয়সের সাথে যে জ্ঞান অর্জিত হয়, তা তরুণত্বের আনন্দের থেকে অনেক বেশি মূল্যবান। জীবনের পরিপূর্ণতা আসলে আধ্যাত্মিক বিকাশ এবং জ্ঞানের সঞ্চয়ে নিহিত।

0
Updated: 1 week ago
What festival atmosphere does Lippo recall when he escapes at night?
Created: 1 month ago
A
Christmas
B
Easter
C
Carnival
D
Harvest
Fra Lippo বর্ণনা করে কিভাবে এক রাতে জানালা দিয়ে বের হয়ে গান, হাসি, বাদ্যযন্ত্রের শব্দ শুনেছিল। সে বলে, “Here’s spring come, and the nights one makes up bands to roam the town and sing out carnival.” Carnival হলো উল্লাস, আনন্দ ও মুক্তির প্রতীক। এটি মঠের কঠোর জীবনের বিপরীতে এক প্রকার স্বাধীনতা ও দেহের আনন্দকে প্রকাশ করে।
লিপ্পো মনে করিয়ে দেয় যে মানুষ শুধু আত্মা নয়, দেহও ঈশ্বরের দান, আর দেহও আনন্দ চায়। Carnival এখানে শিল্পীর বাস্তববাদী দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এটি প্রতীক হয়ে দাঁড়ায় সমাজের ভণ্ডামির বিরুদ্ধে এক মানবিক প্রতিবাদের।

3
Updated: 1 month ago