Hamlet's treatment of women, especially Ophelia and Gertrude, reflects which underlying theme?
A
A pure moral guidance to protect women
B
Misogyny and the fragility of female agency within patriarchal
C
A critique of political corruption
D
The ideal romantic devotion between a man and a woman
উত্তরের বিবরণ
হ্যামলেটের নারীচরিত্রদের প্রতি আচরণ মূলত তার মানসিক জটিলতা ও সমাজব্যবস্থার প্রতিফলন। অপেলিয়া ও গার্ট্রুডের সঙ্গে তার সম্পর্ক দেখায় কীভাবে পুরুষকেন্দ্রিক সমাজে নারীদের স্বাধীনতা ও ব্যক্তিসত্তা ভঙ্গুর হয়ে পড়ে।
এটি হ্যামলেটের অন্তর্গত নারীবিদ্বেষ (misogyny) এবং সেই সময়ের patriarchal structure-এর সীমাবদ্ধতার প্রতিচ্ছবি।
-
হ্যামলেট তার মায়ের পুনর্বিবাহকে নৈতিক বিশ্বাসঘাতকতা হিসেবে দেখে, যা তার নারীদের প্রতি অবিশ্বাস ও ঘৃণাকে আরও গভীর করে তোলে।
-
অপেলিয়ার প্রতি তার নিষ্ঠুর আচরণ প্রমাণ করে যে নারীকে সে আবেগের নয়, বরং দুর্বলতার প্রতীক হিসেবে দেখে।
-
পুরো নাটক জুড়ে নারীচরিত্রদের অবস্থান সীমিত—তারা পুরুষদের সিদ্ধান্ত ও সমাজের নিয়মে আবদ্ধ, যা তাদের agency বা স্বাধীনতার ভঙ্গুরতা প্রকাশ করে।
-
ফলে, নাটকটি শুধুমাত্র হ্যামলেটের ব্যক্তিগত ট্র্যাজেডি নয়, বরং একটি patriarchal সমাজে নারীর অসহায় অবস্থার প্রতিফলনও বটে।

0
Updated: 23 hours ago
Who tells Macbeth, “None of woman born shall harm Macbeth”?
Created: 1 month ago
A
First Witch
B
Apparition
C
Hecate
D
Lennox
Macbeth-এ ডাইনিদের ডাকা দ্বিতীয় আত্মা (Apparition) ম্যাকবেথকে ভবিষ্যদ্বাণী করে যে “কোনো নারীজাত থেকে জন্ম নেওয়া মানুষ তাকে ক্ষতি করতে পারবে না।” এই অস্পষ্ট বাণী ম্যাকবেথকে অতিরিক্ত আত্মবিশ্বাসী করে তোলে। পরে জানা যায়, ম্যাকডাফ সিজারিয়ান অপারেশনে জন্মেছিল, যা এই ভবিষ্যদ্বাণীকে সত্যি প্রমাণ করে এবং ম্যাকবেথের পতনের কারণ হয়।

3
Updated: 1 month ago
What motivates Antonio throughout the play?
Created: 1 month ago
A
Desire for power
B
Love for Ferdinand
C
Obedience to Prospero
D
Fear of spirits
Antonio লোভী ও বিশ্বাসঘাতক স্বভাবের। সে প্রথমে Prospero-র সিংহাসন দখল করে এবং পরে আবার Alonso-কে হত্যা করে Sebastian-কে রাজা বানানোর ষড়যন্ত্র করে। তার চরিত্র নাটকে ক্ষমতার লোভ ও মানব দুর্বলতার প্রতীক।

1
Updated: 1 month ago
What does Lady Macbeth ask the spirits to do?
Created: 2 months ago
A
Unsex her
B
Kill Duncan
C
Bring sleep
D
Make her invisible

0
Updated: 2 months ago