Which of the following works reflects a social issue?
A
Great Expectations
B
Thyrsis
C
Dover Beach
D
The Solitary Reaper
উত্তরের বিবরণ
চার্লস ডিকেন্সের Great Expectations উপন্যাসটি উনিশ শতকের ইংরেজ সমাজব্যবস্থার নানা বৈষম্য ও সামাজিক বাস্তবতাকে গভীরভাবে প্রতিফলিত করেছে। এটি শুধুমাত্র একটি ব্যক্তিগত বিকাশের গল্প নয়, বরং সেই সময়ের শ্রেণি-সংক্রান্ত জটিলতা এবং সমাজের অনাচারের একটি সামাজিক দলিলও বলা যায়।
-
উপন্যাসটিতে class mobility বা সামাজিক শ্রেণি পরিবর্তনের বিষয়টি গুরুত্বপূর্ণভাবে উঠে এসেছে, যেখানে নীচু শ্রেণি থেকে উঠে আসা এক তরুণের সমাজে নিজের অবস্থান প্রতিষ্ঠার সংগ্রাম চিত্রিত হয়েছে।
-
ডিকেন্স ইংরেজ legal system-এর দুর্নীতি, অসাম্য এবং দরিদ্র শ্রেণির প্রতি অবিচারকে তীক্ষ্ণভাবে তুলে ধরেছেন।
-
Victorian social hierarchy-এর অবিচার, ধনী ও দরিদ্রের মধ্যকার ফারাক, এবং নৈতিকতার অবক্ষয়—সবকিছুই গল্পের ভেতর দিয়ে প্রতিফলিত হয়েছে।
এইভাবে, Great Expectations কেবল এক সাহিত্যকর্ম নয়, বরং এক গভীর সামাজিক প্রতিচ্ছবি, যা পাঠককে তখনকার সমাজ সম্পর্কে ভাবতে বাধ্য করে।

0
Updated: 23 hours ago
Who wrote the two famous novels, ‘David Copperfield’ and ‘The Tale of two Cities’?
Created: 2 months ago
A
Thomas Hardy
B
Jane Austen
C
George Eliot
D
Charles Dickens
Victorian Age (1832-1900)-এর অন্যতম জনপ্রিয় ও প্রতিভাবান ঔপন্যাসিক Charles Dickens (1812-1870)। তাঁকে বলা হয় the greatest novelist in the victorian period I Charles Dickens রচিত বিখ্যাত কয়েকটি উপন্যাসের নাম নিম্নরূপ: • David Copperfield • A Christmas Carol • Our Mutual Friend • The Bleak House • Hard Times • Great Expectations • The Pickwick Papers • The Old Curiosity Shop • A Tale of Two Cities • The Battle of Life • The Mystery of Edwin Drood • The Adventures of Oliver Twist

0
Updated: 2 months ago
Who is the "pale young gentleman" in Great Expectations?
Created: 1 day ago
A
Pip
B
Herbert
C
Jaggers
D
Startop
“Pale young gentleman” নামটি Pip প্রথমে দেয় Herbert Pocket-কে, যখন তারা Satis House-এর বাগানে হঠাৎ করে একে অপরের সঙ্গে লড়াইয়ে জড়িয়ে পড়ে। তখন Pip তার নাম না জানায়, তাকে এই বর্ণনামূলক নামেই উল্লেখ করে।
পরে কাহিনিতে জানা যায়, সেই ছেলেটিই আসলে Herbert Pocket, যিনি পরবর্তীতে Pip-এর সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু হয়ে ওঠেন।
এই ঘটনাটি Charles Dickens-এর “Great Expectations”-এ Pip-এর জীবনের একটি গুরুত্বপূর্ণ মোড় তৈরি করে, কারণ এখান থেকেই তার সাথে Herbert-এর বন্ধুত্ব ও পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক গড়ে ওঠে।
“Pale young gentleman” শব্দগুচ্ছটি Dickens দক্ষভাবে ব্যবহার করেছেন, চরিত্রটির শারীরিক চেহারা ও ভদ্র ইংরেজ সমাজের এক ধরনের সৌম্য ভাব প্রকাশের জন্য।

0
Updated: 1 day ago
‘David Copperfield’ is a/an ____ novel.
Created: 2 months ago
A
Victorian
B
Elizabethan
C
Romantic
D
Modern
Victorian Age (1832-1900)-এর অন্যতম জনপ্রিয় ও প্রতিভাবান ঔপন্যাসিক Charles Dickens (1812-1870) রচিত David Copperfield মূলত একটি আত্মজীবনীমূলক উপন্যাস যেখানে এতিম শিশু David Copperfield-এর বড় হয়ে উঠা ও তার সৎ বাবা কর্তৃক নির্যাতিত হওয়ার কাহিনী বর্ণনা করা হয়েছে। উপন্যাসটি ১৮৪৯-৫০ সময়কালে ধারাবাহিক আকারে প্রকাশিত হয়। Charles Dickens রচিত বিখ্যাত কয়েকটি উপন্যাসের নাম নিম্নরূপ: • David Copperfield • A Christmas Carol • Our Mutual Friend • The Bleak House • Hard Times • Great Expectations • The Pickwick Papers • The Old Curiosity Shop • A Tale of Two Cities • The Battle of Life • The Mystery of Edwin Drood • The Adventures of Oliver Twist

1
Updated: 2 months ago